ওয়াসিম (অভিনেতা)
ওয়াসিম | |
---|---|
![]() | |
জন্ম | মেজবাহ উদ্দীন আহমেদ ২৩ মার্চ ১৯৫০ |
মৃত্যু | ১৮ এপ্রিল ২০২১ | (বয়স ৭১)
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেতা, প্রযোজক |
কর্মজীবন | ১৯৭২ – ২০১০ |
উল্লেখযোগ্য কর্ম | রাজমহল, চন্দন দ্বীপের রাজকন্যা, দি রেইন, বাহাদুর |
উচ্চতা | ৫.৮" |
সন্তান | ২ |
ওয়াসিম (২৩ মার্চ ১৯৫০– ১৮ এপ্রিল ২০২১) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন এবং লোক ফ্যান্টাসির নায়ক হিসেবে অপ্রতিদ্বন্দ্বী মনে করা হত। কর্মজীবনে তিনি ১৫২টি চলচ্চিত্রে অভিনয় করেন।[১] ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ঢাকার চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন।[২] তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ছিল ডাকু মনসুর (১৯৭৪), জিঘাংসা (১৯৭৪), দুই রাজকুমার (১৯৭৫), দি রেইন (১৯৭৬), দোস্ত দুশমন (১৯৭৭), আসামী হাজির (১৯৭৮), রাজনন্দিনী, রাজমহল, চন্দন দ্বীপের রাজকন্যা, এবং লাল মেমসাহেব।
প্রাথমিক জীবন[সম্পাদনা]
ওয়াসিমের পুরো নাম মেজবাহউদ্দীন আহমেদ। তিনি ১৯৪৭ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন। ওয়াসিম পড়াশোনায় ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলেজের ছাত্রাবস্থায় তিনি বডি বিল্ডার হিসেবে নাম করেছিলেন। ১৯৬৪ সালে তিনি বডি বিল্ডিং এর জন্য ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেছিলেন।[৩]
চলচ্চিত্র জীবন[সম্পাদনা]
ওয়াসিম ১৯৭২ সালে এস এম শফী পরিচালিত ছন্দ হারিয়ে গেলো চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আগমন করেন এবং এতে ছোট একটি চরিত্রে অভিনয়ও করেন। ১৯৭৩ সালে মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রে তিনি প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটির অসামান্য সাফল্যে রাতারাতি তিনি তারকাখ্যাতি অর্জন করেন।[৩] পরের বছর তার অভিনীত ডাকু মনসুর, কে আসল কে নকল, ও জিঘাংসা চলচ্চিত্রগুলোও ব্যবসাসফল হয়। ১৯৭৫ সালে তার দুই রাজকুমার চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয়।[১]
১৯৭৬ সালে শফীর দি রেইন চলচ্চিত্রটি তাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেয়। বাংলা ও উর্দু দুই ভাষায় নির্মিত চলচ্চিত্রটি পৃথিবীর ৪৬টি দেশে মুক্তি পেয়েছিল। ছবিতে ওয়াসিমের নায়িকা অলিভিয়া। পরবর্তী সময়ে ওয়াসিম-অলিভিয়া জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন; তন্মধ্যে কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র হল বাহাদুর, লুটেরা, লাল মেম সাহেব, ও বেদ্বীন। তিনি রাজ দুলারী চলচ্চিত্রে শাবানার বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এই চলচ্চিত্রে তাদের মুখের গানগুলো ছিল দর্শকের মুখে মুখে ফেরে।[৪] অঞ্জু ঘোষের বিপরীতে তিনি সওদাগর, নরম গরম, আবেহায়াত, চন্দন দ্বীপের রাজকন্যা, পদ্মাবতী, রসের বাইদানী চলচ্চিত্রে অভিনয় করেও সফল হন।[১]
