ব্যবহারকারী আলাপ:A Bangladeshi Boy

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৫:৪৪, ১৮ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাগতম, আমি NahidSultan। আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি হুমায়ুন আসাদিয়ান পাতায় একটি পরীক্ষামূলক সম্পাদনা করেছেন। অভিনন্দন আপনার পরীক্ষাটি সংরক্ষিত হয়েছিল, আপনি যদি আরও পরীক্ষা নিরীক্ষা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনার পরীক্ষামূলক সম্পাদনাটি অপসারণ করা হয়েছে। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৫, ২৩ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Community Insights Survey[সম্পাদনা]

RMaung (WMF) ১৪:২২, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Reminder: Community Insights Survey[সম্পাদনা]

RMaung (WMF) ১৫:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তৃতীয় বন্ধনী অপসারণ[সম্পাদনা]

সুধী, সম্প্রতি লক্ষ্য করলাম আপনি যেসব নিবন্ধে তৃতীয় বন্ধনী দ্বারা লাল লিংক যোগ করা আছে, সেগুলো অপসারণ করতেছেন। আলাদাভাবে নিবন্ধে গিয়ে লিংক সমূহ অপসারণ করার প্রয়োজন নেই। নিবন্ধসমূহ এখনো তৈরি হয় নি ঠিক আছে কিন্তু পরবর্তীতে তৈরি হতে পারে তাই অযথা লাল চিহ্নিত লিংকগুলো থেকে ৩য় বন্ধনী অপসারণ করবেন না। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:০২, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

যদি তৃতীয় বন্ধনী রাখতেই হয় তবে অতিদ্রুত নিবন্ধটি তৈরী করুন। পর্যাপ্ত রেফারেন্সের অভাবে পারছিনা, তাই দয়া করে আমাকে এ কাজ করার উপদেশ দিয়ে বসবেন না। A Bangladeshi Boy (আলাপ) ১১:৩১, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

তৃতীয় বন্ধনী দ্বারা লাল লেখা থাকলে আপনার কি কোনো সমস্যা হচ্ছে? আর আপনি যেভাবে বলতেছেন অতিদ্রুত তৈরি করতে, মনে রাখবেন উইকিপিডিয়ার কোনো নিবন্ধই অতিদ্রুত তৈরি হয় নি, ধীরে ধীরে তা বিভিন্ন সম্পাদক কর্তৃক সম্প্রসারিত হয়ে আজকের এই উইকিপিডিয়া। তাছাড়া অযথা কেনই বা আপনাকে নিবন্ধ তৈরির উপদেশ দিতে যাবো। আপনার বার্তার দ্বারা তো ভাই, নেতিবাচক মনোভাবই প্রতিফলিত হচ্ছে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:৩৮, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

এমনভাবে বলছেন মনে হয় যেন আমি ১ ঘন্টায় কাজ শেষ হুমকি দিয়ে বসে আছি। চিরদিনের জন্য শুভ বিদায় বন্ধু। A Bangladeshi Boy (আলাপ) ১১:৫৮, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নূর ভাই, আমি উইকিপিডিয়ার সঙ্গে আছি অনেকদিন যাবত, পূর্বে যে তথ্য প্রয়োজন ছিলো, শুধু তা জানার জন্যই উইকিপিডিয়ায় আসতাম। পরিবর্তীকালে, একসময় এক নিবন্ধে দেখি যে আমি আমার প্রয়োজনীয় তথ্যটা পাচ্ছিনা৷ ওখানে লাল রঙ এর লিংক তৈরি হয়ে ছিলো, ওটায় চাপ দিলে নতুন পাতা তৈরি করুন- এমন একটি লেখা পাই, অতঃপর আমিই নতুন একটি পাতা তৈরি করে দিই এবং সেই সাথে উইকিপিডিয়ার সাথেও সংযুক্ত হয়ে যাই। এমনভাবেই অনেকেই উইকিপিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছে, হয়তো আরো হবে, নিবন্ধ তৈরি করবে৷ তাই এই লিংক/ব্র‍্যাকেটগুলো অপসারণ করবেননা, এবং রূঢ় আচরণ করবেননা। ধন্যবাদ... নাহিয়া (আলাপ) ১৭:২৩, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আসলে ঘাটতি পছন্দ করি না আর এটা এমন একটা জিনিস যা আমি না চাইলেও আমাকে প্রচন্ডরকম রাগিয়ে তোলে। আমি ধৈর্য ধরে থাকি। তাই বলে চিরকাল ধৈর্য ধরে থাকব না। আই এম রিয়েলি ভেরি সরি, মাই উইকিমেট! A Bangladeshi Boy (আলাপ) ১১:২৫, ২০ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আলেক্স একুবো, আশিল পেরেত্তি[সম্পাদনা]

