অপরাজিতা আঢ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপরাজিতা আঢ্য
জন্ম (1978-02-22) ২২ ফেব্রুয়ারি ১৯৭৮ (বয়স ৪৬)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৭-বর্তমান
পরিচিতির কারণজল নূপুর, বেলাশেষে, প্রাক্তন
দাম্পত্য সঙ্গীঅতনু হাজরা (বি. ১৯৯৭)

অপরাজিতা আঢ্য (জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৯৭৮)[১][২] একজন ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী।[৩] তিনি ‘তুমি আর আমি’ সিনেমা দিয়ে কাজ শুরু করেন।[৪] এরপর শুভ মহরত (২০০৩), হামি (২০১৮),রসগোল্লা (২০১৮), বেলাশেষে (২০১৫), ওপেন টি বায়োস্কোপ (২০১৫) - এর মতো ছবিতে কাজ করেছেন।

ব্যক্তিজীবন[সম্পাদনা]

অপরাজিতা হাওড়ার উকিল পরিবারের জন্মগ্রহণ করেন। তার মা-বাবার বড় ইচ্ছে ছিল, মেয়ে শিল্পী হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর পরিচালক শঙ্কর দাশগুপ্তের নাটকের দলে যোগ দিয়েছিলেন।[৫]

আঢ্য ১৯ বছর বয়সে সাউন্ড ইঞ্জিনিয়ার অতনু হাজরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৬][৭]

কর্মজীবন[সম্পাদনা]

ফিল্মগ্রাফি[সম্পাদনা]

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর শিরোনাম চরিত্র পরিচালক মন্তব্য
আসন্ন মন খারাপ পাবেল
২০২৪ এটা আমাদের গল্প শ্রীতমা মানসী সিনহা
২০২৩ বগলা মামা যুগ যুগ জিও কৃষ্ণা ধ্রুব বন্দ্যোপাধ্যায়
চিনি ২ মিষ্টি মৈনাক ভৌমিক [৮]
মন খারাপ পাভেল
লাভ ম্যারেজ যূথিকা প্রেমেন্দু বিকাশ চাকী
দিলখুশ ডলি রাহুল মুখার্জি
২০২২ কথামৃত জিৎ চক্রবর্তী
কলকাতা চলন্তিকা পাভেল
বিসমিল্লাহ ইন্দ্রদীপ দাশগুপ্ত
বেলা শুরু নন্দিতা রায়শিবপ্রসাদ মুখোপাধ্যায়
২০২১ একান্নবর্তী মৈনাক ভৌমিক
২০২০ চিনি মিষ্টি
২০১৯ কে তুমি নন্দিনী পথিকৃৎ বসু
মুখার্জি দার বউ পৃথা চক্রবর্তী
২০১৮ রসগোল্লা পাভেল
ধন্যবাদ ব্লুজ হইচই মৌলিক চলচ্চিত্র
হামি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়
জেনারেশন আমি মৈনাক ভৌমিক
কিশোর কুমার জুনিয়র কৌশিক গাঙ্গুলি
অস্কার পার্থ সারথী মান্না
মাটি শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায়
নূর জাহান অভিমন্যু মুখোপাধ্যায় [৯]
২০১৭ প্রজাপতি বিস্কুট অনিন্দ্য চট্টোপাধ্যায়
সমান্তরাল পার্থ চক্রবর্তী
নবাব জয়দীপ মুখার্জী
মেরি পিয়ারি বিন্দু অক্ষয় রায়
২০১৬ প্রাক্তন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়
২০১৫ বেলাশেষে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়
ওপেন টি বায়োস্কোপ অনিন্দ্য চট্টোপাধ্যায়
২০১৩ গয়নার বাক্স অপর্ণা সেন
২০১২ চুপকথা দীপঙ্কর এবং শৌভিক সরকার
চিত্রাঙ্গদা: ক্রাউনিং উইশ ঋতুপর্ণ ঘোষ
ল্যাপটপ কৌশিক গঙ্গোপাধ্যায়
২০০৯ ম্যাডলি বাঙালি অঞ্জন দত্ত
২০০৮ বাজিমাৎ হরনাথ চক্রবর্তী
২০০৪ মেহুলবনীর সেরেঙ্গ শেখর দাশ
২০০৩ কে আপন কে পর বাপ্পা বন্দ্যোপাধ্যায়
শুভ মহরৎ ঋতুপর্ণ ঘোষ
২০০১ এবং তুমি আর আমি গৌতম বসু
১৯৯৮ শিমুল পারুল স্বপন সাহা
১৯৯৭ মনের মানুষ

