আলাপ:কানাডার ইতিহাস
আলোচনা যোগ করুনএই পাতাটি কানাডার ইতিহাস নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এই নিবন্ধটি বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এর অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। প্রতিযোগিতাটি আয়োজন করেছে উইকিমিডিয়া বাংলাদেশ ও এতে সহযোগিতা করেছে জাগো নিউজ। |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এর অংশ হিসেবে এই নিবন্ধটির মানোন্নয়ন করা হয়েছে। |
নিবন্ধ পর্যালোচনা পুনর্বিবেচনা
[সম্পাদনা]@আফতাবুজ্জামান: অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার অংশ হিসেবে এই নিবন্ধ পর্যালোচনা করার জন্য আপনাকে অভিনন্দন। লক্ষ করুন, এর ইংরেজি নিবন্ধে ২৫১ টি তথ্যসূত্র রয়েছে, কিন্তু বাংলা নিবন্ধে ১টি তথ্যসূত্রও নেই। এছাড়া ইংরেজি উইকিপিডিয়ার বেশ কিছু লিংক এখনো নিবন্ধে বিদ্যমান। তারপরেও যেহেতু আপনি নিবন্ধটি গ্রহণ করেছেন, আশা করি সমস্যাগুলি সমাধান করবেন বা নিবন্ধ গ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবেন।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৫:৩৮, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @RockyMasum: ভাই আমার মনে পড়ছিল না আমি কখন এটা পর্যালোচনা করেছি। খুঁজে দেখলাম, অন্যকেউ আমার নামে গ্রহণ করে নিয়েছেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৬, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: ভয়ংকর ব্যাপার!--মাসুম-আল-হাসান (আলাপ) ১০:১৭, ১৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)
অনুবাদ সম্পূর্ণ করুন
[সম্পাদনা]@Wasif Raiyan: অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এ অংশগ্রহণের জন্য আপনাকে অভিনন্দন। প্রতিযোগিতার শর্তানুসারে, আপনাকে নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ শেষ করতে হবে। বেশ কিছু জায়গায় অনুবাদ সম্পূর্ণ করা হয়নি এবং রচনাশৈলীও কিছু জায়গায় উন্নত করা প্রয়োজন। অনুগ্রহ করে আগামী ৩ দিনের মধ্যে এই নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করুন এবং রচনাশৈলী ঠিক করুন। কাজ শেষ হলে আবার জমা দিতে হবে না, আমি নিজেই পরবর্তিতে পর্যালোচনা করে নেব।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৮:০৯, ১৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)
সময়সীমা কি এখনো আছে? Wasif Raiyan (আলাপ) ০৮:২২, ২৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)