বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মোঃ রিজওয়ানুল ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিচের আলোচনাটি নিম্নলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন কোনো মন্তব্য বা আলোচনা উপযুক্ত পাতায় করা উচিত (যেমন অপসারিত না হলে নিবন্ধের আলাপ পাতায় বা অপসারিত হলে অপসারণ পর্যালোচনার পাতায়)।

ফলাফল ছিল: অপসারণ করা হল। অতি শ্রীঘই অনুসারে মেরাজ (আলাপ) ২০:৩৬, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মোঃ রিজওয়ানুল ইসলাম[সম্পাদনা]

মোঃ রিজওয়ানুল ইসলাম (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (লগ দেখুন)
(উৎস খুঁজুন: "মোঃ রিজওয়ানুল ইসলাম" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

নিবন্ধটি দ্রুত অপসারণের জন্য ট্যাগ করা হয়েছিল, কিন্তু আমার মনে হয় এটি অপসারণ প্রস্তাবের মধ্যে দিয়ে যাওয়া উচিত।

বাংলা নিবন্ধে ইংরেজি লেখাসহ বিভিন্ন সমস্যা বাদ দিয়ে, নিবন্ধের মূল যে সমস্যা দেখতে পাচ্ছি তা হল উল্লেখযোগ্য স্থান থেকে তৃতীয় পক্ষের কোন তথ্যসূত্র নেই। ব্যক্তি যে কলাম লিখেছেন তা দিয়ে নিবন্ধ ভরা, কিন্তু কলাম কোন তথ্যসূত্র নয় বা ব্যক্তির উল্লেখযোগ্যতা প্রমাণ করেন না।

এছাড়া কেবল অধ্যাপক ও বিভাগীয় প্রধান হবার কারণে কেউ উল্লেখযোগ্য হয়ে যান না। উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা_(উচ্চশিক্ষায়তনিক_ব্যক্তিত্ব)#শর্তসমূহে প্রদত্ত মানগুলি পূরণ করছে না বলেই মনে হল। আফতাবুজ্জামান (আলাপ) ২০:০২, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

