বিষয়বস্তুতে চলুন

অবুঝ মন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অবুঝ মন (১৯৭২-এর চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)
অবুঝ মন
পরিচালককাজী জহির
প্রযোজকচিত্রা সিনহা
রচয়িতাচিত্রা সিনহা
শ্রেষ্ঠাংশে
সুরকারশহীদ আলতাফ মাহমুদ
চিত্রগ্রাহকআবদুল লতিফ বাচ্চু
সম্পাদকবশীর হোসেন
পরিবেশকচিত্রা ফিল্মস্
মুক্তি১৯৭২
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অবুঝ মন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।[] ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের বিখ্যাত পরিচালক কাজী জহির। এই বছরই স্বাধীনতার পরপর ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ওরা ১১ জন ও পরে অবুঝ মন ছবি দুটি সারাদেশে অসম্ভব জনপ্রিয়তা ও খ্যাতি লাভ করে।[] ছবির প্রধান দুইটি চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাকশাবানা। এছাড়াও কয়েকটি গুরুপ্তপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুজাতা, শওকত আকবর, নারায়ন চক্রবর্তী, খান জয়নুল, সাইফুদ্দিন ও হাসমত। এটি ১৯৭৩ সালে ভারতে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত সাতটি চলচ্চিত্রের একটি ছিল।[]

কাহিনী সংক্ষেপ

[সম্পাদনা]

মাসুম (রাজ্জাক) তার বন্ধুর (বিজয়) সাহায্যে পড়াশুনা করে সদ্য ডাক্তারী পাস করে গ্রামে যাবে ডাক্তারী করার জন্য। গ্রামের পথে ট্রেনে তার পরিচয় হয় জমিদার মেয়ে মাধবীর (শাবানা) সাথে এবং অনতিবিলম্বে প্রেম। মাধবীর পিতা মাসুমের গ্রামের জমিদার। কিন্তু এই প্রেমের বাধা হয়ে দাড়ায় তাদের অসম সামাজিক পরিচয়। মাধবীর পিতার অণুরোধে মাসুম কাউকে না জানিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। মাধবীর পিতা মাধবীকে বিজয়ের সংগে বিয়ে দেয়।

শ্রেষ্ঠাংশে

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

অবুঝ মন ছবির সঙ্গীত পরিচালনা করেন শহীদ আলতাফ মাহমুদ। এবং গীত রচনা করেছেন ডঃ মনিরুজ্জামান ও গাজী মাজহারুল আনোয়ার। কণ্ঠশিল্পীরা হলেন ফেরদৌসি রহমান, সাবিনা ইয়াসমিন ও আবদুল জব্বার।

গানের তালিকা

[সম্পাদনা]
ট্র্যাক গান কণ্ঠশিল্পী পর্দায় টীকা
শুধু গান গেয়ে পরিচয় চলার পথে ক্ষনিক দেখায় সাবিনা ইয়াসমিন রাজ্জাকশাবানা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কিংবদন্তি : রত্না থেকে শাবানা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে দৈনিক আমার দেশ, ১১ নভেম্বর ২০১০
  2. "ভালোবাসার এক ডজন চলচ্চিত্র"। আনন্দ আলো। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২০ 
  3. Bangladesh News (ইংরেজি ভাষায়)। প্রেস ও তথ্য বিভাগ, বাংলাদেশ হাই কমিশন। ১৯৭৩। পৃষ্ঠা ১১। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]