ব্যবহারকারী:Nokib Sarkar/উপভাষার ধারাবাহিকতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উপভাষার ধারাবাহিকতা অথবা উপভাষা শৃংখল বলতে কোনো ভৌগোলিক অঞ্চলব্যাপী এমন ভাষা বৈচিত্র‍্যকে বোঝায় যেখানে প্রতিবেশী এলাকার সঙ্গে ভাষার বৈচিত্র‍্য সামান্য কিন্তু ধীরে ধীরে দূরত্ব বাড়ার সাথে সাথে ভাষার এতটাই পরিবর্তন হয় যে তা পারস্পরিক বোধগম্য থাকে না। উদাহরণস্বরূপ, এটি ভারতের বৃহৎ অংশ (ইন্দো-আর্য ভাষাসমূহ), ইরান ও এর প্রতিবেশী যেমন আফগানিস্তান এবং তাজিকিস্তান(ফার্সি ভাষা) অথবা আরব বিশ্বের (আরবি) মধ্যে ঘটে। এছাড়াও পর্তুগাল, দক্ষিণ বেলজিয়াম (ওয়ালোনিয়া) ও দক্ষিণ ইতালি (পশ্চিমা রোমান্স ভাষা) এবং ফ্লান্ডার্সঅস্ট্রিয়ার (জার্মান উপভাষা সমূহ) মধ্যে উপভাষার ধারাবাহিকতা পরিলক্ষিত হয়। লিওনার্ড ব্লুমফিল্ড একে dialect area(উপভাষা অঞ্চল) নামকরণ করেন[১] এবং চার্লস হকেট এক্ষেত্রে L-complex পদটি ব্যবহার করেন।[২] এটি জীববিজ্ঞানের চক্র প্রজাতির অনুরূপ[৩]

উপভাষার ধারাবাহিকতা মূলত দীর্ঘস্থায়ী কৃষিজীবি জনগোষ্ঠীর মাঝে দেখা যায় কারণ তাদের বিভিন্ন উৎস থেকে আসা শব্দের উদ্ভব তরঙ্গাকারে ছড়ায়। এক্ষেত্রে বৈচিত্র‍্যের আরোহী শ্রেণীবিন্যাস করা বাস্তবিক নয়। এর পরিবর্তে উপভাষাবিদগণ একটি উপভাষার ধারাভিকতায় বিভিন্ন ভাষার বৈচিত্র‍্যের বৈশিষ্ট্য বিবেচনা করে মানচিত্রে কিছু রেখা অঙ্কন করেন। এসব রেখাকে সমভাষিক রেখা বলে যারা দুটি ভাষার মধ্যে বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে তুলনা বোঝায়।[৪]

A variety within a dialect continuum may be developed and codified as a standard language, and then serve as an authority for part of the continuum, e.g. within a particular political unit or geographical area. Since the early 20th century, the increasing dominance of nation-states and their standard languages has been steadily eliminating the nonstandard dialects that comprise dialect continua, making the boundaries ever more abrupt and well-defined.

  1. Bloomfield, Leonard (১৯৩৫)। Language। London: George Allen & Unwin। পৃষ্ঠা 51। 
  2. Hockett, Charles F. (১৯৫৮)। A Course in Modern Linguistics। New York: Macmillan। পৃষ্ঠা 324–325। 
  3. Cruse, D.A. (১৯৮৬)। Lexical Semantics। Cambridge: Cambridge University Press। পৃষ্ঠা 71। আইএসবিএন 978-0-521-27643-6 
  4. Chambers, J.K.; Trudgill, Peter (১৯৯৮)। Dialectology (2nd সংস্করণ)। Cambridge University Press। পৃষ্ঠা 13–19, 89–91। আইএসবিএন 978-0-521-59646-6