লাতালঁত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাতালঁত
L'Atalante
পরিচালকজঁ ভিগো
প্রযোজকজাক-লুই নুনেজ
রচয়িতাজঁ ভিগো
আলবের রিয়েরা
উৎসজঁ গুইনে
শ্রেষ্ঠাংশে
সুরকারমোরিস জোবের
চিত্রগ্রাহকবরিস কফমান
সম্পাদকলুই শাভাঁস
প্রযোজনা
কোম্পানি
আরগুই ফিল্মস
পরিবেশকগোমোঁ ফিল্ম কোম্পানি
মুক্তি
  • ২৫ এপ্রিল ১৯৩৪ (1934-04-25) (প্রাক-দর্শন)

  • ১২ সেপ্টেম্বর ১৯৩৪ (1934-09-12) (প্রারম্ভিক মুক্তি)
স্থিতিকাল৬৫ মিনিট (মূল ফরাসি)
৮৯ মিনিট (পুণঃসংস্করণ)
দেশফ্রান্স
ভাষাফরাসি
নির্মাণব্যয়₣১ মিলিয়ন

লাতালঁত (ফরাসি: L'Atalante; ফরাসি উচ্চারণ: ​[la.ta.lɑ̃t]; ল্য শালাঁ কে পাস নামেও পরিচিত) হল জঁ ভিগো রচিত ও পরিচালিত ১৯৩৪ সালের ফরাসি চলচ্চিত্র।[১] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মিশেল সিমোঁ, জঁ দাস্তে, দিতা পার্লো, ও লুই ল্যফ্যব্র।

ভিগোর পূর্ববর্তী স্বল্পদৈর্ঘ্য জেরো দ্য কঁদ্যুইত (১৯৩৩) চলচ্চিত্র মুক্তি দিতে দিয়ে বিতর্ক ও জটিলতার সম্মুখীন হওয়ার পর তিনি তার পিতা মিগেল আলমেরেইদার সহযোগী ইউজেন দিওদোনেকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে আগ্রহী হন। ভিগো ও তার প্রযোজক জাক-লুই নুনেজ চলচ্চিত্রের জন্য কোন পাণ্ডুলিপি পাচ্ছিলেন না, এমন সময় নুনেজ ভিগোকে বজরাবাসী নিয়ে রচিত জঁ গুইনের একটি অনির্মিত চিত্রনাট্য প্রদান করেন। ভিগো আলবের রিয়েরার সাথে যৌথভাবে গল্পটি পুনর্লিখন করেন এবং নুনেজ গোমঁ ফিল্ম কোম্পানির সাথে ₣১ মিলিয়ন বাজেটের একটি পরিবেশনার চুক্তি করেন। ভিগো তার জেরো দ্য কঁদ্যুইত চলচ্চিত্রের একাধিক কলাকুশলী ও অভিনয়শিল্পীদের এই চলচ্চিত্রে ব্যবহার করেন, যেমন - চিত্রগ্রাহক বরিস কফমান ও অভিনেতা জঁ দাস্তে।

লাতালঁত চলচ্চিত্রটিকে অনেক সমালোচক সর্বকালের সেরা চলচ্চিত্রের একটি হিসেবে উল্লেখ করে থাকেন।[২]

কুশীলব[সম্পাদনা]

  • মিশেল সিমোঁ - পের জুল
  • দিতা পার্লো - জুলিয়েত
  • জঁ দাস্তে - জঁ
  • গিল মার্গারিতি - পথচারী
  • লুই ল্যফ্যব্র - কেবিন বয়
  • মোরিস গিল - ওয়াটারওয়ে কোম্পানির ম্যানেজার
  • রাফায়েল দিলিজঁ - রাসপুতিন

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Complete Jean Vigo DVD Linear Notes. The Criterion Collection. 2011. p. 3.
  2. "Vigo Passion for Life"বিএফআইব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ১০ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]