বাণেশ্বর, কোচবিহার

স্থানাঙ্ক: ২৬°২৩′ উত্তর ৮৯°২৯′ পূর্ব / ২৬.৩৮৩° উত্তর ৮৯.৪৮৩° পূর্ব / 26.383; 89.483
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাণেশ্বর
জনগণনা নগর
বাণেশ্বর পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
বাণেশ্বর
বাণেশ্বর
ভারতের পশ্চিমবঙ্গে বাণেশ্বরের অবস্থান
স্থানাঙ্ক: ২৬°২৩′ উত্তর ৮৯°২৯′ পূর্ব / ২৬.৩৮৩° উত্তর ৮৯.৪৮৩° পূর্ব / 26.383; 89.483
রাষ্ট্র ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
আয়তন
 • মোট২.৩৮ বর্গকিমি (০.৯২ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৪,৮৪১
 • জনঘনত্ব২,০০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল)
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরাজী
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৭৩৬১৩৩
যানবাহন নিবন্ধনWB (ডব্লু বি)

বাণেশ্বর ভারতের পূর্বপ্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরপ্রান্তে কোচবিহার জেলার একটি জনগণনা নগর৷

বাণেশ্বর প্রধানত শিব মন্দির এবং মন্দির সংলগ্ন শিব পুকুরে থাকা স্থানীয় মোহন নামক কচ্ছপের জন্য বিখ্যাত৷ 'বাণেশ্বর' শব্দটি দুটি পৃৃৃথক শব্দ তথা 'বাণ' ও 'ঈশ্বর'-এর একত্রীকরণে উৎপন্ন৷ একদা অসুররাজ বান তার ইষ্টদেবতা শিবকে পাতালপুরীতে স্থাপিত করতে চাইলে ব্যর্থ হন ও শিবলিঙ্গটি বর্তমান স্থানে প্রতিষ্ঠা পায়৷ দেবত্র কমিটি প্রতিবছর মাঘমাসের চতুর্দশীর দিন একটি শিবমেলা উৎযাপন করেন৷

ইতিহাস[সম্পাদনা]

ভূগোল[সম্পাদনা]

বাণেশ্বরে গড় বার্ষিক বৃৃষ্টিপাত ৩২০০ মিলিমিটার৷ কোচবিহারআলিপুরদুয়ার শহরের মধ্যবর্তী ১২ এ পশ্চিমবঙ্গ রাজ্যসড়কের ওপর অবস্থিত৷ বানেশ্বর রেলওয়ে স্টেশনটি এই শহরে অবস্থিত৷

পরিবহন[সম্পাদনা]

বাণেশ্বর শহরটি জেলাসদর কোচবিহার থেকে ১২ কিলোমিটার ও পার্শ্ববর্তী আলিপুরদুয়ার জেলার সদর আলিপুরদুয়ার থেকে ১৩ কিমি দূরে অবস্থিত, যা সড়কপথের মাধ্যমে যুক্ত৷ নিকটস্থ বাণেশ্বরনতুন বাণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে শিলিগুড়ি ও কোচবিহারগামী ট্রেন সহজলভ্য৷

শিক্ষা[সম্পাদনা]

বাণেশ্বর শহরে একটি বালক ও একটি বালিকা বিদ্যালয় রয়েছে৷ বিদ্যালয় দুটি যথাক্রমে, বাণেশ্বর খাবসা উচ্চ বালক বিদ্যালয় এবং বাণেশ্বর বালিকা বিদ্যালয়৷ সারথিবালা মহাবিদ্যালয়টি এখানেই অবস্থিত৷

জনতত্ত্ব[সম্পাদনা]

২০১১ খ্রিষ্টাব্দের ভারতের জনগণনা অনুসারে বাণেশ্বর শহরের জনসংখ্যা ৪৮৪১ জন, যার মধ্যে ২৫৩৪ জন পুরুষ ও ২৩০৭ জন নারী৷ প্রতি হাজার পুরুষে ৯১০ জন নারী৷ ৬ বছর অনুর্দ্ধ ৪৪৮ জন শিশু, যা সমগ্র জনসংখ্যার ৯.২৫ %৷ ৬ বছরোর্দ্ধ জনসংখ্যার ৯৩.৫১% অর্থাৎ ৪১০৮ জন সাক্ষর৷[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]