বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/২০২৩/রমজান/নিবন্ধ তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শুধু শুধু সময় ব্যয়

[সম্পাদনা]

সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি । প্রতিবছর এই মাহে রমজানে অনলাইন এডিটাথন নিবন্ধ অনুবাদের এই আয়োজনে যারা নিবন্ধ তালিকা প্রস্তুত করেন, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে- মেহেরবানি করে ভাল করে দেখে নিবেন যে, বাংলা ভাষায় অনুবাদ হয়ে গিয়েছে এরকম কোন নিবন্ধ যেন তালিকায় না আসে। আমি "হিকমাত" নিবন্ধের অনুবাদের কাজ প্রায় শেষের দিকে পৌছে যাব এমন সময় আমার নজরে পড়ল যে, এই নিবন্ধটি আগে অনুবাদ হয়ে গেছে,,,,!!!

বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ রইলো,,,। ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ০৩:২২, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@ফুরকান ইবন্ সা'দাদ, হিকমাতহিকমাহ এই দুইটি? হিকমাহ নিবন্ধ থেকে আগে থেকে আন্তঃউইকি সংযোগ না থাকায় সমস্যাটি হয়েছে। যাইহোক, হতাশ হবেন না। আর এই দুইটির মধ্যে কোন নামেরটি রাখা উচিত? তাহলে তথ্য একত্রিত করে এক নিবন্ধে নিয়ে আসব। :) আফতাবুজ্জামান (আলাপ) ০৪:০৫, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ভাই, সালাম নিবেন! আমাকে রিপ্লাই করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেক ব্যস্ততার ভিতর আপনাদের সাথে থাকার চেষ্টা করি তাই কোন বুরিং-এ যেতে চাইনা আরকি,,,। যাইহোক, নিবন্ধের শিরোনামটা আগেরটাই (হিকমাহ) রেখে দিতে পারেন। তবে আমাদের দেশীয় সর্বস্তরের পাঠকের প্রতি খেয়াল দিলে "হিকমাত/হিকমত/হেকমত" এইগুলির যে কোন একটা রাখা যেতে পারে এগুলি বেশি পরিচিত এবং প্রচলিত,,,। এরপরেও আপনাদের অভিজ্ঞানে যা ভাল মনে করেন নিবন্ধের শিরোনামটা তা-ই রাখুন, আমি সহমত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ওয়াস-সালাম। ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ০৪:৪৭, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"কাশফ" নিবন্ধ প্রসঙ্গে

[সম্পাদনা]

নিবন্ধ তালিকার সর্বশেষ বিভাগ "বিবিধ" এর ১২ নং নিবন্ধ Qashf কাশফ -এর অনুবাদ করতে চাইছিলাম কিন্তু দু:খের বিষয় এটিতে কোন লেখাই নেই,,,! অনুবাদের অযোগ্য Blank Page,,!! ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ১৬:২৪, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@ফুরকান ইবন্ সা'দাদ Kashf হবে, বানান ভুল করেছিলো —শাকিল (আলাপ · অবদান) ১৬:৪২, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
অশেষ ধন্যবাদ @MdsShakil ভাই। ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ১৭:০১, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

তালিকায় যুক্তকরণ প্রসঙ্গে

[সম্পাদনা]

যে নিবন্ধনগুলো অনুবাদের জন্য দেওয়া হয়েছে তার বাহিরে আরো কিছু নিবন্ধন যেমন বিভিন্ন দেশে ইসলামের অবস্থা (e.g তিউনিসিয়ায় ইসলাম) বা সেস্পসিক কিছু হাদিস বা আয়াতের উপর (ঋণের আয়াত,সতর্কীকরণ হাদীস) নিবন্ধন তালিকায় যুক্তকরণ করা যায়। এছাড়াও ইসলামের বিভিন্ন সাম্রাজ্য সমূহের যুদ্ধগুলো (সাগরাজের যুদ্ধ, তুলুজের যুদ্ধ (৭২১)) তালিকায় যুক্ত করার আহবান জানাই Ashiqur Rahman (আলাপ) ০৫:১২, ৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

যোগ করা হলো। পরবর্তীতে নিবন্ধ তৈরির আগে প্রস্তাব দেওয়ার অনুরোধ। রিয়াজ (আলাপ) ০৬:৩৬, ৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন