অসামরিক বিমান পরিবহন মন্ত্রক (ভারত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক
সংস্থার রূপরেখা
যার এখতিয়ারভুক্তভারত সরকার
সদর দপ্তররাজীব গান্ধী ভবন, নতুন দিল্লি
বার্ষিক বাজেট ৩,১১৩.৫০ কোটি (US$ ৩৮০.৫৭ মিলিয়ন) (২০২৩–২৪ অনুমান)[১]
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
সংস্থা নির্বাহী
ওয়েবসাইটwww.civilaviation.gov.in

অসামরিক বিমান পরিবহন মন্ত্রক[ক] হচ্ছে ভারতের অসামরিক বিমান পরিবহনের উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য জাতীয় নীতি ও প্রকল্প উদ্ভাবনের জন্য দায়বদ্ধ মন্ত্রক। এটি দেশের অসামরিক বিমান পরিবহনের নিয়মিত বৃদ্ধি ও প্রসারের জন্য বিভিন্ন প্রকল্প উদ্ভাবন ও বাস্তবায়ন করে। এছাড়া এটি বিমানবন্দরের পরিকাঠামো, বিমান ট্র্যাফিক পরিষেবা এবং আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহনের উপর নজরদারি রাখে।

গঠন[সম্পাদনা]

এই মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও প্রতিমন্ত্রী ভি. কে. সিংহ। সচিব ভুমলুনমাং ভুয়ালনাম, একজন আইএএস আধিকারিক, এই মন্ত্রকের প্রধান। এছাড়া এই মন্ত্রকে একটি অতিরিক্ত সচিব, আর্থিক উপদেষ্টা, তিনজন যৌথ সচিব, ডিরেক্টর/উপসচিব/আর্থিক কন্ট্রোলার পদের সাতজন আধিকারিক এবং আন্ডারসেক্রেটারি পদের দশজন আধিকারিক বর্তমান। মন্ত্রকটির সদরদপ্তর জাতীয় রাজধানী নতুন দিল্লির সফদরজং বিমানবন্দরের রাজীব গান্ধী ভবনে অবস্থিত।[২]

মন্ত্রীর তালিকা[সম্পাদনা]

