অরুনেন্দু দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অরুনেন্দু দাস
জন্ম১৯৩৮
ইয়াঙ্গুন (পূর্বে রেঙ্গুন), মিয়ানমার (পূর্বে বর্মা)
মৃত্যু২ ফেব্রুয়ারি ২০১৯ (বয়স ৮১)
জাতীয়তাব্রিটিশ
অন্যান্য নামঅরুন দা
পেশা
  • স্থপতি
  • গায়ক-গীতিকার
  • সঙ্গীতজ্ঞ
পিতা-মাতা
  • ড. যধুলাল দাস (পিতা)
  • অমিয়বালা দাস (মাতা)
সঙ্গীত কর্মজীবন
উদ্ভবকলকাতা
ধরনফোক রক, ব্লুজ রক, সাইকেডেলিক রক

অরুনেন্দু দাস (১৯৩৮ – ২ ফেব্রুয়ারি ২০১৯)[১] বিংশ শতাব্দীর শেষের দিকে অলটারনেটিভ বাংলা গান রচনার অন্যতম পথিকৃৎ। যদিও মহীনের ঘোড়াগুলিকে প্রথম বাংলা ব্যান্ড হিসাবে বিবেচনা করা হয় তবে অরুনেন্দুই প্রথম ব্যক্তি যিনি নির্দিষ্টভাবে গীটার সহযোগে গাওয়ার জন্য বাংলা গান রচনা করেন, যে ধারাটি সময়ের সাথে সাথে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে।[২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

অরুনেন্দু দাস ইয়াঙ্গুনে জন্মগ্রহণ করেন, যা সে সময় রেঙ্গুন নামে পরিচিত ছিল। তার পিতা যধুলাল দাস একজন চিকিৎসক এবং তার মাতা অমিয়বালা দাস একজন গৃহিণী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ডা. দাস তার পরিবারকে রেঙ্গুন থেকে বাংলাদেশের বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে নিয়ে যান। দাস পরিবারের ছয় সন্তানের (চার বোন ও দুই ভাই) একজন অরুনেন্দু দাস, তার শৈশবের বছরগুলো বাংলাদেশে অতিবাহিত করেন।[৩]

অরুনেন্দু কলকাতার ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের স্কাউট গ্রুপের সদস্য ছিলেন এবং ১৯৫৫ সালের গ্রীষ্মে পুরীতে (ওড়িশা) একটি ক্যাম্পিং ট্রিপে অংশ নেন। সেখানে অন্যান্য স্কাউট দলের সাথে সঙ্গীত প্রতিযোগিতার সময়, তার নিজস্ব গান রচনার কথা মাথায় আসে। তিনি সমসাময়িক জনপ্রিয় গান 'উজ্জ্বল এক ঝাঁক পায়রা' এর সুর ব্যবহার করে, নিজের লিরিক প্রয়োগ করে 'চঞ্চল এক দল স্কাউট ভাই' গানটি রচনা করেন।

অরুনেন্দুর স্কুল জীবনের বন্ধু প্রবীর কুমার দাস তাকে সঙ্গীতের প্রাথমিক বিষয়াদি এবং ষ্টীল গিটার বাজানোর কৌশলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তিনি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবপুরে (১৯৫৬-১৯৬১) স্থাপত্য বিষয়ে অধ্যয়ন করার সময়ে এই নতুন জ্ঞানকে সম্পূর্ণরূপে কাজে লাগান। তিনি তার গান লেখা অব্যাহত রাখেন এবং এসময় তার সহপাঠীদের বিনোদন দানের জন্য সমসাময়িক বিভিন্ন গানের প্যারোডি রচনা করেন। তার গান এবং প্যারোডি তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং তার অনেক বন্ধু কলেজ ছাড়ার পরেও বিভিন্ন স্থানে অরুনেন্দুর গানগুলো গাইতে থাকে।

বিই কলেজে থাকাকালীন অরুনেন্দু আসলে হাওয়াইয়ান গিটার বাদক হিসেবেই বেশি প্রশংসিত হন এবং তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি কখনও জনসম্মুখে গান গাইতে সাহস করেননি। হেমন্ত মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো বাঙালি গায়কদের দ্বারা অনুপ্রাণিত হলেও তিনি কখনও গান গেয়ে ক্যারিয়ার গড়তে চাননি, তিনি নিজের আনন্দের জন্য গান লিখতেই ভালোবাসতেন।

তার অধিকাংশ গানই ব্যক্তিগত এবং মূলত ষ্টীল গিটারের কর্ড সম্পর্কে তার সদ্য অর্জিত জ্ঞানের চর্চা ও তার ঘনিষ্ঠ বন্ধুদের শোনানোর জন্য রচিত। তিনি বিভিন্ন পাশ্চাত্য ক্লাসিক গানের অসংখ্য "প্যারোডি" সংস্করণ রচনা করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন। এই সময় অরুনেন্দু ধ্রুপদী স্প্যানিশ গিটার নিয়ে চর্চা শুরু করেন, যা কলকাতায় তখন ততটা সহজলভ্য ছিল না এবং পার্ক স্ট্রীট এলাকার পানশালা ও অ্যাংলো-ভারতীয় সম্প্রদায়ের কিছু সদস্যের মধ্যেই এর ব্যবহার সীমাবদ্ধ ছিল।

ইংল্যান্ডে[সম্পাদনা]

