মোহাম্মদ শাহজাহান (শিক্ষাবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডক্টর
মোহাম্মদ শাহজাহান
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য
কাজের মেয়াদ
১৯৯১ – ১৯৯৬
পূর্বসূরীমুশারফ হোসেন খান
উত্তরসূরীইকবাল মাহমুদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৯-০১-০২)২ জানুয়ারি ১৯৩৯
কেরানীগঞ্জ, ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু২০ সেপ্টেম্বর ২০০০(2000-09-20) (বয়স ৬১)
ঢাকা বাংলাদেশ
প্রাক্তন শিক্ষার্থী
পুরস্কারএকুশে পদক -১৯৯৬

মোহাম্মদ শাহজাহান (২ জানুয়ারি ১৯৩৯ – ২০ সেপ্টেম্বর ২০০০) বাংলাদেশি শিক্ষাবিদ ছিলেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ৬ষ্ঠ উপাচার্য ছিলেন। শিক্ষায় তার অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৬ সালে তাকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত করেন।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

মোহাম্মদ শাহজাহান ২ জানুয়ারি ১৯৩৯ সালে ঢাকার কেরানীগঞ্জের জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ সালে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাশ করেন। ১৯৫৬ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট (আইএসসি) পাশ করেন। ১৯৬০ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে এমএস এবং ১৯৭০ সালে স্কটল্যান্ডের গ্লাসগোর স্ট্রাথক্লাইড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন[সম্পাদনা]

মোহাম্মদ শাহজাহান ১৯৬০ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। উচ্চ ডিগ্রী অর্জনের পর তিনি ইরাকের মোসুল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে দেশে ফিরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পুনরায় অধ্যাপক নিযুক্ত হন। তিনি ১৯৯১ সালের এপ্রিল থেকে নভেম্বর ১৯৯৬ পর্যন্ত দুই মেয়াদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।[৩] জানুয়ারী ২০০০ সালে তিনি বুয়েট থেকে অবসর গ্রহণ করেন।

তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট এবং বিআইটি কাউন্সিলের নির্বাহী ভাইস চেয়ারম্যান ও ঢাকা সমিতির সভাপতি ছিলেন। শিক্ষায় তার অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৬ সালে তাকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত করেন।

মৃত্যু[সম্পাদনা]

মোহাম্মদ শাহজাহান ২০ সেপ্টেম্বর ২০০০ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ ও প্রতিষ্ঠান" (পিডিএফ)সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পৃষ্ঠা ১০। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯ 
  2. "প্রফেসর মোহাম্মদ শাহজাহান"। buet.ac.bd। ফেব্রুয়ারি ২০, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৩, ২০১৬ 
  3. Nizamuddin Ahmed (জুলাই ১৫, ২০১২)। "অসঙ্গতির নাম বুয়েট"The Daily Star। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০১৬