আলাপ:পন্ধরপুর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@Jonoikobangali: শরদিন্দুদা প্রস্তাব করল এই নিবন্ধের নাম পন্ধরপুর করার। উনি বলছেন: স্থানীয় বানানে পণ্ঢরপুর .... কিন্তু বাংলা পুরানো বইতে পন্ধরপুর পাচ্ছি। wikisource:bn:পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৩৬১, wikisource:bn:পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৫৫৪। আপনার মত জানতে চাইছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৩, ৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মারাঠি বানানে "পণ্ঢরপুর"। তবে বাংলা সংবাদমাধ্যম এবং বিশ্বকোষের সূত্রে যে বানান পাওয়া যাচ্ছে, সেটি হল "পন্ধরপুর"। এমতাবস্থায় উইকিপিডিয়া নীতি অনুযায়ী "পন্ধরপুর" নাম হওয়াই উচিত। প্রথম লাইনে মারাঠি নামের বানানের বাংলা প্রতিরূপটি দিলেই চলবে। --অর্ণব দত্ত (আলাপ) ২০:৫২, ৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]