কুখ্যাত খুনী (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুখ্যাত খুনী
কুখ্যাত খুনী চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমনতাজুর রহমান আকবর
প্রযোজকমনতাজুর রহমান আকবর ও মঞ্জুরুল হাসান
চিত্রনাট্যকারমনতাজুর রহমান আকবর
কাহিনিকারআবদুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে
সুরকারশওকত আলী ইমন
চিত্রগ্রাহকলাল মোহাম্মাদ
সম্পাদকআমজাদ হোসেন
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকপ্যানারোমা মুভিজ
স্থিতিকালমিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়৯০ লাখ
আয়৩.৫০ কোটি

কুখ্যাত খুনী ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন মনতাজুর রহমান আকবর। নাম ভূমিকায় আছেন ডিপজল ছায়াছবিটি এরশাদ শিকদারের জীবনী অবলম্বনে বানানো হয়েছে।[১] যদিও পরিচালক তা স্বীকার করেননি।[২] ছবিটি গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। ৯০ লক্ষ টাকা বাজেটর ছবিটি সাড়ে ৩ কোটি টাকা আয় করে। ৭৯ টি হলে এক যোগে মুক্তি পায়।[৩] মিরপুর গাবতলিতে এই ছবির প্রিন্ট ছিনতায় হয়ে যায়, পরে নতুন করে প্রিন্ট করে দিতে হয়। ২০০০ সালের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকায় নাম উঠে আসে কুখ্যাত খুনী ছবিটির।

কাহিনি সংক্ষেপ[সম্পাদনা]

কুখ্যাত গডফাদার সহজসরল এক যুবকের বাবার দু’হাত কেটে নিয়ে যায় এবং যার প্রতিশোধ নিতে গিয়ে ঐ যুবকটি ধীরে ধীরে পরিনত হয় কুখ্যাত খুনিতে।

অভিনয়শিল্পী[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

ছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মান্নাকে স্মরণ করছে শিল্পী সমিতি"Risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মে ২০২০ 
  2. "সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ১০টি বাংলাদেশি সিনেমা • sylhetmail24.com"sylhetmail24.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-২৮। ২০১৯-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৪ 
  3. "বিনষ্ট হচ্ছে ডিপজলের ঘোষণা"bhorer-dak.com। ২০১৯-০৮-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৮