আলাপ:অসামরিক বিমান পরিবহন মন্ত্রক (ভারত)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Sbb1413 কর্তৃক ২ মাস আগে "মন্ত্রক বনাম মন্ত্রণালয়" অনুচ্ছেদে

মন্ত্রক বনাম মন্ত্রণালয়[সম্পাদনা]

আমি অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় (ভারত) নামে এই নিবন্ধটি শুরু করেছিলাম, কিন্তু Tuhin কোনো কারণ ব্যতীত একে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক (ভারত) নামে স্থানান্তর করেছেন, এবং আমি একে আগের নামে ফেরত করেছি। তবে আমি লক্ষ করেছি যে বাংলা উইকিপিডিয়ায় ভারত সরকারের বিভিন্ন মিনিস্ট্রিকে কেউ "মন্ত্রক" লেখে, আবার কেউ "মন্ত্রণালয়" লেখে (যেমন: রেল মন্ত্রক (ভারত)উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়)। এমনকি ভারত সরকার নিজেও কিছু দলিলে কেন্দ্রীয় মিনিস্ট্রিদের "মন্ত্রক" (সরকারী ভাষা আইন, ১৯৬৩), আবার অন্য দলিলে একে "মন্ত্রণালয়" বলেছে (ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২))। তাই ভারত (ও অন্যান্য দেশের) কেন্দ্রীয় মিনিস্ট্রিদের কী নামে অভিহিত করা উচিত সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৫:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

যেহেতু ভারতীয় বাংলা গণমাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় মিনিস্ট্রিকে "মন্ত্রক" বলা হয়, সেহেতু আমার মতে ভারতের কেন্দ্রীয় মিনিস্ট্রিদের বাংলায় "মন্ত্রক"ই বলা উচিত এবং অন্যান্য দেশের ক্ষেত্রে একে "মন্ত্রণালয়" বলা যেতে পারে। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৬:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

যেহেতু ভারতীয় বাংলা গণমাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় মিনিস্ট্রিকে "মন্ত্রক" বলা হয়, সেহেতু আমার মতে ভারতের কেন্দ্রীয় মিনিস্ট্রিদের বাংলায় "মন্ত্রক"ই বলা উচিত এবং অন্যান্য দেশের ক্ষেত্রে একে "মন্ত্রণালয়" বলা যেতে পারে।

ঠিক এই কারণেই আমি নিবন্ধটি স্থানান্তর করেছি। Civil Aviation-কে বাংলায় বেসামরিক বিমান লেখা হয়। বাংলাদেশের একই ধরনের মন্ত্রণালয়ের নাম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। "অসামরিক" শব্দটা আমার আগে কোথাও চোখে পড়েনি। – তুহিন (বার্তাঅবদান) ০৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আনন্দবাজারের এই প্রতিবেদন অনুযায়ী আমি Civil Aviation-কে বাংলায় "অসামরিক বিমান পরিবহন" লিখেছিলাম। সেখানে লেখা আছে, "নিজের পরিবারেরও রাজনৈতিক মান বাঁচাতে সফল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে।" এছাড়া অন্যান্য ভারতীয় বাংলা সংবাদমাধ্যমেও একে "অসামরিক বিমান পরিবহন" লিখতে দেখেছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৯:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন