আলাপ:অপারেশন পাইথন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভালো নিবন্ধ অপারেশন পাইথন বিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
সেপ্টেম্বর ২৭, ২০২০ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

এই পর্যালোচনাটি আলাপ:অপারেশন পাইথন/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Wiki Ruhan (আলাপ · অবদান) ১১:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সংশোধন প্রয়োজন[সম্পাদনা]

  1. তথ্যসূত্র বাড়ানো প্রয়োজন। বাংলাদেশী মিডিয়া, ভারতীয় মিডিয়ার নিউজ তথ্যসূত্র হিসাবে যোগ করা উচিত।
  2. নিবন্ধের প্রাণজ্জ্বলতা বাড়াতে হবে। কিছু বাক্যের ধাচ ইংরেজি বাক্যের মতো থেকে গেছে, অল্প কিছু বাক্যে অর্থগত জটিলতা প্রত্যক্ষ করেছি। আপনি পুরো নিবন্ধটি আরেক বার নিরীক্ষণ করে যান্ত্রিক বাক্য দূর করুন।
  3. ভূমিকাংশটির একজায়গায় ৮/৯ তারিখে উল্লেখ আছে। কিন্তু মাসের নাম নেই।
  4. কিছু বানান ও রচনাশৈলো সংশোধন করা প্রয়োজন। যেমন:বিদেশী> বিদেশি, $৩ বিলিয়ন ডলার> ৩ বিলিয়ন মার্কিন ডলার, ডিস্ট্রয়ার> ডেস্ট্রয়ার ইত্যাদি।

মনোনয়নকারীকে এসব সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা গ্রহন করতে অনুরোধ জানানো হচ্ছে।—Wiki RuHan [ Talk ] ১৮:০৪, ২৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  1. নিবন্ধটিতে অতিরিক্ত তথ্য যোগ করে এমন নির্ভরযোগ্য কোন তথ্যসূত্র খুঁজে পাইনি। এখানে দেওয়া বর্তমান তথ্যসূত্রগুলো যথেষ্ট নির্ভরযোগ্য। নিবন্ধটি ইংরেজি থেকে অনুবাদ করা আর সেখানেও এটি ভালো নিবন্ধ। তাই আমার মনে হয় ভালো নিবন্ধ করার জন্য এতে অতিরিক্ত তথ্যসূত্র যোগ না করলেও চলবে। তবে যদি যোগ করার মত কিছু খুঁজে পাই তবে অবশ্যই যোগ করবো।
  2. যান্ত্রিক অনুবাদগুলো ঠিক করেছি।
  3. মাসের নাম যোগ করেছি।
  4. বানান ঠিক করেছি।জিলার্ড🍁 ১১:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সিদ্ধান্ত[সম্পাদনা]

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য): খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র): খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে): গ) (মৌলিক গবেষণা):
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়): খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ): খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:
    —Wiki RuHan [ Talk ] ১৭:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রধান পাতার জন্য সারাংশ[সম্পাদনা]

অপারেশন পাইথন হচ্ছে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় অপারেশন ট্রাইডেন্টের পর পশ্চিম পাকিস্তানের বন্দর শহর করাচীতে ভারতীয় নৌবাহিনী পরিচালিত একটি নৌ-হামলার ছদ্মনাম। করাচী বন্দরে অপারেশন ট্রাইডেন্টের প্রথম হামলার পর প্রচুর ভারতীয় নৌ-জাহাজের উপস্থিতি দেখে অন্য আরেকটি হামলা পরিকল্পনার কথা আশঙ্কা করে পাকিস্তান তাদের উপকূলবর্তী এলাকায় আকাশপথে নজরদারি জোরদার করে এবং বাণিজ্য জাহাজের সাথে যুদ্ধ জাহাজ মিশিয়ে ভারতীয় নৌবাহিনীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ১৯৭১ সালের ৮/৯ ডিসেম্বর ভারত অপারেশন পাইথন পরিচালনা করে। তারা একটি মিসাইল বোট এবং দুইটি ফ্রিগেট নিয়ে করাচী উপকূলের অদূরে নোঙর করা জাহাজগুলোকে আক্রমণ করে। ভারতের কোন ক্ষয়ক্ষতি না হলেও পাকিস্তানি ফ্লিট ট্যাংকার পিএনএস ঢাকা মেরামতের অযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কিমারি তেল সংরক্ষণাগার ধ্বংস করা হয়। এছাড়াও এই হামলায় করাচীতে নোঙর করা দুইটি বিদেশি জাহাজ ডুবে গিয়েছিল। (বাকি অংশ পড়ুন)