ক্রমিক সংখ্যা চিত্র নাম মেয়াদ প্রধানমন্ত্রী রাজনৈতিক দল
জন মাত্তাই ১৫ আগস্ট ১৯৪৭ ২২ সেপ্টেম্বর ১৯৪৮ ১ বছর, ৩৮ দিন জওহরলাল নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেস
এন. গোপালস্বামী আয়নগর ১৭ আগস্ট ১৯৪৮ ১৩ মে ১৯৫২ ৩ বছর, ২৭০ দিন
লাল বাহাদুর শাস্ত্রী ১৩ মে ১৯৫২ ৭ ডিসেম্বর ১৯৫৬ ৪ বছর, ২০৮ দিন
হরি বিনায়ক পতসকর ৭ ডিসেম্বর ১৯৫৬ ১৬ এপ্রিল ১৯৫৭ ১৩০ দিন
(৩) লাল বাহাদুর শাস্ত্রী ১৬ এপ্রিল ১৯৫৭ ২৮ মার্চ ১৯৫৮ ৩৪৬ দিন
5 এস. কে. পাটিল ২৯ মার্চ ১৯৫৮ ২৪ আগস্ট ১৯৫৯ ১ বছর, ১৪৮ দিন
পি. সুব্বারায়ন ২ সেপ্টেম্বর ১৯৫৯ ১০ এপ্রিল ১৯৬২ ২ বছর, ২২০ দিন
জগজীবন রাম ১০ এপ্রিল ১৯৬২ ৩১ আগস্ট ১৯৬৩ ১ বছর, ১৪৩ দিন
সত্য নারায়ণ সিনহা ৯ জুন ১৯৬৪ ১৩ জুন ১৯৬৪ ৪ দিন লাল বাহাদুর শাস্ত্রী
নিত্যানন্দ কানুনগো
(প্রতিমন্ত্রী হিসাবে)
১৩ জুন ১৯৬৪ ৩১ জুলাই ১৯৬৫ ১ বছর, ৪৮ দিন
১০ রাজ বাহাদুর ৩১ জুলাই ১৯৬৫ ২৪ জানুয়ারি ১৯৬৬ ১৭৭ দিন
১১ নীলম সঞ্জীব রেড্ডি ২৪ জানুয়ারি ১৯৬৬ ১৬ মার্চ ১৯৬৭ ১ বছর, ৫১ দিন ইন্দিরা গান্ধী
১২ করণ সিংহ ১৬ মার্চ ১৯৬৭ ৯ নভেম্বর ১৯৭৩ ৬ বছর, ২৩৮ দিন
(10) রাজ বাহাদুর ৯ নভেম্বর ১৯৭৩ ২২ ডিসেম্বর ১৯৭৬ ৩ বছর, ৪৩ দিন
১৩ কোঠা রঘুরামাজা ২৩ ডিসেম্বর ১৯৭৬ ২৪ মার্চ ১৯৭৭ ৯১ দিন
১৪ পুরুষোত্তম কৌশিক ২৪ মার্চ ১৯৭৭ ১৫ জুলাই ১৯৭৯ ২ বছর, ১১৩ দিন মোরারজি দেশাই জনতা পার্টি
১৫ মোহাম্মদ শাফি কুরেশি ৩০ জুলাই ১৯৭৯ ১৪ জানুয়ারি ১৯৮০ ১৬৮ দিন চরণ সিংহ ভারতীয় জাতীয় কংগ্রেস (ইউ)
১৬ জানকী বল্লভ পট্টনায়ক ১৪ জানুয়ারি ১৯৮০ ৭ জুন ১৯৮০ ১৪৫ দিন ইন্দিরা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেস
17 অনন্ত শর্মা ১৯ অক্টোবর ১৯৮০ ২ সেপ্টেম্বর ১৯৮২ ১ বছর, ৩১৮ দিন
18 ভাগবত ঝা আজাদ ২ সেপ্টেম্বর ১৯৮২ ১৪ ফেব্রুয়ারি ১৯৮৩ ১৩৪ দিন
১৯ খুরশেদ আলম খান ১৪ ফেব্রুয়ারি ১৯৮৩ ৩১ ডিসেম্বর ১৯৮৪ ১ বছর, ৩৫২ দিন
২০ জগদীশ টিটলার ২২ অক্টোবর ১৯৮৬ ১৪ ফেব্রুয়ারি ১৯৮৮ ১ বছর, ১১৫ দিন রাজীব গান্ধী
২১ মতিলাল বোরা ১৪ ফেব্রুয়ারি ১৯৮৮[৩] ২৫ জুন ১৯৮৮ ১৩২ দিন
22 শিবরাজ পাটিল ২৫ জুন ১৯৮৮ ২ ডিসেম্বর ১৯৮৯ ১ বছর, ১৬০ দিন
২৩ আরিফ মোহাম্মদ খান ৬ ডিসেম্বর ১৯৮৯ ১০ নভেম্বর ১৯৯০ ৩৩৯ দিন বিশ্বনাথ প্রতাপ সিংহ জনতা দল
২৪ হরমোহন ধওয়ান ২১ নভেম্বর ১৯৯০ ২১ জুন ১৯৯১ ২১২ দিন চন্দ্র শেখর সমাজবাদী জনতা পার্টি (রাষ্ট্রীয়)
২৫ মাধবরাও সিন্ধিয়া ২১ জুন ১৯৯১ ৯ জানুয়ারি ১৯৯৩ ১ বছর, ২০২ দিন পি. ভি. নরসিংহ রাও ভারতীয় জাতীয় কংগ্রেস
26 গুলাম নবি আজাদ ৯ জানুয়ারি ১৯৯৩ ১৬ কে ১৯৯৬ ৩ বছর, ১২৮ দিন
২৭ ভি. ধনঞ্জয় কুমার ১৬ মে ১৯৯৬ ১ জুন ১৯৯৬ ১৬ দিন অটলবিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টি
২৮ সি. এম. ইব্রাহিম ১ জুন ১৯৯৬ ১৯ মার্চ ১৯৯৮ ১ বছর, ২৯১ দিন এইচ. ডি. দেবে গৌড়া জনতা দল
ইন্দ্র কুমার গুজরাল
২৯ অনন্ত কুমার ১৯ মার্চ ১৯৯৮ ১৩ অক্টোবর ১৯৯৯ ১ বছর, ২০৮ দিন অটলবিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টি
৩০ শরদ যাদব ১৩ অক্টোবর ১৯৯৯ ৩১ আগস্ট ২০০১ ১ বছর, ৩২২ দিন জনতা দল (সংযুক্ত)
৩১ সৈয়দ শাহনাওয়াজ হুসেন ১ সেপ্টেম্বর ২০০১ ২৩ মে ২০০৩ ১ বছর, ২৬৪ দিন ভারতীয় জনতা পার্টি
32 রাজীব প্রতাপ রুডি ২৪ মে ২০০৩ ২২ মে ২০০৪ ৩৬৪ দিন
৩৩ প্রফুল প্যাটেল ২৩ মে ২০০৪ ১৮ জানুয়ারি ২০১১ ৬ বছর, ২৪০ দিন মনমোহন সিংহ জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি
৩৪ বায়লার রবি ১৯ জানুয়ারি ২০১১ ১৮ ডিসেম্বর ২০১১ ৩৩৩ দিন ভারতীয় জাতীয় কংগ্রেস
35 অজিত সিং ১৮ ডিসেম্বর ২০১১ ২৬ মে ২০১৪ ২ বছর, ১৫৯ দিন রাষ্ট্রীয় লোক দল
36 অশোক গজপতি রাজু ২৬ মে ২০১৪ ৯ মার্চ ২০১৮ ৩ বছর, ২৮৭ দিন নরেন্দ্র মোদী তেলুগু দেশম পার্টি
৩৭ সুরেশ প্রভু ১০ মার্চ ২০১৮ ৩০ মে ২০১৯ ১ বছর, ৮১ দিন ভারতীয় জনতা পার্টি
৩৮ হরদীপ সিং পুরী ৩০ মে ২০১৯ ৭ জুলাই ২০২১ ২ বছর, ৩৮ দিন
৩৯ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৭ জুলাই ২০২১ দায়িত্বপ্রাপ্ত ২ বছর, ২৭২ দিন

