শামসুল আরেফীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শামসুল আরেফীন
শামসুল আরেফীন একুশে সাহিত্য পুরস্কার গ্রহণ করছেন
জন্ম
শামসুল আরেফীন

(1977-11-20) ২০ নভেম্বর ১৯৭৭ (বয়স ৪৬)
জাতীয়তাবাংলাদেশি
পেশা
  • কবি
  • সমালোচক
  • গবেষক
  • সহকারি জনসংযোগ কর্মকর্তা
কর্মজীবন১৯৯১ - বর্তমান
পুরস্কারচট্টগ্রাম সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কার (২০২৪)
লেখক হিসেবে কর্মজীবন
ছদ্মনামঅরণ্য আরিফ
ধরনকবিতা, প্রবন্ধ, গবেষণা
উল্লেখযোগ্য রচনাবলিনিচে দেখুন

শামসুল আরেফীন (জন্ম ২০ নভেম্বর, ১৯৭৭) বাংলাদেশি লোকগবেষক, গীতিকার ও কবি।[১] তিনি ২০২৪ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একুশে সাহিত্য পুরস্কার লাভ করেন।[২]

শিক্ষা ও কর্মজীবন[সম্পাদনা]

আরেফীন ১৯৭৭ সালের ২০ নভেম্বর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সদর এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুল মোবিন ও মাতা তমনারা বেগম। চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা জীবনের শুরু হয়। চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকগাছবাড়িয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ও সেভ দ্য চিলড্রেন-এর শিখন প্রোগ্রামে চাকরি করেন এবং বর্তমানে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সহকারী জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। [৩]

লেখালেখি ও গবেষণা[সম্পাদনা]

শামসুল আরেফীন নব্বই দশকের প্রথমে পত্র-পত্রিকায় ছড়া-কবিতা লিখতে শুরু করেন। নব্বই দশকে চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক, সাহিত্যপত্রিকা, বিভিন্ন শিশুতোষ পত্রিকা ও ছড়াসংকলনে তাঁর ছড়া ও কিশোর কবিতা প্রকাশিত হয়। তিনি নব্বই দশকের মাঝামাঝি লোকগবেষণায় সম্পৃক্ত হয়ে বিলুপ্ত ও বিস্মৃতপ্রায় লোককবি ও তাদের রচনা উদ্ধারে নিয়োজিত হন।[৪]

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন প্রজেক্ট-এ শামসুল আরেফীন প্রায় ৮ বছর মুক্তিযুদ্ধের তথ্যসংগ্রাহক ও গবেষক হিসেবে কাজ করেছেন। এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিতছে ১০ খণ্ডের মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ এ আরেফীনের মুক্তিযুদ্ধ বিষয়ক ৯৮টি নিবন্ধ স্থান পেয়েছে।[৫]

গ্রন্থতালিকা[সম্পাদনা]

লোকগবেষণাসহ বিভিন্ন বিষয়ে শামসুল আরেফীনের আজ অব্দি প্রকাশিত গ্রন্থসংখ্যা ২২। গ্রন্থগুলো হলো[৬]-

লোকগবেষণালব্ধ গ্রন্থ[সম্পাদনা]

  • আস্কর আলী পণ্ডিত: একটি বিলুপ্ত অধ্যায়, ফেব্রুয়ারি ২০০৬, বলাকা-চট্টগ্রাম।
  • বাংলাদেশের লোককবি ও লোকসাহিত্য ১ম খণ্ড, ফেব্রুয়ারি ২০০৭, বলাকা-চট্টগ্রাম।
  • বাংলাদেশের লোককবি ও লোকসাহিত্য ২য়-৪র্থ খণ্ড, জানুয়ারি ২০০৮, বলাকা-চট্টগ্রাম।
  • আস্কর আলী পণ্ডিতের দুর্লভ পুথি জ্ঞানচৌতিসা ও পঞ্চসতী প্যারজান (সংগ্রহ ও সম্পাদনা), ফেব্রুয়ারি ২০১০, বলাকা-চট্টগ্রাম।
  • বাংলাদেশের বিস্মৃতপ্রায় লোকসঙ্গীত ১ম খণ্ড (সংগ্রহ ও সম্পাদনা), ফেব্রুয়ারি ২০১২, বলাকা-চট্টগ্রাম।
  • বাঁশরিয়া বাজাও বাঁশি (পল্লিগানের গ্রন্থ), ২০১২ সালে ‘বাংলাদেশের বিস্মৃতপ্রায় লোকসঙ্গীত ১ম খণ্ড’ গ্রন্থভুক্তির মাধ্যমে প্রকাশিত।
  • আস্কর আলী পণ্ডিত: ৮৬বছর পর (সংগ্রহ ও সম্পাদনা), ফেব্রুয়ারি ২০১৩, বলাকা-চট্টগ্রাম।
  • আঠারো শতকের কবি আলী রজা ওরফে কানুফকির, ফেব্রুয়ারি ২০১৭, বলাকা-চট্টগ্রাম।
  • কবিয়াল মনিন্দ্র দাস ও তাঁর দুষ্প্রাপ্য রচনা, ফেব্রুয়ারি ২০১৮, বলাকা-চট্টগ্রাম।
  • গাঙ্গেয় বদ্বীপের অনন্য সঙ্গীতজ্ঞ: স্বপন কুমার দাশ (সম্পাদনা), সরগম একাডেমি, আগ্রাবাদ-চট্টগ্রাম, ২৭ ডিসেম্বর ২০১৩।
  • চট্টগ্রামের লোকগান: বিবিধ প্রবন্ধ, ফেব্রুয়ারি ২০২০, বলাকা-চট্টগ্রাম।
  • চট্টগ্রামের লোকসাহিত্য, ফেব্রুয়ারি ২০২২, আপন আলো-চট্টগ্রাম।
  • চট্টগ্রামের লোকসংগীত, ফেব্রুয়ারি ২০২৪, অক্ষরবৃত্ত প্রকাশন-চট্টগ্রাম।
  • চট্টগ্রাম জেলার সাহিত্য ও সংস্কৃতি, ফেব্রুয়ারি ২০২৩, তৃতীয় চোখ-চট্টগ্রাম।

