অপরাজিতা আঢ্য
অবয়ব
অপরাজিতা আঢ্য | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৭-বর্তমান |
পরিচিতির কারণ | জল নূপুর, বেলাশেষে, প্রাক্তন |
দাম্পত্য সঙ্গী | অতনু হাজরা (বি. ১৯৯৭) |
অপরাজিতা আঢ্য (জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৯৭৮)[১][২] একজন ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী।[৩] তিনি ‘তুমি আর আমি’ সিনেমা দিয়ে কাজ শুরু করেন।[৪] এরপর শুভ মহরত (২০০৩), হামি (২০১৮),রসগোল্লা (২০১৮), বেলাশেষে (২০১৫), ওপেন টি বায়োস্কোপ (২০১৫) - এর মতো ছবিতে কাজ করেছেন।
ব্যক্তিজীবন
[সম্পাদনা]অপরাজিতা হাওড়ার উকিল পরিবারের জন্মগ্রহণ করেন। তার মা-বাবার বড় ইচ্ছে ছিল, মেয়ে শিল্পী হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর পরিচালক শঙ্কর দাশগুপ্তের নাটকের দলে যোগ দিয়েছিলেন।[৫]
আঢ্য ১৯ বছর বয়সে সাউন্ড ইঞ্জিনিয়ার অতনু হাজরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৬][৭]
কর্মজীবন
[সম্পাদনা]এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
ফিল্মগ্রাফি
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
আসন্ন | মন খারাপ | পাবেল | ||
২০২৪ | এটা আমাদের গল্প | শ্রীতমা | মানসী সিনহা | |
২০২৩ | বগলা মামা যুগ যুগ জিও | কৃষ্ণা | ধ্রুব বন্দ্যোপাধ্যায় | |
চিনি ২ | মিষ্টি | মৈনাক ভৌমিক | [৮] | |
মন খারাপ | পাভেল | |||
লাভ ম্যারেজ | যূথিকা | প্রেমেন্দু বিকাশ চাকী | ||
দিলখুশ | ডলি | রাহুল মুখার্জি | ||
২০২২ | কথামৃত | জিৎ চক্রবর্তী | ||
কলকাতা চলন্তিকা | পাভেল | |||
বিসমিল্লাহ | ইন্দ্রদীপ দাশগুপ্ত | |||
বেলা শুরু | নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় | |||
২০২১ | একান্নবর্তী | মৈনাক ভৌমিক | ||
২০২০ | চিনি | মিষ্টি | ||
২০১৯ | কে তুমি নন্দিনী | পথিকৃৎ বসু | ||
মুখার্জি দার বউ | পৃথা চক্রবর্তী | |||
২০১৮ | রসগোল্লা | পাভেল | ||
ধন্যবাদ ব্লুজ | হইচই মৌলিক চলচ্চিত্র | |||
হামি | নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় | |||
জেনারেশন আমি | মৈনাক ভৌমিক | |||
কিশোর কুমার জুনিয়র | কৌশিক গাঙ্গুলি | |||
অস্কার | পার্থ সারথী মান্না | |||
মাটি | শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায় | |||
নূর জাহান | অভিমন্যু মুখোপাধ্যায় | [৯] | ||
২০১৭ | প্রজাপতি বিস্কুট | অনিন্দ্য চট্টোপাধ্যায় | ||
সমান্তরাল | পার্থ চক্রবর্তী | |||
নবাব | জয়দীপ মুখার্জী | |||
মেরি পিয়ারি বিন্দু | অক্ষয় রায় | |||
২০১৬ | প্রাক্তন | নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় | ||
২০১৫ | বেলাশেষে | নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় | ||
ওপেন টি বায়োস্কোপ | অনিন্দ্য চট্টোপাধ্যায় | |||
২০১৩ | গয়নার বাক্স | অপর্ণা সেন | ||
২০১২ | চুপকথা | দীপঙ্কর এবং শৌভিক সরকার | ||
চিত্রাঙ্গদা: ক্রাউনিং উইশ | ঋতুপর্ণ ঘোষ | |||
ল্যাপটপ | কৌশিক গঙ্গোপাধ্যায় | |||
২০০৯ | ম্যাডলি বাঙালি | অঞ্জন দত্ত | ||
২০০৮ | বাজিমাৎ | হরনাথ চক্রবর্তী | ||
২০০৪ | মেহুলবনীর সেরেঙ্গ | শেখর দাশ | ||
২০০৩ | কে আপন কে পর | বাপ্পা বন্দ্যোপাধ্যায় | ||