  • অপসারণ করা হোকনীতিমালা অনুসারে অনুত্তীর্ণ —শাকিল হোসেন আলাপ ২১:৫৮, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  • মন্তব্য: উচ্চশিক্ষায়তনিক ব্যক্তির উল্লেখযোগ্যতা সংক্রান্ত নীতি অনুযায়ী উল্লেখযোগ্য হতে হলে যেকোনও একটি শর্ত পূরণ হলেই চলবে। উচ্চশিক্ষায়তনিক ব্যক্তিদের ক্ষেত্রে উল্লেখযোগ্যতার নীতি তাই বেশ উদার। এখন শর্তগুলির তালিকার ৬নং শর্তটি অনুসারে "বিবেচনাধীন ব্যক্তি কোনো প্রধান উচ্চশিক্ষায়তনিক প্রতিষ্ঠান বা প্রধান উচ্চশিক্ষায়তনিক সমিতির সর্বো‌চ্চ পর্যায়ের পদে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন"। যেহেতু আলোচ্য ব্যক্তি বাংলাদেশের একটি প্রথম সারির বেসরকারী বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগীয় প্রধান পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তিনি উল্লেখযোগ্যতার ৬নং শর্ত পূরণ করেছেন ধরে নেওয়া যায় বলে আমার মনে হয়।, কিন্তু সেটিও ৬নং শর্তটি ঠিকমতো পূরণ করে না। কেননা, ৬ নং শর্ত পূরণ করতে হলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বা উপাচার্য হতে হয়। আমি এখানে দাবিত্যাগ করে দিচ্ছি যে আলোচ্য ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে জানি বা চিনি না। বাংলা গণমাধ্যমেও তার সম্পর্কে আলোচনা বিরল, অন্তত ইন্টারনেট ঘেঁটে বাংলায় দুই-তিনটা পাতার বেশি কিছু পেলাম না। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:২৫, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    "অন্তত ইন্টারনেট ঘেঁটে বাংলায় দুই-তিনটা পাতার বেশি কিছু পেলাম না।" আপনি উনার ইংরেজি নাম দিয়ে সার্চ করলে ইন্টারনেটে অনেক কিছুই পাবেন। -- R4356th (আলাপ) ০৬:১৬, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    "অনেক কিছু" হলে হবে না। ওনার কাজের গুরুত্বের উপরে নির্ভরযোগ্য দ্বিতীয় পর্যায়ের উৎসে তাৎপর্যপূর্ণ রচনা থাকতে হবে। সেগুলি এই নিবন্ধে এখনও নেই। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:৪৩, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  • Don't remove this page. He's a kind professor and reputed researcher. He achieved many awards and grants for his research works. He publishesh article regularly in national newspapers. The claim of removing this page is completely illogical. I request to keep this page and update it. — 103.140.62.180 (আলাপঅবদান) ০৫:৫৩, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।[উত্তর দিন]
    @103.140.62.180, বাংলা উইকিতে ইংরেজিতে লিখন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সাহায্য:বাংলা টাইপ করা দেখুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৯, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  •  বিরোধিতা "ব্যক্তি যে কলাম লিখেছেন তা দিয়ে নিবন্ধ ভরা, কিন্তু কলাম কোন তথ্যসূত্র নয় বা ব্যক্তির উল্লেখযোগ্যতা প্রমাণ করেন না।" আমি শীঘ্রই আরো তথ্যসূত্র যোগ করবো। "এছাড়া কেবল অধ্যাপক ও বিভাগীয় প্রধান হবার কারণে কেউ উল্লেখযোগ্য হয়ে যান না।" উনি শুধু একজন অধ্যাপক এবং বিভাগীয় প্রধানই নন, উনি একজন গবেষকও। উনি তাঁর গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রদত্ত রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছেন। উনি আমেরিকান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর আইন শিক্ষা ইন্টারেস্ট গ্রুপের একজন যুগ্ম চেয়ারম্যান। R4356th (আলাপ) ০৬:২৫, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    প্রিয় R4356th, আপনি কি আলোচ্য ব্যক্তির সাথে ব্যক্তিগতভাবে সম্পর্কিত? আপনাকে কি তাঁর বিষয়ে এরকম সিভি-জাতীয় নিবন্ধ রচনা করতে তিনি বা তাঁর পক্ষ হয়ে কেউ অনুরোধ করেছেন? অনুগ্রহ করে ব্যাপারগুলি পরিস্কার করে ব্যাখ্যা করুন।--অর্ণব (আলাপ | অবদান) ০৭:৪৩, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @Zaheen: "আপনি কি আলোচ্য ব্যক্তির সাথে ব্যক্তিগতভাবে সম্পর্কিত?" জ্বি, উনি আমার বাবা। যদি সেটা নীতিমালা বহির্ভূত হয়ে থাকে তবে আমি অত্যন্ত দুঃখিত; আপনি দয়া করে যত দ্রুত সম্ভব নিবন্ধটিকে অপসরণ করুন। ধন্যবাদ। -- R4356th (আলাপ) ০৯:০৭, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  • নিবন্ধের বিষয়বস্তুর সাথে ব্যাবহারকারীর সম্পর্ক বাবা-ছেলে! অপসারণে  সমর্থন -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ০৯:২০, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  • ড.