ব্যক্তিগত জীবন[সম্পাদনা]
ওয়াসিম বিয়ে করেছিলেন চিত্রনায়িকা রোজীর ছোট বোনকে। তাদের দুটি সন্তান হয় – পুত্র দেওয়ান ফারদিন এবং কন্যা বুশরা আহমেদ। ২০০০ সালে তার স্ত্রীর অকালমৃত্যু ঘটে। ২০০৬ সালে ওয়াসিমের কন্যা বুশরা আহমেদ চৌদ্দ বছর বয়সে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। পরীক্ষা চলাকালীন নকলের অভিযোগ তার পরিবারকে জানাবার প্রাক্কালে বাথরুমে যাওয়ার কথা বলে বুশরা লাফ দেন। অন্যদিকে পুত্র ফারদিন লন্ডনের কারডিফ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্যারিস্টার হিসেবে আইন পেশায় নিয়োজিত।[৩]
মৃত্যু[সম্পাদনা]
ওয়াসিম ২০২১ সালের ১৮ এপ্রিল ৭১ বছর বয়সে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।[৫]
চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]
- যখন বৃষ্টি এলো
- ছন্দ হারিয়ে গেলো (১৯৭২)
- রাতের পর দিন (১৯৭৩)
- কে আসল কে নকল (১৯৭৪)
- ডাকু মনসুর (১৯৭৪)
- জিঘাংসা (১৯৭৪)
- দুই রাজকুমার (১৯৭৫)
- দুশমন (১৯৭৫)
- আলোছায়া (১৯৭৫)
- সন্ধিক্ষণ (১৯৭৬)
- জীবন সাথী (১৯৭৬)
- বাহাদুর (১৯৭৬)
- জীবন মরণ (১৯৭৬)
- তাল বেতাল (১৯৭৬)
- জানোয়ার (১৯৭৬)
- দি রেইন (১৯৭৬)
- নরম গরম
- চন্দন দ্বীপের রাজকন্যা
- লুটেরা
- রাজ দুলারী
- লাল মেম সাহেব
- বেদ্বীন
- রাজনন্দিনী
- রাজমহল
- বিনি সুতার মালা
- দোস্ত দুশমন (১৯৭৭)
- আসামী হাজির (১৯৭৮)
- মিস লোলিতা (১৯৮৫)
- মুখোশ (২০০৫)
- বিষাক্ত ছোবল (২০০৫)
- ভালবাসা ভালবাসা (২০০৬)
- মালেকা সুন্দরী (২০০৬)
- সোনার ময়না পাখি (২০০৬)
- সাথী তুমি কার (২০০৬)
- একশো কোটি টাকা (২০০৬)
- পাগলা মাস্তান (২০০৬)
- বকুল ফুলের মালা (২০০৬)
- ধনী গরীবের প্রেম (২০০৭)
- মুসা ভাই (২০০৭)
- ময়না মতির সংসার (২০০৯)
- অরুণ শান্তি (২০১০)
- বাজাও বিয়ের বাজনা (২০১০)
সম্মাননা[সম্পাদনা]
- কমিটমেন্ট সাংস্কৃতিক একাডেমি থেকে আজীবন সম্মাননা - ২০১৬[৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "অভিনেতা ওয়াসিম মারা গেছেন"। দৈনিক প্রথম আলো। ১৮ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২১।
- ↑ লিয়াকত হোসেন খোকন। "সুপার স্টার ওয়াসিম"। দৈনিক আমার দেশ। ২৮ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১।
- ↑ ক খ গ "যেমন আছেন অভিনেতা ওয়াসিম"। বাংলাদেশ প্রতিদিন। ১১ এপ্রিল ২০১৪। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- ↑ "ওয়াসিমের চলচ্চিত্র জীবন"। দৈনিক আমার দেশ। ঢাকা, বাংলাদেশ। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৫।
- ↑ বিডিনিউজ। "চিত্রনায়ক ওয়াসিম মারা গেছেন"। বিডিনিউজ।
- ↑ "Wasim to get Lifetime Achievement Award"। দ্য নিউ নেশন (ইংরেজি ভাষায়)। ৪ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ওয়াসিম (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ওয়াসিম