সুধী, বাংলা ভাষায় লিখিত নয় এবং একটি এক লাইনের নিবন্ধ হওয়ার নিবন্ধ দুটি অপসারণ করা হয়েছে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩৯, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সুধী, আপনি সম্পাদনা করতে পারলেন না? তাহলে আরো উন্নত হতো এ নিবন্ধ দুটি। A Bangladeshi Boy (আলাপ) ১১:৫৬, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই আপনি কিছু করতে পারলেন না? A Bangladeshi Boy (আলাপ) ১১:১৮, ৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যালো! কোনো উত্তর পেলাম না যে! A Bangladeshi Boy (আলাপ) ১১:২৫, ২০ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অসম্পূর্ণ/সংক্ষিপ্ত অনুবাদ[সম্পাদনা]

প্রিয়, আপনার তৈরি/অনুবাদ করা পাতা ফির ভি না মানে...বাদতামিজ দিল পাতাটি প্রধান নামস্থানের থাকার মতো তথ্য না থাকায় আপনার উপপাতা ব্যবহারকারী:A Bangladeshi Boy/ফির ভি না মানে...বাদতামিজ দিল এ স্থানান্তর করা হলো। এখানে কয়েকটি অনুচ্ছেদ অনুবাদ করলে প্রধান নামস্থানে যুক্ত করা যাবে। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে বার্তা দিতে পারেন। --দেলোয়ার () • ১৯:২৫, ৮ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ[সম্পাদনা]

শুভেচ্ছা নিন, আমি দেখেছি আপনি অনেককে নিবন্ধ তৈরির অনুরোধ করেন। আপনিও কিন্তু চাইলে নিবন্ধ করতে পারেন। ভয় পাবেন না, সাহস করে শুরু করুন। নিজের ভাষায় লিখবেন, তাহলেই দেখবেন অনুবাদ সঠিক হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৪, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা ঠিকআছে, তবে আমি তো আমার কাজে ব্যস্ত থাকি, তাই চাইলেও করতে পারি না। যা করেছিলাম, সময়টুকু নষ্ট করে, কিন্তু এখন আর পারছিনা। তাই অনুরোধ করেছিলাম। A Bangladeshi Boy (আলাপ) ১১:২২, ২০ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

[হাফিযি শিয়া] নিবন্ধ তৈরী করেছি, কিন্তু ভালোমত কাজ শেষ করতে পারি নাই। প্লিজ সাহায্য করুন। [এখানে] দেখুন। A Bangladeshi Boy (আলাপ) ১১:২৫, ২২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, আশা করি হয়ে যাবে। পরে আরো দরকার হলে দেখে নিব। ধন্যবাদ। A Bangladeshi Boy (আলাপ) ১১:৩৯, ২২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@A Bangladeshi Boy: কোনো নিবন্ধ ইংরেজি থেকে অনুবাদ অথবা বাংলায় নতুন কোনো নিবন্ধ তৈরি করতে হলে আমায় জানাবেন। আমি চেষ্টা করবো তৈরি করতে। নাহিয়া (আলাপ) ১৬:৩৯, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় A Bangladeshi Boy,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]