গুলজার
গুলজার | |
|---|---|
গুলজার | |
| জন্ম | শ্যামপুরান সিং কালরা (1936-08-18) ১৮ আগস্ট ১৯৩৬ (বয়স ৮৯) |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | চলচ্চিত্র পরিচালক, গীতিকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক, কবি |
| কর্মজীবন | ১৯৭১–৯৯ (পরিচালক হিসেবে) ১৯৫৬–বর্তমান (গীতিকার হিসেবে) |
| দাম্পত্য সঙ্গী | রাখী |
| সন্তান | মেঘনা গুলজার |
| পিতা-মাতা | মাখন সিং কালরা ও সুজন কৌর |
| স্বাক্ষর | |
গুলজার (গুরুমুখী: ਗੁਲਜ਼ਾਰ; জন্ম: ১৮ আগস্ট, ১৯৩৪) প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক।[১] তিনি মূলত হিন্দী ভাষায় রচনা করেন। তবে উর্দু গজল রচনাতেও তার বিশেষ কৃতিত্ব রয়েছে।
তিনি চলচ্চিত্রে গীতিকার হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে। ১৯৮৮ সালে "ইজাজাত" ছবিতে "মেরা কুছ সামান" গানটি রচনার জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি ঐ ছবিটি পরিচালনাও করেন। ছবিটির কাহিনী গৃহীত হয়েছে সুবোধ ঘোষের "জতুগৃহ" উপন্যাস থেকে। এছাড়া গুলজার "মাচিস", "হুতুতু" ইত্যাদি ছবিও পরিচালনা করেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী রাখী'র সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন তিনি। এ দম্পতির মেঘনা গুলজার (বস্কি) নাম্নী এক কন্যা রয়েছে। কিন্তু কন্যার বয়স এক বছর থাকাকালে তারা আলাদা হয়ে যান। তার কাছেই মেয়ে বড় হয়। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র বিষয়ে স্নাতকধারী হয়ে মেঘনা ফিলহাল, জাস্ট মেরিড ও দাস কাহানিয়া চলচ্চিত্র পরিচালনায় অগ্রসর হন।[২] ২০০৪ সালে তার আত্মজীবনীগ্রন্থ প্রকাশ করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ocuments relating to Gulzar's birth are incomplete and contradictory with his birth-date being variously recorded as 18 August 1934; 5 September 1934; and, 18 August 1936.
- ↑ "Women directors scale Bollywood"। BBC News। ২১ ফেব্রুয়ারি ২০০২।
- ↑ "On the Shelf"। Indian Express। ১১ জানুয়ারি ২০০৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Website dedicated to Gulzar
- Website dedicated to Gulzar
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Gulzar (ইংরেজি)
- Website for Gulzar Poetry
- Reality Gulzar Quotes on Life
গুলজার পরিচালিত চলচ্চিত্রসমূহ | |
|---|---|
| সাধারণ | |
|---|---|
| জাতীয় গ্রন্থাগার | |
| বৈজ্ঞানিক ডাটাবেজ | |
| অন্যান্য | |
- ১৯৩৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় কবি
- পাঞ্জাবি ব্যক্তি
- হিন্দি ভাষার চলচ্চিত্র পরিচালক
- ভারতীয় কবি
- ভারতীয় পুরুষ চিত্রনাট্যকার
- ভারতীয় চলচ্চিত্র পরিচালক
- ভারতীয় চলচ্চিত্র প্রযোজক
- ভারতীয় শিখ
- শিল্পকলায় পদ্মভূষণ প্রাপক
- দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী
- ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার প্রাপক
- শ্রেষ্ঠ কাহিনি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী
- শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী
- শ্রেষ্ঠ মৌলিক গানের গীতিকারের জন্য একাডেমি পুরস্কার বিজয়ী
- পরিছন্ন বিনোদন প্রদানকারী জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী পরিচালক
- ভারতীয় একাডেমি পুরস্কার বিজয়ী
- উর্দু কবি
- ভারতের উর্দু লেখক
- হিন্দি ভাষার কবি
- ঝিলাম জেলার ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় চলচ্চিত্র পরিচালক
- ২০শ শতাব্দীর ছদ্মনামধারী লেখক