আহমদ ছফা বিষয়ক গবেষণাগ্রন্থ[সম্পাদনা]

  • আহমদ ছফার অন্দরমহল, ফেব্রুয়ারি ২০০৪, বলাকা-চট্টগ্রাম। দ্বিতীয় সংস্করণ, ফেব্রুয়ারি ২০২০, বলাকা-চট্টগ্রাম। তৃতীয় সংস্করণ, ফেব্রুয়ারি ২০২১, হাওলাদার প্রকাশনী-ঢাকা।
  • আহমদ ছফা কবিতাসমগ্র (সম্পাদনা), ফেব্রুয়ারি ২০১৮, হাওলাদার প্রকাশনী-ঢাকা।

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণাগ্রন্থ[সম্পাদনা]

  • বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দুর্লভ দলিল, ফেব্রুয়ারি ২০১৬, বলাকা-চট্টগ্রাম। দ্বিতীয় সংস্করণ, ফেব্রুয়ারি ২০২২, হাওলাদার প্রকাশনী-ঢাকা।
  • কালুরঘাট প্রতিরোধ যুদ্ধ ও অন্যান্য, ফেব্রুয়ারি ২০১৯, বলাকা-চট্টগ্রাম।
  • কালুরঘাট বেতারকেন্দ্র ও স্বাধীনতা ঘোষণা, ফেব্রুয়ারি ২০১৯, বলাকা-চট্টগ্রাম।
  • মুক্তিযুদ্ধের আলোচিত গ্রুপ আলোচিত বাহিনী: দক্ষিণ চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২০২১, তৃতীয় চোখ-চট্টগ্রাম।

কাব্যগ্রন্থ[সম্পাদনা]

  • রুবাইয়াত-ই-আরেফীন, ফেব্রুয়ারি ২০১৪, বলাকা-চট্টগ্রাম।
  • সূর্য-পুত্র, ফেব্রুয়ারি ২০১৮, বলাকা-চট্টগ্রাম।

পত্রিকা সম্পাদনা[সম্পাদনা]

শঙ্খতীর নামে আরেফীন একটি ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক পত্রিকা সম্পাদনা করতেন। । দুই সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রথম সংখ্যা জুলাই ও আগস্ট ২০০৯ এবং দ্বিতীয় সংখ্যা মার্চ ২০১০ সালে প্রকাশিত হয়।

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

শামসুল আরেফীন প্রবন্ধ (গবেষণা) শাখায় অবদানের জন্য ২০২৪ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একুশে সাহিত্য পুরস্কার লাভ করেন।[৭][৮]

পরিবার[সম্পাদনা]

শামসুল আরেফীন ২০০৬ সালের ১৪ এপ্রিল শাহীন নুপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দু’সন্তান রয়েছে-অদিতি আরেফীন অহনা ও অরণ্য আরেফীন আবির।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শামসুল আরেফীন"www.rokomari.com। rokomari.com। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪ 
  2. "চসিকের একুশে সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা"banglanews24.com। জুয়েল মাজহার। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৪ 
  3. "বিলুপ্ত-বিস্মৃত লোককবির খোঁজে শামসুল আরেফীন"। ইমদাদুল হক মিলন। kalerkantho। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৪ 
  4. "তারুণ্য : শামসুল আরেফীন বিস্মৃত লোককবির গবেষক"samakal.com। আবুল কালাম আজাদ। ১৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৪ 
  5. "এশিয়াটিক সোসাইটি : শামসুল আরেফীনের মুক্তিযুদ্ধ জ্ঞানকোষে ৯৮টি নিবন্ধ প্রকাশ"www.bhorerkagoj.com। সাবের হোসেন চৌধুরী। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৪ 
  6. "গবেষক শামসুল আরেফীনের জন্মদিন আজ"www.banglanews24.com। জুয়েল মাজহার। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৪ 
  7. "মিয়ানমার সীমান্তে আর পূর্বের মত পরিস্থিতি উদ্ভব হবে না: পররাষ্ট্রমন্ত্রী"www.bssnews.ne। বাংলাদেশ সংবাদ সংস্থা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৪ 
  8. "চট্টগ্রাম সিটি করপোরেশন: একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন ১০ জন"bangla.bdnews24.com। তৌফিক ইমরোজ খালিদী। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৪ 
  9. "শামসুল আরেফীন"www.rokomari.com। rokomari.com। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