চার্লি স্মিথ
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | চার্লস জেমস এডওয়ার্ড স্মিথ | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ২৫ ডিসেম্বর, ১৮৭২ গ্যামটুস রিভার, কেপ উপনিবেশ | |||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ২৭ মার্চ, ১৯৪৭ জুবার্ট পার্ক, গটেং, ট্রান্সভাল, দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | হ্যারি স্মিথ (বৈমাত্রেয় ভ্রাতা) | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৫১) | ১১ অক্টোবর ১৯০২ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ৮ নভেম্বর ১৯০২ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৬ এপ্রিল ২০২০ |
চার্লস জেমস এডওয়ার্ড স্মিথ (জন্ম: ২৫ ডিসেম্বর, ১৮৭২ - মৃত্যু: ২৭ মার্চ, ১৯৪৭) কেপ উপনিবেশের গ্যামটুস রিভার এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯০২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভাল দলের প্রতিনিধিত্ব করেন চার্লি স্মিথ। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]১৮৯৩-৯৪ মৌসুম থেকে ১৯০৪-০৫ মৌসুম পর্যন্ত চার্লি স্মিথের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৯০২ সালে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ট্রান্সভাল পঞ্চদশের সদস্যরূপে ৫৮ ও অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেছেন।
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন চার্লি স্মিথ। সবগুলো টেস্টই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন। তিন টেস্টে অংশ নিয়ে ২১.২০ গড়ে ১০৬ রান তুলেন। ব্যক্তিগত সর্বোচ্চ করেন কেপ টাউন টেস্টে ৪৫ রান। ১১ অক্টোবর, ১৯০২ তারিখে জোহেন্সবার্গে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৮ নভেম্বর, ১৯০২ তারিখে কেপ টাউনে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]চার্লি স্মিথের পিতা জেমস দুইবার বিবাহ করেন। প্রথম পত্নীর সংসারে দুই পুত্র ছিল।[১] স্ত্রীর মৃত্যুর পর তিনি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয় পত্নীর সংসারে পাঁচ সন্তান ছিল। তন্মধ্যে, হ্যারি স্মিথ ট্রান্সভালের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নিয়েছিলেন।
২৭ মার্চ, ১৯৪৭ তারিখে ৭৪ বছর বয়সে গটেংয়ের জুবার্ট পার্ক এলাকায় চার্লি স্মিথের দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Schulze, Heinrich (১৯৯৮)। "H.E. Smith: A Tale of Four Names"। The Cricket Statistician (103): 11–15। ১৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৭।
আরও দেখুন
[সম্পাদনা]- চার্লি ফিনলাসন
- হেনরি টেবরার
- কোয়াজুলু-নাটাল ক্রিকেট দল
- দক্ষিণ আফ্রিকান টেস্ট ক্রিকেটারদের তালিকা
- আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণকারী পরিবারের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে চার্লি স্মিথ (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে চার্লি স্মিথ (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)