ইরিনা তোইদি
ইরিনা তোইদি ইংরেজি: Irina Tweedie) (১৯০৭- আগস্ট ১৯৯৯) ছিলেন নকশবন্দি - মোজাদ্দেদী তরিকার একজন রাশিয়ান বংশদ্ভূত নারী দীক্ষাগুরু।
জন্ম
[সম্পাদনা]তিনি রাশিয়ায় জন্মগ্রহণ করেন এবং শিক্ষার্জন করেন ভিয়েনা ও প্যারিসে।
সংসার
[সম্পাদনা]ইরিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একজন ব্রিটিশ নেভি অফিসারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যিনি ১৯৫৪ সালে মৃত্যু বরণ করেন।
মতাদর্শ
[সম্পাদনা]স্বামীর মৃত্যু ইরিনার মাঝে আধ্যাত্মিক জ্ঞান তাড়নার জন্ম দেয়। সে সূত্রে ১৯৫৯ সালে তিনি ভারত সফর করেন। সেখানে তিনি রাধা মোহন লাল নামের নকশবন্দি- মোজাদ্দেদী তরীকার একজন হিন্দু ধর্মগুরুর সান্নিধ্য লাভ করেন। তাকে তিনি ভাই ছাহেব (বড় ভাই) বলে সম্বোধন করতেন। ফলে তিনি হয়ে উঠেন নকশবন্দি- মোজাদ্দেদী তরীকায় দীক্ষা গ্রহণ করা প্রথম পশ্চিমা নারী।[১]
দীক্ষাগুরুর প্রথম উপদেশ ছিল, তিনি যেন তার সাধনার প্রতিটি দিক ও সমস্যাদি একটি ডায়েরীতে নিয়মিত লিপিবদ্ধ করেন। তিনি ভবিষ্যদ্বানী করে বলেন, এ ডায়েরী একদিন একটি বইয়ে পরিণত হবে এবং জগৎবাসী তা হতে উকৃত হবে। সত্যিই ডায়েরীটা ‘ডটার অব ফায়ারঃ এ্যা ডায়েরী অব স্পীরিচ্যুয়্যাল ট্রেইনিং উইথ এ ছুফি মাষ্টার’ নামে নাম বই আকারে প্রকাশ লাভ করে।[২]
এ দিনলিপিটিতে সন্নিবেশিত হয় পাঁচ বছরের ঘটনাবলী। এটি আধ্যাত্মগুরুর সহিত একজন
শিষ্যের সম্পর্ক ও সাধনার ঘটনাবলী সংবলিত পশ্চিমা সাহিত্যে পঠিত সবচাইতে ব্যাপক বিধৃত গ্রন্থ। বইটি সংক্ষিপ্তাকারে প্রথম প্রকাশিত হলে ব্যাপক সাড়া তোলে। যা বিক্রিত হয় ১০০,০০০ সংখ্যা ও অনূদিত হয় পাঁচটি ভাষায়। পরবর্তীতে পূর্ণ কলেবরে প্রকাশিত হলে তারও বিক্রি হয়ে যায় ৪০,০০০ সংখ্যা যা এখনো গোল্ডেন ছুফি সেন্টার কর্তৃক আজও প্রকাশিত হয়ে থাকে।[৩]
দীক্ষাগুরু ১৯৬৬ সালে মৃত্যু বরণ করলে ইরিনা ইংল্যান্ডে ফিরে লন্ডনের উত্তরাঞ্চলে ছুফি সাধনার একটি সঙ্ঘ প্রতিষ্ঠা করেন। পর্যায়ক্রমে এ সঙ্ঘটি ইরোপ ও আমেরীকাতে বিস্তৃতি লাভ করে। লিইউল্যান ভোগেন লী-কে স্থলাভিষিক্ত করে ইরিনা তোইদি ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন।[৪]
রচিত গ্রন্থ
[সম্পাদনা]- দ্যা ক্যাজম অব ফায়ারঃ এ ওমেনস এক্সপেরিয়্যান্স উইথ দ্যা টিচিং অব এ ছুফি মাষ্টার (The Chasm of Fire: A Woman's Experience With the Teachings of a Sufi Master) - এ্যালিমেন্ট বুক (Element Books), ১৯৯৩.
- ডটার অব ফায়ারঃ এ ডায়েরী অব এ স্পিরিচ্যুয়্যাল ট্রেনিং উইথ এ ছুফি মাষ্টার/ Daughter of Fire: A Diary of a Spiritual Training with a Sufi Master. দ্যা গোল্ডেন ছুফি সেন্টার (The Golden Sufi Center), ১৯৯৫.
ডিভিডি
[সম্পাদনা]- দ্যা নক্সবন্দি প্যাথ, ইরিনা তোইদি (The Naqshbandi Path, Irina Tweedie)- ১৯৯১ সালে রেকর্ডে কৃত, ২০০৯ সালে গোল্ডেন ছুফি সেন্টার কর্তৃক প্রকাশিত।
- ব্রান্ডেড বাই গডঃ ইন্টারভিউ উইথ ইরিনা তোইদি (Branded by God: Interviews with Irina Tweedie) - ১৯৮০’র দশকের শেষাংশে রেকর্ড কৃত, ২০০৫ সালে গোল্ডেন ছুফি সেন্টার কর্তৃক প্রকাশিত।
নিবন্ধ সমূহ
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]তিনি ১৯৯৯ খৃষ্টাব্দের আগস্ট মাসে মৃত্যু বরণ করেন।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Neither of the East nor of the West: The Journey of the Naqshbandiyya-Mujaddidiyya from India to America
- ↑ The Golden Sufi Center Daughter of Fire: A Diary of A Spiritual Training with A Sufi Master
- ↑ Available Translations English, French, German, Italian, and Spanish
- ↑ The Golden Sufi Center Biography of Irina Tweedie