রিজওয়ানুল ইসলাম একজন আইন গবেষক। আইনের নানাবিধ আঙিনার আমরা উনার গবেষণার ছাপ দেখতে পাই। দেশীয় সহ আন্তর্জাতিক পত্রিকাগুলোতে উনার নিয়মিত কলাম ছাপা হয়। এছাড়া আন্তর্জাতিক আইন বিষয়ক জার্নালগুলোতে উনার অবদান বাংলাদেশের নাম ই সমুজ্জ্বল করে। আইন গবেষকদের জন্য 'বাংলাদেশ স্টাইল অব সাইটেশন অব লিগ্যাল অথোরিটিজ'এর সম্পাদক তিনি। উনি ছাড়া আর কয়জন এমন আন্তর্জাতিক মানের আইন গবেষক রয়েছেন সে ব্যাপারে আমি সন্দিহান। দেশের বিভিন্ন আইন বিষয়ক সরকারি গবেষণার অংশীদার তিনি। তিনি বাংলাদেশের এমন উজ্জ্বল নক্ষত্র যিনি আমেরিকান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর আইন শিক্ষা ইন্টারেস্ট গ্রুপের একজন যুগ্ম চেয়ারম্যান, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। তিনি তাঁর গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রদত্ত রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছেন। আইন বিষয়ক এমন একজন স্বর্ণপদক প্রাপ্ত গবেষকের দেখা বাংলাদেশের আর কয়জন পেয়েছেন তা অবশ্যই বিবেচনায় রাখা প্রয়োজন। একজন গবেষক যিনি তাঁর গবেষণার জন্য অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয় হতে গবেষণার জন্য পদক পেয়েছেন ২০০৯ সালে। বাংলাদেশের একজন নাগরিক যিনি সারা বিশ্বে তার গবেষণা পত্রের মাধ্যমে দেশের হয়ে সম্মান বয়ে আনছেন তার উইকিপিডিয়া নিবন্ধন পেইজ অপসারণের সিদ্ধান্ত মোটেই গ্রহণযোগ্যতা পাচ্ছে না বলে মনে করছি। বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে এমন একজন উজ্জ্বল নক্ষত্রের পেইজ অপসারণ করা হলে উইকিপিডিয়ার সম্পাদকদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া চলে আসার প্রবণতা বেড়ে যাবে বলে আশংকা করছি। শুধুমাত্র একজন অধ্যাপক এবং বিভাগীয় প্রধানই নন,একজন আন্তর্জাতিক মানের আইন গবেষক হিসেবে উইকিপিডিয়া তে পেইজ রাখার যথেষ্ট যোগ্যতা উনার আছে বলে আমি মনে করছি। আর যদি অপসারণ করতেই হয় তবে হার্ট, কেলসেনের মত আন্তর্জাতিক মানের আইন গবেষকদের পেইজ কেন অপসারণ করা হবে না তার ব্যাখ্যা ও আশা করছি। ধন্যবাদ।— Md. Asif Mahbub Tanvir (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
    Md. Asif Mahbub Tanvir, আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। আলোচ্য ব্যক্তির সাথে আপনার কী সম্পর্ক? আপনি কি শুধু এই নিবন্ধটি অপসারণের বিরোধিতা করার জন্য আ্যকাউন্ট খুলেছেন? আপনি কি উইকিপিডিয়া কীভাবে কাজ করে, সে ব্যাপারে অবগত আছেন? --অর্ণব (আলাপ | অবদান) ১৯:০৩, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  • উইকিপিডিয়ার এই পাতার মাধ্যমে আমি মোঃ রিজওয়ানুল ইসলাম এর গবেষণা কাজের বেপারে অনেক কিছু জানতে পেরেছি। এই পাতাটি অতন্ত্য হেল্পফুল। নিসন্দেহে আমার মতো অনান্য মানুষও তাঁর কাজ এর বেপারে জানতে পারবে। কারণ তিনি নিয়মিত লেখালেখি করেন এবং অনেকে তঁার বিষয় এ জানার জন্য গুগলে সার্চ করেন। সে ক্ষেত্রে এই পেজ থেকে সব তথ্য জেনে নেওয়া যায়। আমার মতামত অনুযায়ী, উইকিপিডিয়ার এই পেজ অপসারণ না করা হক। — 103.140.62.180 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
  • অপসারণ করা হোক। WP:ব্যক্তি মানদণ্ডে উত্তীর্ণ নয়। ~সাজিদ আলাপ ০৮:২০, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  • মন্তব্য: একজন উচ্চশিক্ষায়তনিক ব্যক্তির উল্লেখযোগ্য হিসেবে পরিগণিত হবাতর ২নং মানদণ্ডটি হল "বিবেচনাধীন ব্যক্তি জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সম্মানিত কোনো উচ্চশিক্ষায়তনিক পুরষ্কার বা সম্মাননা অর্জন করেছেন।" নিবন্ধে আলোচ্য ব্যক্তির নিজস্ব কর্মপ্রতিষ্ঠান নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বরাতে ছবিসহ দাবী করা হয়েছে যে আলোচ্য ব্যক্তি বাংলাদেশের "বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্বর্ণপদক" অর্জন করেছেন। যদি এই দাবীটি সত্য হয় (অবশ্য নর্থ-সাউথের তথ্য ও ছবি দেখে সত্যই মনে হচ্ছে), তাহলে প্রশ্ন হলো এই পুরস্কারটিকে "জাতীয় ... পর্যায়ে অত্যন্ত সম্মানিত ... উচ্চশিক্ষায়তনিক পুরস্কার বা সম্মাননা" হিসেবে বিবেচনা করা যায় কি না। আমি দেখতে পাচ্ছি যে প্রতি বছর উচ্চশিক্ষায়তনের সর্বোচ্চ ২৩ জনকে (যার মধ্যে আইন বিষয়ে গবেষণাপত্রের জন্য ১ জনকে) এই পুরস্কার দেওয়া হয়।(উৎস দেখুন) --অর্ণব (আলাপ | অবদান) ১১:০৮, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen: ভাইয়া, আমি আপনার সাথে একমত। হয়তোবা ঐ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্বর্ণপদক" এর ভিত্তিতে নিবন্ধটি রাখা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, নিবন্ধটি খুবই প্রচারণামূলকভাবে লেখা হয়েছে। নিবন্ধটি ব্যাপকভাবে সম্পাদনার প্রয়োজন আছে। এবং বিশেষ করে ব্যক্তির নিজের লেখা খবরের কাগজের রচনাগুলো উইকিপিডিয়ার তথ্যসূত্র এবং "পত্রিকা রচনা" অনুচ্ছেদ থেকে বাদ দিতে হবে। কারন এইগুলো কোনো পিয়ার-রিভিউড জার্নাল না এবং ব্যক্তির নিজের লেখা। আমি উইকিপিডিয়ায় নতুন একজন অবদানকারী। আমার মন্তব্যে কোনো ভূল-ভ্রান্তি থাকলে দয়াকরে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাকে অনেক ধন্যবাদ! Crazy purple ant (আলাপ) ১৪:৪০, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন কোনো মন্তব্য বা আলোচনা উপযুক্ত পাতায় করা উচিত (যেমন অপসারিত না হলে নিবন্ধের আলাপ পাতায় বা অপসারিত হলে অপসারণ পর্যালোচনার পাতায়)।