হাসনাত আব্দুল হাই
হাসনাত আব্দুল হাই (জন্ম: ১৭ মে, ১৯৩৭) একজন প্রখ্যাত বাংলাদেশি কবি ও ঔপন্যাসিক। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।[১][২]
জন্ম
[সম্পাদনা]তিনি ১৯৩৭ সালের ১৭ মে তারিখে কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবুল ফতেহ এবং মাতা আয়েশা সিদ্দিকা। তাঁর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তর্ভুক্ত সৈয়দাবাদ গ্রামে।[৩]
শিক্ষা
[সম্পাদনা]তিনি ঢাকা, ওয়াশিংটন, লন্ডন ও কেমব্রিজে লেখাপড়া করেন। তিনি ঢাকার হাম্মাদিয়া স্কুলে পড়াশোনা করেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]অধ্যাপনা দিয়ে তিনি চাকরি জীবন আরম্ভ করেন। তারপর সিভিল সার্ভিস থেকে সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করেন ও ১৯৯৯ সালে বাংলাদেশ সরকারের সচিব পদ থেকে অবসর লাভ করেন।
সাহিত্য কর্ম
[সম্পাদনা]প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা চার, উপন্যাস তেইশ, ভ্রমণ কাহিনি ছয় এবং প্রবন্ধ দুই। তিনি মূলত ঔপন্যাসিক ও ভ্রমণ কাহিনিকার হিসাবে খ্যাতি অর্জন করেন।[৫] তাঁর লেখা উপন্যাস সুলতান ডাবলিন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার এর জন্য মনোনীত হয়।
উপন্যাস
[সম্পাদনা]- সুপ্রভাত ভালোবাসা (১৯৭৭)
- আমার আততায়ী (১৯৮০)
- তিমি (১৯৮১)
- মহাপুরুষ (১৯৮২)
- যুবরাজ (১৯৮৫)
- প্রভু (১৯৮৬)
- সুলতান (১৯৯১)
- সময় (১৯৯১)
- মোড়লগঞ্জ সংবাদ (১৯৯৫)
- একজন আরজ আলী (১৯৯৫)
- নভেরা (১৯৯৫)
- বাইরে একজন (১৯৯৫)
- হাসান ইদানীং (১৯৯৫)
- Swallow (১৯৯৬)
- Interview (১৯৯৭)
- সিকস্তি (১৯৯৭)
- লড়াকু পটুয়া(২০১০)
পুরস্কার
[সম্পাদনা]- বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৮) [৬]
- অলক্ত সাহিত্য পুরস্কার (১৯৯৩)
- জগদীশ চন্দ্র বসু পুরস্কার (১৯৯৪)[১]
- মওলানা আকরম খাঁ পুরস্কার (১৯৯৫)[১]
- শের-ই-বাংলা পুরস্কার (১৯৯৫)[১]
- এস.এম. সুলতান পুরস্কার (১৯৯৫)[১]
- শিল্পাচার্য জয়নুল পুরস্কার (১৯৯৬)[১]
- এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার (২০২০) [৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ "'এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার' পাচ্ছেন দুই সাহিত্যিক"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০২০-১০-৩১। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২।
- ↑ "সৃজনশীল কথাশিল্পী হাসনাত আবদুল হাই | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২।
- ↑ "'এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার' পেলেন দু'জন"। সমকাল (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৫-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২।
- ↑ রুদ্র আরিফ, মাসুদ রানা আশিক (১৯ জুলাই ২০১৯)। "জীবনীভিত্তিক উপন্যাস লিখে তৃপ্তি পেয়েছি"। www.kalerkantho.com। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩।
- ↑ "হাসনাত আবদুল হাই : বাংলা কথাসাহিত্যের মহাজন | banglatribune.com"। Bangla Tribune। ২০২০-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২।
- ↑ ক খ ফুয়াদ, সালেহ। "হাসনাত আবদুল হাই ও নাহিদা নাহিদ পাচ্ছেন 'এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০২০'"। Prothom-alo। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২।
- ↑ "এবার 'হুমায়ূন আহমেদ সাহিত্য' পুরস্কার পাচ্ছেন হাসনাত আবদুল হাই ও নাহিদা নাহিদ"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২।
বহিসংযোগ
[সম্পাদনা]- বাংলাদেশী উপন্যাসসমূহ
- তাঁর আত্মজৈবনিক উপন্যাসগুলিকে নিয়ে বাংলা ভাষায় রচিত সমালোচনা
- কালের কণ্ঠ পত্রিকায় বিশেষ সাক্ষাৎকার
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |