বিষয়বস্তুতে চলুন

এস এম আবুল কালাম আজাদ (এডমিরাল)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিয়াল (এডমিরাল)

এস এম আবুল কালাম আজাদ

(G), BSP, NGP, ndc, psc, BN
২০২৩ সালে আজাদ

শেখ মুহাম্মদ আবুল কালাম আজাদ (জন্ম ৩০ এপ্রিল, ১৯৬৭) বাংলাদেশের একজন দুই তারকা অ্যাডমিরাল এবং মালদ্বীপে বাংলাদেশের সাবেক হাইকমিশনার । তিনি বাংলাদেশ নৌ বহরের সাবেক কমান্ডার। [] এর আগে তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, [] মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, নৌ গোয়েন্দা ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকার পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন তিনি। [] []

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

শেখ মুহাম্মদ আবুল কালাম আজাদ ১৯৬৭ সালের ৩০শে এপ্রিল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের বাঙালি মুসলিম সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন [] তিনি মৃত শেখ ওসমান গণি ও খাদেজা বেগমের কনিষ্ঠ পুত্র। তিনি পাবনা ক্যাডেট কলেজের প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্র।

সামরিক প্রশিক্ষণ

[সম্পাদনা]

তিনি ১৯৮৫ সালের জানুয়ারি মাসে একজন অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১ জুলাই, ১৯৮৭ তারিখে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। রিয়ার অ্যাডমিরাল আজাদ তার কর্মজীবনে দেশে এবং বিদেশে বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কোর্সের মধ্য দিয়ে গেছেন। যথা, তিনি ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ, ডার্টমাউথ, ডেভন, ইংল্যান্ডে তার ইন্টারন্যাশনাল সাব লেফটেন্যান্ট কোর্স (ISLC) সম্পন্ন করেন এবং রয়্যাল নেভাল কলেজ, গ্রিনিচ, লন্ডন থেকে তার প্রাথমিক স্টাফ কোর্স শেষ করেন। []

তিনি ১৯৯৬ সালে তুরস্কের ইস্তাম্বুলের আর্মি ল্যাঙ্গুয়েজ স্কুলে তুর্কি ভাষার কোর্সের জন্য যান এবং ইস্তাম্বুলের নেভাল ট্রেনিং সেন্টার থেকে গানারি স্পেশালাইজেশন কোর্স করেন।

অ্যাডমিরাল আজাদ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে ১৯৯৯-২০০০ সেশনে তার কমান্ড এবং স্টাফ কোর্স সফলভাবে সম্পন্ন করেন। এছাড়াও ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুরের প্রাক্তন ছাত্র। উপরন্তু, তিনি ভারতের হায়দ্রাবাদে একটি আন্তর্জাতিক মানবিক আইন কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি নেভাল পোস্টগ্রাজুয়েট স্কুল, মন্টেরে, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক্সিকিউটিভ ডিসিশন মেকিং কোর্সে অংশগ্রহণের সুযোগ পান।

সামরিক পেশা

[সম্পাদনা]

একজন সফল বন্দুকধারী হওয়ায়, অ্যাডমিরাল আজাদ প্রায় সব ধরনের জাহাজ ও স্থাপনা পরিচালনা করতেন। তার সমুদ্র কমান্ডে দুটি ফ্রিগেট রয়েছে। বিএনএস উমর ফারুকবিএনএস ওসমান দুটি ফ্রিগেটই বাংলাদেশ নৌবাহিনীর প্রথম ফ্রিগেট এবং প্রথম গাইডেড মিসাইল ফ্রিগেট। অ্যাডমিরাল দুটি ওপিভি, বিএনএস সাঙ্গু এবং বিএনএস মধুমতি এবং একটি ছোট টহল নৌযান, বিএনএস তামজিদকেও কমান্ড করেছিলেন। অ্যাডমিরালের তীরের কমান্ডে বাংলাদেশ নৌবাহিনীর দুটি প্রধান নৌ ঘাঁটি, বিএনএস তিতুমীর এবং বিএনএস ঈসা খান অন্তর্ভুক্ত রয়েছে।

তার প্রধান কর্মী নিয়োগের মধ্যে রয়েছে নৌ প্রশিক্ষণের স্টাফ অফিসার (এসওটি), খুলনা নৌ অঞ্চলের কমান্ডার স্টাফ অফিসার অপারেশন (এসওও) এবং ফিল্ড ইন্টেলিজেন্স স্টাফ (এফআইএস), খুলনার অফিসার ইনচার্জ। একজন বিশেষায়িত গানারি অফিসার হওয়ায় অ্যাডমিরাল গানারি স্কুল, বিএনএস ঈসা খানের দায়িত্বপ্রাপ্ত অফিসারও ছিলেন। ২৩ ফেব্রুয়ারি ২০২২ সালে, তিনি মালদ্বীপের হাই কমিশনার হিসাবে নিযুক্ত হন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Commander BN Fleet Rear Admiral S M Abul Kalam Azad"Daily Sun। ফেব্রুয়ারি ৭, ২০২১। 
  2. "Rear Admiral SM Abul Kalam Azad made new Chairman Chattogram port"The Asian Age। মার্চ ২৫, ২০২০।  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":0" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  3. "Mongla Port gets new Chairman"Daily Sun। জানুয়ারি ২৬, ২০২০। 
  4. "Rear Admiral SM Abul Kalam Azad next High Commissioner of Bangladesh to Maldives"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২৩ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২ 
  5. "Azad, New Chairman Mongla Port"UNB। জানুয়ারি ২৬, ২০২০। 
  6. "Rear Admiral Azad made high commissioner to Maldives"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২