মোহাম্মদ আবুল হুদা আল ইয়াকুবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ আল-ইয়াকুবী
ব্যক্তিগত তথ্য
জন্ম (1963-05-07) ৭ মে ১৯৬৩ (বয়স ৬০)
ধর্মইসলাম
জাতীয়তাসিরীয়
যুগআধুনিক
অঞ্চললেভান্ত
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রমালিকি
ধর্মীয় মতবিশ্বাসআশআরি
আন্দোলনইসলামি নব্য-ঐতিহ্যবাদ
প্রধান আগ্রহআকিদা, হাদিস, তাফসীর, তাসাউফ, ফিকহ, উসুল আল-ফিকহ, মুস্তালাহ, নাহু
তরিকাশাজিলি
কাজইসলামি পণ্ডিত, ধর্মীয় নেতা, লেখক
ইউটিউব তথ্য
চ্যানেল
কার্যকাল২০১৯ — বর্তমান
সদস্য১৫.৯ হাজার
মোট ভিউ৫২৪,৮৪৭
২৯ জুন ২০২২ পর্যন্ত সদস্য এবং মোট ভিউ সংখ্যা হালনাগাদকৃত
মুসলিম নেতা
ওয়েবসাইটwww.sacredknowledge.co.uk

মোহাম্মদ আবুল হুদা আল-ইয়াকুবী (আরবি: محمد أبو الهدى اليعقوبي; জন্ম: ৭ মে ১৯৬৩) একজন সিরীয় ইসলামি পণ্ডিত এবং শাজিলিয়া তরীকার পীর বা মুর্শিদ বা ছুফি তাত্ত্বিক দীক্ষাগুরু। শেখ মোহাম্মদ আল ইয়াকুবী নামে তিনি সমধিক পরিচিত।

বংশ[সম্পাদনা]

আল ইয়াকুবী সিরিয়ার দামেস্কে[১] জন্ম গ্রহণ করেন। তার পিতা ইব্রাহিম আল ইয়াকুবী (মৃঃ ১৯৮৫) এবং দাদা ইছমাইল আল ইয়াকুবী (মৃঃ ১৯৬০) উভয়েও ছিলেন পীর বা ছুফি মুর্শিদ। তিনি সর্বশেষ নবী হযরত মোহাম্মদ -এর বংশধর। তার বংশ লতিকা মৌলায়ী ইদ্রিছ আল আনোয়ার ও হাসান ইবনে আলী হয়ে নবী পর্যন্ত পৌছে।[১][২]

শিক্ষা[সম্পাদনা]

আল ইয়াকুবী ছুফি তারীকার পীর হিসাবে আত্ম প্রকাশের পূর্বে তার পিতার নিকট ছুফিতত্ত্বে শিক্ষা লাভ করেন।[২][৩] এ ছাড়াও তিনি সিরিয়ার প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বা আলেম যথাক্রমে মালেকী মাযহাবের মুফতি মালেকী আল খিত্তানী, হানেফী মাযহাবের মুফতি মোহাম্মদ আবুল ইউছর আবেদীন, আলী আল বোদাইলিমী, আব্দুল আজিজ উইউন আল স্যুদ, সালেহ আল খতিব, জয়নুল আবেদীন আল তিউনিসি, মোহাম্মদ ওয়াফা আল কাচ্ছাবান্দ এবং দামেস্কের আবুর রহমান আল সাগৌরীর নিকট দীক্ষা গ্রহণ করেন।[৪]

১৯৮৭ সালে আল ইয়াকুবী ইসলামিক আইন অনুসদের ছাত্র[৫] হিসাবে দামেস্ক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী লাভ করেন। এর পরে তিনি বইরুতের অরব বিশ্ববিদ্যালয়ে দুই বৎসর দর্শন শাস্ত্র অধ্যয়ন করেন। গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের লিঙ্গুয়িষ্টিক ইন দ্যা অরিয়েন্টাল ষ্ট্যাডিজ ডিপার্টমেন্টের অধিনে ১৯৯১ সালে পিএইচডি ডিগ্রী লাভ করেন।[৬] সুইডেনে তিনি আরবী সাহিত্যের গবেষক হিসাবে কর্মরত আছেন। সুুইডিস ইসলামীক সোসাইটি ১৯৯৯ সালে তাকে মুফতি অব সুইডেন পদে নিযুক্তি দান করেন।[৬] ১৯৯২ সালে তিনি ইংল্যান্ডে গমণ করেন এবং একই বছরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা লেখার কোর্স যথাক্রমে এফসিই, সিএই, সিসিএস ও সিপিই সম্পন্ন করেন। স্যুইডেনে পুনরায় প্রত্যাবর্তনের পূর্বে তিনি ৭টি ভাষায় জ্ঞানার্জন করেন।[৬]

পেশা[সম্পাদনা]

আল ইয়াকুবী ১১ বছর বয়সে দারউইছিয়া মসজিদে কোরআন শিক্ষাদানে নিযুক্ত হন। তিনি প্রথম জুমার খোতবা প্রদান করেন আল সাদাত মসজিদে ১৪ বছর বয়সে। জুমার নামাজের ইমাম ও খতিব বা বক্তা হিসাবে নিযুক্ত হন ১৭ বছর বয়সে। বিশ বছর বয়সে ইসলামিক ষ্ট্যাডিজ বিষয়ে শিক্ষতায় নিয়োগ প্রাপ্ত হন।[১] ২০০০ সালের মাঝামাঝিতে তিনি সিরিয়া প্রত্যাবর্তন করে আকিদা, তফসির, হাদিস, তাসাউফ ফিকাহ, উছুল, মাসায়েলা ও আরবী ব্যাকরণ বা নাহু বিষয়ে জনসমক্ষে বক্তৃতা ও শিক্ষাদানের কার্যক্রম আরম্ভ করেন।[১] আল ইয়াকুবী দামেস্কে বড় হন এবং সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি উমাইয়া মসজিদের ইমাম, জামি আল হুসান মসজিদ ও ইবনুল আরবী সমজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি আবদুল করীম ইবনে হাওয়াইজিন কোশাইরি ও তিরমিদী নগরীর সামাইল তিরমিদি হতে রিসালা বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। ২০১২ সালের জুন মাসে আসাদ বাহিনী কর্তৃক বিতাড়িত হয়ে তিনি সিরিয়া হতে মরক্কো আসতে বাধ্য হন।[১][৫]

পরিচিতি[সম্পাদনা]

যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিষ্টান আন্ডারষ্ট্যান্ডিং এবং জর্ডানের রয়েল ইসলামিক ষ্ট্রাটেজিক ষ্ট্যাডিজ সেন্টার কর্তৃক ২০১২ সালে প্রকাশিত দ্যা ফাইভ হানড্রেড মোষ্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস বা পৃথিবীর সর্বাধিক প্রভাবশালী ৫০০ জন মুসলমানের নামের তালিকায় তার নামটি প্রকাশ পায়।[৭]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Muhammad al-Yaqoubi"। Sacred Knowledge। ২৬ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৭, ২০১১ 
  2. "Bio: Sheikh Ibrahim al-Yaqoubi"। Bahnhof। সংগ্রহের তারিখ মে ২৭, ২০১৩ 
  3. "Muhammad al-Yaqoubi"। Gateway To Divine Mercy। সংগ্রহের তারিখ অক্টোবর ৩০, ২০১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Muhammad al-Yaqoubi"। Academic। সংগ্রহের তারিখ মে ২৭, ২০১৩ 
  5. "Profiles of Syrian Sunni Clerics in the Uprising"। Carnegie Endowment for International Peace। মে ২৫, ২০১৩। সংগ্রহের তারিখ মে ২৭, ২০১৩  Muhammad al-Yaqoubi
  6. "Teachers"। Deen Intensive Foundation। ১ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২৫, ২০১১ 
  7. "Sheikh Muhammad Al Yaqoubi"। The Muslim 500। নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ মে ২৭, ২০১৩