টেলিভিশন[সম্পাদনা]

বছর ধারাবাহিক চরিত্র চ্যানেল
টাকা না সোনা উপস্থাপক তারা টিভি
২০১০-১১ গানের ওপারে রাণী স্টার জলসা
২০০৮ কুরুক্ষেত্র অনন্যা গুহ আকাশ বাংলা
২০১১-১২ অদ্বিতীয়া মনিমালা/ মনিমা স্টার জলসা
২০১১-১২ কনকাঞ্জলি প্রতিমা চৌধুরী জি বাংলা
২০১২ রান্নাবাটী গালগপ্প ভোজ উপস্থাপক সানন্দা টিভি
২০১১-১৪ মা প্রতিমা রায়চৌধুরী স্টার জলসা
২০১৪-১৫ সেরা বৌঠান উপস্থাপক ইটিভি বাংলা
২০১৩-১৫ জল নূপুর অপরাজিতা/পারী স্টার জলসা
২০১৪-১৫ চোখের তারা তুই অপরূপা স্টার জলসা
২০১৫-১৭ পুন্যি পুকুর রাধারাণী বন্দ্যোপাধ্যায় স্টার জলসা
২০১৭-১৮ সন্ন্যাসী রাজা ইন্দুবালা স্টার জলসা
২০১৮-

২০২২

রান্নাঘর লক্ষী কাকিমা সুপার স্টার উপস্থাপক

লক্ষী

জি বাংলা
২০২৩ ঘরে ঘরে জি বাংলা উপস্থাপক জি বাংলা

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bangla, TV9 (২০২৪-০৪-১৪)। "'কাটা মাথাটা ছিটকে মায়ের শাড়িতে পড়ল', কী ঘটে অপরাজিতার পরিবারে?"TV9 Bangla। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  2. ডেস্ক, বিনোদন (২০২৩-০২-২৭)। "মা হারালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  3. "Her first car"। The Telegraph (Calcutta)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১২ 
  4. "১৯ বছরে প্রেম, বাড়ির অমতে বিয়ে! অভিনেত্রী অপরাজিতা আঢ্যর ব্যক্তগিত জীবনের ঝলক"Hindustantimes Bangla। ২০২১-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  5. বন্দ্যোপাধ্যায়, নিবেদিতা (২০২২-০২-২২)। "Aparajita Adhya Birthday : ' এই শহর, যৌথ পরিবার, স্বামী, আমার প্রাণ ' জন্মদিনে ফিরে দেখা অপরাজিতার বৃত্ত"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  6. "'Rannaghar' host Aparajita Auddy and hubby Atanu Hazra celebrate 22 years of togetherness"The Times of India। ২০১৯-০৭-২৬। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  7. "Aparajita Addya: ২৫ বছরের বিবাহ বার্ষিকী স্বামীকে নিয়ে কী লিখলেন 'অপা'?"Eisamay। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  8. Ananda, A. B. P. (২০২৩-০৩-১৪)। "ফের বড়পর্দায় অপরাজিতা ও মধুমিতা জুটি, পরিচালক মৈনাক ভৌমিক আনছেন 'চিনি ২'"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৯ 
  9. DEBOLINA SEN (২৫ ফেব্রুয়ারি ২০১৮)। "NOOR JAHAN MOVIE REVIEW"The Times of India। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৮ 
  10. "'ফিল্মফেয়ার বাংলা'র মঞ্চে সেরা ছবি কোনটি? সেরা অভিনেতা কারা? রইল তালিকা"sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]