অরুণ শীল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অরুণ শীল
শিশুসাহিত্যিক অরুণ শীল
শিশুসাহিত্যিক অরুণ শীল
জন্ম (1962-06-14) ১৪ জুন ১৯৬২ (বয়স ৬১)
বরলিয়া গ্রাম পটিয়া উপজেলা চট্টগ্রাম বাংলাদেশ
পেশাশিশুসাহিত্যিক
ভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষা স্নাতকোত্তর (এমবিএ)
শিক্ষা প্রতিষ্ঠানচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সার্দান ইউনিভার্সিটি, চট্টগ্রাম
সময়কাল১৯৯৪ - বর্তমান
ধরনশিশুসাহিত্য
দাম্পত্যসঙ্গীলাভলি শর্মা (স্ত্রী)
সন্তাননিপ নন্দিতা (কন্যা)
অনিন্দ্য অলক (পুত্র)

অরুণ শীল (জন্ম: ১৪ জুন ১৯৬২) হলেন বাংলাদেশের একজন শিশুসাহিত্যিক। তিনি চট্টগ্রাম একাডেমির একজন স্থায়ী পরিচালক এবং চট্টগ্রামের শিশুসাহিত্যিকদের সংগঠন 'স্বকাল শিশুসাহিত্য সংসদ 'এর পরিচালক।[১]

জন্ম ও প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

অরুণ শীলের জন্ম ১৯৬২ খ্রিস্টাব্দের ১৪ জুন বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে। পিতা যোগেশচন্দ্র শীল ও মাতা স্বর্ণলতা শীল। গ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস.এসসি পাশের পর ১৯৭৯ খ্রিস্টাব্দে চট্টগ্রামের পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি হন। ডিপ্লোমা ইন কমার্সের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যে স্নাতক (বি.কম) হন। পরে সাদার্ন বিশ্ববিদ্যালয় হতে তিনি ব্যবস্থাপনায় স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রী অর্জন করেন এবং কর্মজীবনে বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন। [২]

সাহিত্যকর্ম[সম্পাদনা]

পটিয়া স্কুলে পড়ার সময় থেকেই অরুণ শীলের লেখালেখি শুরু। স্কুলের শিক্ষকরা নিয়মিত উৎসাহ দিতেন তাকে। ১৯৭৭ খ্রিস্টাব্দে তার প্রথম লেখা প্রকাশিত হয় দৈনিক আজাদীর'আগামীদের আসরে'। পেশাগত কারণে ১৯৮৬ খ্রিস্টাব্দে লেখালেখি কিছুটা হ্রাস হলেও একেবারে বন্ধ করেন নি। ১৯৯৪ খ্রিস্টাব্দ হতে নিয়মিত লিখতে থাকেন। ১৯৯৫ খ্রিস্টাব্দের ডিসেম্বরে প্রকাশিত হয় তার প্রথম ছড়ার বই বীর জনতার ছড়া। শিশুসাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করলেও, তিনি কবিতা, গল্প এবং প্রবন্ধ ইত্যাদিতেও নিরন্তর অবদান রেখে চলেছেন। ইতিমধ্যে তার বাইশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। [৩]আশির দশকে অরুণ শীল গণমুখী ছড়া লিখে ছড়াকার হিসাবে পরিচিতি লাভ করলেও 'মায়াবী', 'কোমল' এবং 'স্বপ্নময়' কিশোর কবিতা রচনা করে সুনাম অর্জন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ গুলি হল-

কবিতা-
  • মেঘের দেশে আলোর ঘোড়া (১৯৯৭)
  • সাদা মেঘের সাঁকো (২০০১)
  • মেঘতাড়ুয়া (২০১১)
  • মেঘ উড়ে যায় বন পাহাড়ে(২০১২)
  • কিশোর কবিতা:প্রতিচিন্তা (২০১৪) (যৌথ রচনা)
  • আয়রে সকাল আয়(২০১৬)
  • রোদের বাড়ি যাব (২০২৩)
  • পড়ছি পাখির খাতা
  • নির্বাচিত কিশোরকবিতা
  • ১০০ কিশোরকবিতা(২০১৯)
গল্প-
  • পেট্রোবাংলার ভূত (১৯৯৬)
  • পদ্মপরি ও পালোয়ান(২০১৯)
  • এক যে ছিল বীর
  • ছোটদের সেরা গল্প
ছড়া-
  • বীর জনতার ছড়া (১৯৯৫)
  • চাঁদের বুড়ি ওড়ায় ঘুড়ি(২০০৬)
  • চুনোপুঁটির ছড়া(২০১০)
  • আম-জনতার ছড়া (২০১৭)
  • নির্বাচিত ছড়া (২০২১) শৈলী প্রকাশন চট্টগ্রাম আইএসবিএন ৯৭৮-৯৮-৪৯৬০-৪৬০-০
  • বাঘটি ছিল ছড়া মতো (২০২২)
প্রবন্ধ-
  • চট্টগ্রামের শিশুসাহিত্য
জীবনীগ্রন্থ-
  • ছোটদের লোককবি রমেশ শীল
সম্পাদনা-
  • ছড়ায় ছড়ায় একুশ[২]
  • রঙিন দিগন্ত (২০২৪) (যৌথ সম্পাদনায় আধুনিক কিশোর কবিতা)

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

অরুণ শীল ইতিমধ্যে বাংলা সাহিত্যে বিশেষকরে বাংলা শিশুসাহিত্যে অবদান রাখার জন্য বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

  • ২০০৯ - মাসিক কথন শিশুসাহিত্য পুরস্কার
  • ২০১০ - দৈনিক চট্টগ্রাম মঞ্চ লেখক সম্মাননা
  • ২০১১ - এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার
  • ২০১২ - শিশুদের পাঠশালা সম্মাননা
  • ২০১৬ - বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পুরস্কার
  • ২০১৭ - জাতীয় শিশুকিশোর পত্রিকা দুর্নিবার পুরস্কার
  • ২০১৮ - বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পদক
  • ২০১৮ - নূর-কোলাহল শিশুসাহিত্য পুরস্কার[২]
  • ২০২২ - প্রতীকি ছড়াসাহিত্য পুরস্কার
  • ২০২২ - সৃজন সাহিত্য সম্মান ইসলামপুর, পশ্চিমবঙ্গ, ভারত
  • ২০২২ - প্রথম চন্দননগর আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত
  • ২০২৩ - কবি লক্ষ্মী নন্দী স্মৃতি সাহিত্য পুরস্কার , কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত
  • ২০২৪ - একুশে সম্মাননা স্মারক পদক - চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক ২৩ ফেব্রুয়ারি শিশুসাহিত্যের জন্য (যৌথ ভাবে শিবুকান্তি দাশকে) প্রদত্ত [৪][১]
  • ২০২৪ - বাংলার মুখ পুরস্কার, বাংলার মুখ, ডায়মন্ড হারবার,পশ্চিমবঙ্গ, ভারত কর্তৃক ৪ এপ্রিল প্রদত্ত।


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শিশুসাহিত্যে একুশে পদক পেলেন পটিয়ার শিবুকান্তি-অরুণশীল"। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৪ 
  2. শীল, অরুণ। পদ্মপরি ও পালোয়ান। অক্ষরবৃত্ত। আইএসবিএন 978-98-4434--083-1 
  3. "অরুণ শীলের ১০০ কিশোর কবিতা:প্রসঙ্গ শিক্ষা"। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৪ 
  4. "চসিকের একুশে সম্মাননা পদক পেলেন যারা"। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৪