প্রতিমন্ত্রীর তালিকা[সম্পাদনা]

প্রতিমন্ত্রী রাজনৈতিক দল মেয়াদ প্রধানমন্ত্রী
অশোক গহলোত ভারতীয় জাতীয় কংগ্রেস ৩১ ডিসেম্বর ১৯৮৪ ২৬ সেপ্টেম্বর ১৯৮৫ ২৬৯ দিন ইন্দিরা গান্ধী
কে. সি. বেণুগোপাল ভারতীয় জাতীয় কংগ্রেস ২৮ অক্টোবর ২০১২ ২৬ মে ২০১৪ ১ বছর, ২১০ দিন মনমোহন সিংহ
জি. এম. সিদ্ধেশ্বর ভারতীয় জনতা পার্টি ২৬ মে ২০১৪ ৯ নভেম্বর ২০১৪ ১৬৭ দিন নরেন্দ্র মোদী
মহেশ শর্মা ৯ নভেম্বর ২০১৪ ৫ জুলাই ২০১৬ ১ বছর, ২৩৯ দিন
জয়ন্ত সিনহা ৫ জুলাই ২০১৬ ৩০ মে ২০১৯ ২ বছর, ৩২৯ দিন
ভি. কে. সিংহ ৭ জুলাই ২০২১ দ্বায়িত্বপ্রাপ্ত ২ বছর, ২৭২ দিন

টীকা[সম্পাদনা]

  1. ইংরেজি: Ministry of Civil Aviation; হিন্দি: नागर विमानन मंत्रालय, প্রতিবর্ণীকৃত: নাগর্ ৱিমানন্ মন্ত্রালয়্

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Budget data" (পিডিএফ)www.indiabudget.gov.in। ২০১৯। ৪ মার্চ ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Archived copy"। ৩০ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩  [অকার্যকর সংযোগ]
  3. "Vayudoot remains Harsh Vardhan's show"India Today 

বহিঃসংযোগ[সম্পাদনা]