উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/২০২৩/রমজান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জমাদান প্রসঙ্গে[সম্পাদনা]

নিবন্ধ জমাদানকি এখনো শুরু হয়নায়? জমা দিতে গিয়ে সাবমিটে ক্লিক করলে 'network error' বার্তা দেখাচ্ছে। → Tanbiruzzaman 💬 ২১:১৮, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@Tanbiruzzaman: জমাদান শুরু হয়েছে। এধরনের সমস্যা ফাউন্টেনে মাঝে মাঝে হয়। কয়েকঘন্টা পর আবার চেষ্টা করিয়েন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ২৩:২৩, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanbiruzzaman: এখন জমা দিতে পারবেন। আপনার একটি নিবন্ধ আমি জমা দিয়েছি। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:২৪, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon ভাইয়া অনেক নিবন্ধ পুরো অনুবাদের পরেও ৩০০ শব্দ হয়না। ওগুলাকি গৃহীত হওয়ার কোনো সম্ভাবনা আছে!? → Tanbiruzzaman 💬 ১১:৩৫, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanbiruzzaman: তালিকার নিবন্ধ অনুবাদের পর যতটুকু হোক না কেন গ্রহণ করা হবে। তবে, অবশ্যই সম্পূর্ণ অনুবাদ করতে হবে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১২:৪৪, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ জমা নিচ্ছে না[সম্পাদনা]

সুধী, নিবন্ধ জমা দিতে গেলে নেটওয়ার্ক ক্রটি বার্তা দেখাচ্ছে আর জমা দেয়া যাচ্ছে না। -- কুউ পুলক  ০৪:২১, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@কুউ পুলক: বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করছি। ইতোমধ্যে ফাউন্টেনের প্রণেতাকে জানানো হয়েছে। আপাতত, নিবন্ধ অনুবাদ করে রাখতে পারেন। ধন্যবাদ। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:১৫, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@কুউ পুলক: এখন জমা দিতে পারবেন। আশা করি কাজ করবে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:২৫, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

আরবি থেকে অনুবাদ[সম্পাদনা]

আরবি থেকে অনুবাদের জন্য কিছু নিবন্ধ প্রস্তাব করতে চাচ্ছি। যেমন ঃ ar:رياء ইত্যাদি। 202.134.14.148 (আলাপ) ০৪:৩৩, ২৫ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

নিয়মানুযায়ী এডিটাথনে অংশ নিতে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে আইপি দিয়ে এডিটাথনে অংশ নেওয়ার কোন সুযোগ নেই। আর প্রস্তাবকৃত নিবন্ধটির অবশ্যই ইংরেজি সংস্করণ থাকতে হবে শব্দ সংখ্যা ৩০০+ হতে হবে। আপনার প্রস্তাবকৃত নিবন্ধটির ইংরেজি সংস্করণ না থাকাতে এটি গ্রহণ করা যাবেনা। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৯:২৯, ২৫ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

"কাজ চলছে রমজান" ট্যাগ কখন অপসারণ করব?[সম্পাদনা]

কাজ চলছে রমজান ট্যাগটা কি অনুবাদ করা শেষ হয়ে গেলে অপসারন করে দেব? ট্যাগ থাকা অবস্থাতেই জমা দিয়ে দেব? বাসিরুল বিল্লাহ (আলাপ) ২২:৩৫, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@বাসিরুল বিল্লাহ কাজ শেষ হওয়ার পরই ট্যাগ সরিয়ে দিবেন, জমা দেওয়ার পূর্বে —শাকিল (আলাপ · অবদান) ২২:৪৯, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ফাউন্টেন ট্যুলে প্রবেশ করা যাচ্ছে না![সম্পাদনা]

ফাউন্টেনে জমাদানের ক্ষেত্রে প্রবেশ করতে গেলে 502 Bad Gateway দেখাচ্ছে কেন?? Mostak Bari Fahim (আলাপ) ০৩:০৬, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান , @Al Riaz Uddin Ripon ও @Abazizfahadফারহান  «আলাপ» ০৪:৩৯, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Mostak Bari Fahim, আমারও একই দেখাচ্ছে। তবে বিষয়টি আমাদের হাতে নেই, আপনি কিছুক্ষণ অপেক্ষা করে পরে আবার চেষ্টা করেন। ১/২ ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আফতাবুজ্জামান (আলাপ) ০৪:৫৫, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

তালিকার বাইরে ইসলাম বিষয়ক নিবন্ধ প্রসঙ্গে[সম্পাদনা]