শুভ মহরৎ | ঋতুপর্ণ ঘোষ | |||
২০০১ | এবং তুমি আর আমি | গৌতম বসু | ||
১৯৯৮ | শিমুল পারুল | স্বপন সাহা | ||
১৯৯৭ | মনের মানুষ |
টেলিভিশন
[সম্পাদনা]বছর | ধারাবাহিক | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
টাকা না সোনা | উপস্থাপক | তারা টিভি | |
২০১০-১১ | গানের ওপারে | রাণী | স্টার জলসা |
২০০৮ | কুরুক্ষেত্র | অনন্যা গুহ | আকাশ বাংলা |
২০১১-১২ | অদ্বিতীয়া | মনিমালা/ মনিমা | স্টার জলসা |
২০১১-১২ | কনকাঞ্জলি | প্রতিমা চৌধুরী | জি বাংলা |
২০১২ | রান্নাবাটী গালগপ্প ভোজ | উপস্থাপক | সানন্দা টিভি |
২০১১-১৪ | মা | প্রতিমা রায়চৌধুরী | স্টার জলসা |
২০১৪-১৫ | সেরা বৌঠান | উপস্থাপক | ইটিভি বাংলা |
২০১৩-১৫ | জল নূপুর | অপরাজিতা/পারী | স্টার জলসা |
২০১৪-১৫ | চোখের তারা তুই | অপরূপা | স্টার জলসা |
২০১৫-১৭ | পুন্যি পুকুর | রাধারাণী বন্দ্যোপাধ্যায় | স্টার জলসা |
২০১৭-১৮ | সন্ন্যাসী রাজা | ইন্দুবালা | স্টার জলসা |
২০১৮-
২০২২ |
রান্নাঘর লক্ষী কাকিমা সুপার স্টার | উপস্থাপক
লক্ষী |
জি বাংলা |
২০২৩ | ঘরে ঘরে জি বাংলা | উপস্থাপক | জি বাংলা |
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- ফিল্মফেয়ার বাংলা - সেরা সহ-অভিনেত্রী - অভিনেত্রী – চিনি (বিজয়ী) [১০]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bangla, TV9 (২০২৪-০৪-১৪)। "'কাটা মাথাটা ছিটকে মায়ের শাড়িতে পড়ল', কী ঘটে অপরাজিতার পরিবারে?"। TV9 Bangla। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩।
- ↑ ডেস্ক, বিনোদন (২০২৩-০২-২৭)। "মা হারালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩।
- ↑ "Her first car"। The Telegraph (Calcutta)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১২।
- ↑ "১৯ বছরে প্রেম, বাড়ির অমতে বিয়ে! অভিনেত্রী অপরাজিতা আঢ্যর ব্যক্তগিত জীবনের ঝলক"। Hindustantimes Bangla। ২০২১-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩।
- ↑ বন্দ্যোপাধ্যায়, নিবেদিতা (২০২২-০২-২২)। "Aparajita Adhya Birthday : ' এই শহর, যৌথ পরিবার, স্বামী, আমার প্রাণ ' জন্মদিনে ফিরে দেখা অপরাজিতার বৃত্ত"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩।
- ↑ "'Rannaghar' host Aparajita Auddy and hubby Atanu Hazra celebrate 22 years of togetherness"। The Times of India। ২০১৯-০৭-২৬। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩।
- ↑ "Aparajita Addya: ২৫ বছরের বিবাহ বার্ষিকী স্বামীকে নিয়ে কী লিখলেন 'অপা'?"। Eisamay। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩।
- ↑ Ananda, A. B. P. (২০২৩-০৩-১৪)। "ফের বড়পর্দায় অপরাজিতা ও মধুমিতা জুটি, পরিচালক মৈনাক ভৌমিক আনছেন 'চিনি ২'"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৯।
- ↑ DEBOLINA SEN (২৫ ফেব্রুয়ারি ২০১৮)। "NOOR JAHAN MOVIE REVIEW"। The Times of India। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৮।
- ↑ "'ফিল্মফেয়ার বাংলা'র মঞ্চে সেরা ছবি কোনটি? সেরা অভিনেতা কারা? রইল তালিকা"। sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অপরাজিতা আঢ্য (ইংরেজি)