আহমেদ আলী
অ্যাডভোকেট আহমেদ আলী | |
---|---|
জন্ম | ১ মার্চ ১৯৩২[১] |
মৃত্যু | ১১ জানুয়ারি ২০২০ ঢাকা | (বয়স ৮৭)
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | রাজনীতিবিদ |
পরিচিতির কারণ | ভাষাসৈনিক ও রাজনীতিবিদ |
উল্লেখযোগ্য কর্ম | বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামীলীগ (১৯৫৩–বর্তমান) |
সন্তান | ৪ ছেলে ৫ মেয়ে |
অ্যাডভোকেট আহমেদ আলী (১ মার্চ ১৯৩২ – ১১ জানুয়ারি ২০২০)[২] বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, ভাষা সৈনিক ও ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা। তিনি পূর্বপাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে কুমিল্লা-১৬ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ ছিলেন। কুমিল্লা জেলায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী হিসেবে পরিচিত। রাজনীতি বিষয়ক তার লেখা একাধিক বই প্রকাশ হয়েছে।[৩][৪] তিনি পরবর্তীতে বাংলাদেশ গণপরিষদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
প্রারম্ভিক ও শিক্ষা জীবন
[সম্পাদনা]এড. আহমেদ আলী ১ মার্চ ১৯৩২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ে বসবাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন। তার নয় সন্তানের মধ্যে ৫ জন মেয়ে এবং ৪ জন ছেলে।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আহমেদ আলী বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ও শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে শেখ মুজিবুর রহমান উল্লেখ করেছেন, দেশের পূর্ব- দক্ষিণাঞ্চলে গেলে তিনি আহেমদের বাসায় বিশ্রাম নিতেন। বঙ্গবন্ধু সেখানে আইনজীবী ও ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভারতের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় কর্মী অতিন্দ্রমোহন রায়ের সাথে গল্প করে সময় কাটাতেন।[৫] সে থেকেই আহমেদ আলীর পারিবারিক বাসস্থান কুমিল্লা অঞ্চলের প্রাচীন রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিতি পায়।[৬] বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামী লীগের প্রথম প্রশাসক ও ১৯৫৩ সালে কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্বপাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-১৬ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) নির্বাচিত এমএলএ হন। তার এ পদটি ১৯৭১ সালে মেম্বার অব কনস্টিটিউশন এডমিনিস্ট্রেটর (এমসিএ) হিসেবে রূপান্তরিত হয়। স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে আহমেদ আলী বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ৮ ডিসেম্বর ১৯৭১ সালে কুমিল্লা জেলা পাকিস্তানি হানাদারমুক্ত হলে তিনি মুুুক্ত কুমিল্লায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। কুমিল্লা জেলা বার কাউন্সিলের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও ঢাকা বার কাউন্সিলের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন আহমেদ আলী।[১][৩][৭]
তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত ছিলেন। ত্রিপুরা জেলা ছাত্রলীগের সভাপতি ও ত্রিপুরা জেলা সর্বদলীয় রাষ্ট্রভাষা ছাত্র সংগ্রাম পরিষদের তিনি আহ্বায়ক ছিলেন। তিনি স্বাধীনতাপূর্ব পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন। তিনি কুমিল্লা জেলা আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধকালীন পূর্বাঞ্চল ইয়ুথ ক্যাম্পের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
রাজনীতি ও আইনপেশার পাশাপাশি এড. আহমেদ আলী বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি একাধারে (সদস্য, বাংলাদেশ প্রেস কাউন্সিল), (সদস্য, বোর্ড অব গভর্নর্স, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী), (জাতীয় কনসালট্যান্ট, গ্রামীণ আদালত প্রতিষ্ঠাপ্রকল্প), ( ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক, বীরচন্দ্র গণপাঠাগার, কুমিল্লা), (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কুমিল্লা অজিত গুহ কলেজ), (প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, কুমিল্লা আর্ট ইন্সটিটিউট), (চেয়ারম্যান, কুমিল্লা আইন কলেজ), (সাধারণ সম্পাদক, ত্রিপুরা জেলা ক্রীড়া সংস্থা), ( সাধারণ সম্পাদক, কুমিল্লা রোরাল মেডিকেল ইন্সটিটিউট), উক্ত প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব পালন করেছেন।
প্রকাশিত বই
[সম্পাদনা]আহমেদ বাংলাদেশের রাজনীতির ওপর বই রচনা করেছেন- উল্লেখযোগ্যগুলো হলো-
- আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিকথা
- সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন ও সাধনা
- স্বাধীনতা উত্তর আওয়ামী লীগের রাজনীতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্ব’
মৃত্যু
[সম্পাদনা]আহমেদ আলী ঢাকার অ্যাপোলো হাসপাতালে ২০২০ সালের ১১ জানুয়ারি ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৮][৯][১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "অনেক মার খেয়ে প্রতিষ্ঠিত এ দল - অ্যাডভোকেট আহমেদ আলী (সাক্ষাতকার)"। বাংলাদেশ প্রতিদিন। ২৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯।
- ↑ "চলে গেলেন ভাষাসৈনিক আহমেদ আলী"। risingbd.com। ২০২০-০১-১১। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ ক খ "ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আহমেদ আলী"। আমাদের সময়। ১০ জানুয়ারি ২০১৮। ১০ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯।
- ↑ "ভাষা সৈনিক আহমেদ আলী আর নেই"। www.dainikamadershomoy.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-১১।
- ↑ "আমার বাসায় তিন বিপ্লবী একসাথ হতেন-অ্যাডভোকেট আহমেদ আলী"। দৈনিক আমাদের কুমিল্লা। ১৫ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯।
- ↑ "অ্যাডভোকেট আহমেদ আলী"। বাংলাদেশ প্রতিদিন। ১৩ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯।
- ↑ "প্রবীণ রাজনীতিবিদ আহমেদ আলী গুরুতর অসুস্থ"। সময় টিভি। ৯ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯।
- ↑ "ভাষা সৈনিক এ্যাড. আহমেদ আলী আর নেই"। যমুনা টেলিভিশন। ১১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০।
- ↑ "ভাষাসৈনিক আহমেদ আলী আর নেই"। সময় টিভি। ১১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০।
- ↑ "ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আহমেদ আলী আর নেই"। কালের কণ্ঠ। ১১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০।
- ১৯৩২-এ জন্ম
- ২০২০-এ মৃত্যু
- বাংলাদেশী আইনজীবী
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজনীতিবিদ
- ব্রাহ্মনবাড়িয়া জেলার আইনজীবী
- ব্রাহ্মণবাড়িয়া জেলার বীর মুক্তিযোদ্ধা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলা ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী
- বাংলাদেশী পুরুষ লেখক
- বাংলাদেশে ক্যান্সারে মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যক্তি
- ২০শ শতাব্দীর পাকিস্তানি আইনজীবী
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িত ব্যক্তি
- প্রোস্টেট ক্যান্সারে মৃত্যু