আলাপ:শাক (তরকারি)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাগ কি জিনিস?[সম্পাদনা]

আফতাবুজ্জামান ভাই, নিবন্ধের নাম দেখে আমি চমকে উঠেছি, সাগ? এটা কি জিনিস ভাই? নিবন্ধটি পড়ে বুঝলাম যে একটি শাক রান্না সম্পর্কিত একটি নিবন্ধ কিন্তু শাকের নাম সাগ কখন থেকে হল? ইংরেজি উইকিপিডিয়াতে এই নিবন্ধটি Saag নামে আছে, বুঝলাম যে ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করেছে হয়তো, কিন্তু নাম বাংলায় করা হলো না কেনো? বাংলায় তো এটাকে শাক বলা হয় সেহেতু এর নাম শাকই হওয়া উচিত। আর তাছাড়া শাক কি শুধু ভারতীয়রাই খায়? আশ্চর্য। এমনভাবে নিবন্ধ তৈরি করেছে যেনো এটা শুধুই ভারতীয় খাবার।(ইংরেজি, বাংলা দুই উইকিপিডিয়ার কথাই বলছি)। বাংলাদেশে কি শাক খায় না? যাই হোক,অনতিবিলম্বে এই নিবন্ধের নাম শাক-এ পরিবর্তন করার অনুরোধ জানাচ্ছি বা অনুমতি চাচ্ছি। তবে তবে এক্ষেত্রে সমস্যাগুলো বাংলা উইকিপিডিয়া পূর্বে থেকেই শাক নামে একটি নিবন্ধ রয়েছে এবং সেটি হল শাক পাতার সম্পর্কিত নিবন্ধ। এখন যেহেতু এই নিবন্ধের নাম শাক করা হবে, সেক্ষেত্রে :

১. আগে থেকেই যে নিবন্ধটির নাম শাক রয়েছে সেটির নাম বহাল রেখে এই নিবন্ধটির শাক (তরকারি) রাখা হোক

২. অথবা বর্তমানে যে নিবন্ধটির নাম শাক রয়েছে সে নিবন্ধটিকে শাক পাতা/শাকপাতা নামে স্থানান্তর করে এ নিবন্ধটির নাম শাক রাখা হোক। (এটাই সুন্দর হবে)।

তবে যেটাই করুন অতি দ্রুত এই নিবন্ধের নাম শাক রাখার ব্যবস্থা গ্রহণ করুন। ব্যাপারটি গুরুত্বের সাথে বিবেচনা করলে খুশি হব।জোবায়ের (আলাপ) ০৩:৪৩, ২৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Great Hero32: ধন্যবাদ আপনার পর্যবেক্ষণের জন্য। দুই প্রস্তাবই ভালো, তবে প্রথম প্রস্তাব অনুসারে নাম পরিবর্তন করলাম যেহেতু এই নিবন্ধ মূলত শাক দিয়ে রান্না করা পদ/তরকারি সম্পর্কিত। আফতাবুজ্জামান (আলাপ) ০৪:২৪, ২৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Great Hero32: সময় পেলে সূচনা অনুচ্ছেদ ঠিক করে দিয়েন। আমার এক নজর পড়ে মনে হল কিছু বাক্যে সমস্যা আছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৮, ২৮ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]