অনুভব (১৯৭১-এর চলচ্চিত্র)
অনুভব | |
---|---|
পরিচালক | বাসু ভট্টাচার্য্য |
প্রযোজক | বাসু ভট্টাচার্য্য |
চিত্রনাট্যকার | বাসু ভট্টাচার্য্য |
শ্রেষ্ঠাংশে | সঞ্জীব কুমার তনুজা |
সুরকার | কানু রায় গুলজার (গীতি) |
চিত্রগ্রাহক | নন্দ ভট্টাচার্য |
সম্পাদক | এস. চক্রবর্তী |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অনুভব (হিন্দি: अनुभव) হচ্ছে ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র যেটির রচনা ও পরিচালনা করেছিলেন বাসু ভট্টাচার্য্য। চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার, তনুজা, দীনেশ ঠাকুর এবং এ. কে. হাঙ্গাল। এই চলচ্চিত্রটি ছিলো বসু ভট্টাচার্যের শহুরে গল্পমূলক প্রথম চলচ্চিত্র, এর পরে তিনি "আবিষ্কার" (১৯৭৩) এবং "গৃহ প্রবেশ" (১৯৭৯) চলচ্চিত্র তৈরি করেছিলেন; অনুভব চলচ্চিত্রটির জন্য বসু জাতীয় চলচ্চিত্র পুরস্কারে খ্যাতি অর্জন করতে পেরেছিলেন, চলচ্চিতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দ্বিতীয় সেরা বিষয়শ্রেণীতে চলচ্চিত্রটি পুরস্কার পেয়েছিলো ১৯৭২ সালে।[১] চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন কানু রায়, গীতা দত্তের গাওয়া গান মেরি জান মুঝে জান না কাহো, কোই চুপকে সে আকে এবং মেরা দিল জো মেরা হোতা জনপ্রিয়তা পেয়েছিলো, গানের কথা লিখেছিলেন গুলজার, তিনিও প্রশংসিত হয়েছিলেন।[২]
কাহিনীসারাংশ
[সম্পাদনা]মীতা আর অমর স্বামী-স্ত্রী, তাদের সাত বছরের সংসার তবে তারা লজ্জায় আজ অবধি যৌন মিলন করেনি কারণ তাদের বিয়ে হয়েছিলো তাদের অভিভাবক দ্বারা এবং তারা একে অপরকে নগ্ন দেখতে লজ্জা পায়। একদিন তারা দৈহিক মিলন করে ফেলে কিন্তু তার পরের দিনই মীতার সাবেক প্রেমিক শশী মীতাকে টেলিফোন করে এবং মীতা তার প্রতি পুনরায় অনুরক্ততা প্রকাশ করে; এভাবে চলচ্চিত্রটির কাহিনী এগুতে থাকে এবং শেষমেষ মীতার সঙ্গে অমরের বিবাহচ্ছেদ হয় আর আগেই অমরের বীর্যের ক্রিয়া নিজের গর্ভে নষ্ট করে দেয় মীতা এবং শশীর সঙ্গে বিয়ে ছাড়াই একত্রবাস করা শুরু করে।
অভিনয়ে
[সম্পাদনা]- সঞ্জীব কুমার - অমর
- তনুজা - মীতা
- দীনেশ ঠাকুর - শশী ভূষণ
- এ. কে. হাঙ্গাল - হরি
গানের তালিকা
[সম্পাদনা]গানের শিরোনাম | গায়ক-গায়িকা |
---|---|
"কোই চুপকে সে আকে" | গীতা দত্ত |
"মেরা দিল জো মেরা হোতা" | গীতা দত্ত |
"মুঝে জান না কাহো মেরি জান"[৩] | গীতা দত্ত |
"ফির কাহিঁ কোই ফুল খিলা" | মান্না দে |
"সেদিন দুজনে দুলেছিনু বনে (রবীন্দ্র সঙ্গীত)" | সুবীর সেন |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Gulzar; Nihalani, Govind; Chatterjee, Saibal (২০০৩)। Encyclopaedia of Hindi cinema। (Encyclopædia Britannica (India) Pvt. Ltd), Popular Prakashan। পৃষ্ঠা 87। আইএসবিএন 81-7991-066-0।
- ↑ "All Time Greats: Geeta Dutt: Too short a lifespan for a nightingale"। The Daily Star। ৩০ জুন ২০০৫।
- ↑ "Lyrics of Anubhav"। ৬ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অনুভব (ইংরেজি)