অরুনেন্দু ষাটের দশকের শেষের দিকে ইংল্যান্ডে যান এবং সমসাময়িক আমেরিকান এবং ইংরেজি জনপ্রিয় গানের কথা দ্বারা চমৎকৃত হন। অক্সফোর্ডশায়ারের বাইসেস্টারের স্থপতি হিসেবে বসবাসকালীন, তিনি সেখানকার একটি ফোক ক্লাবে যোগ দেন। সেখানকার সঙ্গীত পরিবেশনকারী ও অতিথি শিল্পীদের কাছ থেকে তিনি গিটারের কিছু কৌশল আয়ত্ত করেন। তিনি অনুভব করেন যে এই কৌশলগুলি বাংলা গীতি রচনায় প্রয়োগ করা যেতে পারে এবং ফলস্বরূপ সেইসব সুর এবং ছন্দ অনুযায়ী বাংলায় গান লিখতে শুরু করেন। তার তুতো ভাই প্রসান্ত দে (হাবুল) সে সময় বিই কলেজের স্থাপত্যের ছাত্র এবং একজন দক্ষ ফোক গিটারিস্ট ছিলেন। তিনি ১৯৭০-এর দশকে কলেজ ক্যাম্পাসের ভেতরে-বাইরে সেই গানগুলিকে জনপ্রিয় করে তোলেন।

মহীনের ঘোড়াগুলি[সম্পাদনা]

অরুনেন্দুর গান কখনই বৃহত্তর শ্রোতাদের জন্য ছিল না এবং ১৯৮৭-এর দশকের প্রথম দিকে গৌতম চট্টোপাধ্যায় মুর এভিনিউতে (কলকাতা) তাঁর বাসভবনে যাওয়া অবধি এমনটাই সত্যি ছিল। গৌতমের এক ছোট ভাই প্রদীপ চট্টোপাধ্যায় (বুলা), একজন প্রতিভাবান সঙ্গীতজ্ঞ, বিমূর্ত গীতিকার এবং বহির্মুদ্রাবাদী, ১৯৭০ এর দশকে বিই কলেজে পড়াশোনা করেছিলেন এবং তিনি অরুনেন্দুর বেশ কিছু গান গৌতমকে শোনান। গৌতম সেগুলো এতটাই পছন্দ করেন যে তার গানের দল মহীনের ঘোড়াগুলির নামে প্রকাশিত বাংলা গানের চারটি সংকলনেই অরুনেন্দুর গানগুলি অন্তর্ভুক্ত করেন। মহীনের ঘোড়াগুলির প্রত্যাবর্তনকারী প্রথম অ্যালবাম "আবার বছর কুড়ি পরে " প্রকাশের সময় প্রকাশিত পুস্তিকায় অরুনেন্দুকে মহীনের ঘোড়াগুলির পূর্বসূরী হিসেবে উল্লেখ করা হয়েছে। তার গানগুলো "ঝরা সময়ের গান ", "মায়া " এবং "ক্ষ্যাপার গান " অ্যালবামেও অন্তর্ভুক্ত করা হয়।

অরুনেন্দু সর্বদা তার গানগুলোকে "ছয় তারের গান" হিসেবে উল্লেখ করতে পছন্দ করতেন, কেননা এগুলো রচনার পেছনে প্রধান অনুপ্রেরণা ছিল মৃদু ধাচের বাংলা গানের সাথে গিটারের সম্মিলনের মাধ্যমে ১৯৬০ ও ১৯৭০-এর দশকে আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় গানগুলোর সাথে বাংলা সঙ্গীতের সামঞ্জস্য ঘটানো। ২০০৪ সালে কলকাতার প্রেস্তো স্টুডিও কর্তৃক "অরুনদার গান" নামে তাঁর কিছু গানের একটি সিডি প্রকাশ করা হয়।

ডিস্কোগ্রাফি[সম্পাদনা]

একক গান[সম্পাদনা]

  • আয় রে ঘুম আয়
  • আছে মোর কিছু সুর
  • আগে জানলে কি হাবুল
  • আমার প্রিয়া
  • বার বার তুমি
  • বড়ি দিয়ে তরকারি
  • ভিক্ষেতেই যাবো
  • বন পাহাড়ির
  • বলতে যা চাও
  • ধীর সমীরন আরো ধীরে বহে যাও
  • দিশেহারা আমার মন
  • গান হয়ে যাই আজ
  • গঙ্গা
  • ঘুমাওরে নীলা
  • ভালোবাসি তোমায় তাই জানাই গানে
  • কখনো বসে ভাবি
  • কামনা বাসনা যত
  • কেটে গেছে কত না বছর
  • কেনো কাঁদি
  • কি লাভ কেঁদে
  • কিসের এত তাড়া
  • ক্লান্তি জড়ানো আকাশের চোখে
  • ওরে আমার মন
  • পূর্ণিমা চাঁদ
  • পেরিয়ে মাঠের সীমানা
  • সারা রাত
  • শিউলি ফোঁটার
  • সময় কেটেছে মোর শুধু অবেলায়
  • মিছে কেঁদে

সরাসরি[সম্পাদনা]

  • ছয় তারের গান (২০১৩; প্রবীর দাস, প্রসান্ত দে, রণজিৎ গাঙ্গুলি ও সুব্রত ঘোষ সহযোগে)[৪]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Arunendu Das, pioneer of alternative Bengali songwriting, passes away"Times of India। ৩ ফেব্রুয়ারি ২০১৯। 
  2. "Back to '70s with Mohiner Ghoraguli"The Times of India। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭ 
  3. "Mr. Arun Das — ISPaD Interview"YouTube। 'ISPaD'। ২৩ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭ 
  4. "Chhoy Taarer Gaan"spacemusicschool.com। Space Music School। ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]