আসসালামু আলাইকুম! তালিকার বাইরের কয়েকটি গুরুত্বপূর্ণ নিবন্ধের অনুবাদ করতে চাই। নিবন্ধগুলি হল আল-কুরআনের পঠন-রীতি তথা ইলমে তাজবিদকে গোড়ার দিকে যারা বিশ্বে ছড়িয়ে দিয়ে ছিলেন ইলমে তাজবিদের আলোচনায় যাদেরকে সাত ক্বারী বলে অভিহিত করা হয়, তাদের জীবনী নিয়ে আমাদের বাংলা ভাষাতে আমার জানামতে বসরার আবু আমর রা এই নিবন্ধটির অনুবাদ আছে। আমি তাদের জীবনীর উপর লেখা প্রয়োজনীয় আরও কয়েকটি নিবন্ধ অনুবাদ করতে চাই বলে প্রস্তাব পেশ করছি।


নিবন্ধগুলি হলো :

  1. Ibn Amir ad-Dimashqi
  2. Ibn Kathir al-Makki
  3. Nafiʽ al-Madani
  4. Hamzah az-Zaiyyat
  5. Aasim ibn Abi al-Najud
  6. Al-Kisa'i

অনলাইন এডিটাথন রমজান ২০২৩-এর সন্মানিত জুরি বোর্ড যদি আমার প্রস্তাব গ্রহণীয় বলে মনে করেন তাহলেই অনুবাদে হাত দেবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ওয়াস-সালাম! ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ০৩:০০, ৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@ফুরকান ইবন্ সা'দাদ, অবশ্যই পারেন ভাই। আমি তালিকায় যোগ করে দিচ্ছি। (তবে একটা কথা ভাই, নিবন্ধগুলি অনুবাদ করলে সম্ভবত ৩০০ শব্দ হবে না, সেক্ষেত্রে এগুলি ফাউন্টেন জমা নিবে না। ফাউন্টেন জমা নিক বা না নিক, আপনি করে যান। এই এডিটাথনের মূল উদ্দেশ্যই হল ইসলাম বিষয়ক নিবন্ধ সৃষ্টি। ৩০০ শব্দের নিয়ম শুধু রাখা হয়েছে যেন সবাই ১/২ লাইনের নিবন্ধ সৃষ্টি করা না শুরু করে তার জন্য।) আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৫৪, ৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
জনাব @আফতাবুজ্জামান ভাই, আসলে পুরস্কার জেতা আমারও উদ্দেশ্য না। ইসলামি অনেক মৌলিক নিবন্ধ এখনও অনেক বাকি রয়েছে যেগুলি খুবই দরকারী। সময় সুযোগে আমাদের এগুলো করে নিতে হবে। ইসলামি বিষয়-আসয়ে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধিশালী হোক এটাই কাম্য। যাইহোক, তবুও @আফতাবুজ্জামান ভাই, এই এডিটাথনের তালিকার নিবন্ধগুলির প্রায় অনেকগুলিই তো দেখলাম যে, ৩০০ শব্দ হবেনা,,, ওইগুলি তো জমা হচ্ছেও দেখছি। উল্লেখিত নিবন্ধগুলি যদি আপনি তালিকাভুক্ত করে দেন তাহলে তো এইগুলিও তালিকাভুক্তির শর্তের আওতায় বিবেচ্য,,,? ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ০৫:২৮, ৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@ফুরকান ইবন্ সা'দাদ, ৩০০ শব্দের কম কোনও নিবন্ধ ফাউন্টেনে জমা হয়নি। ৩০০ শব্দ না হলে ফাউন্টেন জমাই নিবে না, আপনি চেষ্টা করে দেখতে পারেন ;) আফতাবুজ্জামান (আলাপ) ০৫:৩৫, ৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ভাই, সমস্যা নেই। জমা নিক বা না নিক, আমি এগুলি অনুবাদ করে নিব। কারণ বিষয়টি পরে আর খিয়াল নাও থাকতে পারে,,,,। যাইহোক আপনাকে আন্তরিক ধন্যবাদ। ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ০৬:১০, ৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

প্রতিযোগিতার ফলাফল[সম্পাদনা]

@আফতাবুজ্জামান ভাই,অনেকদিন অতিবাহিত হবার পরও এডিটাথনের ফলাফল প্রদানে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। কারণটা কি জানানো যায়?

@Vilen09: https://fountain.toolforge.org/editathons/ramadan-23 দেখুন। যেহেতু এখানে পুরস্কার দেওয়া বা ঐ জাতীয় কিছু দেওয়া হবে না, ফলে ঐভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। যে ১৯টার পর্যালোচনা বাকি আছে ওগুলি করা হলে ফলাফলের পাতায় যোগ করে দেওয়া হবে (যদি মনে থাকে)। --আফতাবুজ্জামান (আলাপ) ০৩:২১, ৪ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]