জ্যাক হেমিংওয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্যাক হেমিংওয়ে
Jack Hemingway
Hemingway with his parents in 1926
জন্ম
জন হ্যাডলি নিকানর হেমিংওয়ে

(১৯২৩-১০-১০)১০ অক্টোবর ১৯২৩
মৃত্যুডিসেম্বর ১, ২০০০(2000-12-01) (বয়স ৭৭)
সমাধিকেচাম সেমেটারি, আইডাহো, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তাকানাডীয়-মার্কিন
নাগরিকত্বমার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনমন্টানা বিশ্ববিদ্যালয়
পেশামৎস্য শিকারী, সংরক্ষণবাদী, লেখক।
পিতা-মাতাআর্নেস্ট হেমিংওয়ে (পিতা)
হ্যাডলি রিচার্ডসন হেমিংওয়ে (মাতা)
আত্মীয়প্যাট্রিক হেমিংওয়ে
(সৎ ভাই)
গ্রেগরি হেমিংওয়ে
(সৎ ভাই)

জন হ্যাডলি নিকানর "জ্যাক" হেমিংওয়ে (ইংরেজি: John Hadley Nicanor "Jack" Hemingway; ১০ অক্টোবর ১৯২৩ - ১ ডিসেম্বর ২০০০) ছিলেন একজন কানাডীয়-মার্কিন মৎস্য শিকারী, সংরক্ষণবাদী ও লেখক। তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের জ্যেষ্ঠ পুত্র।[১] তিনি ও তার সৎমা ম্যারি ওয়েলশ মিলে ১৯২০-এর দশকে প্যারিসের জীবন নিয়ে রচিত তার পিতার স্মৃতিকথা আ মুভেবল ফিস্ট (১৯৬৪)-এর সম্পাদনা করেন, যা আর্নেস্ট হেমিংওয়ের মৃত্যুর তিন বছর পর প্রকাশিত হয়। এছাড়া তিনি দুটি আত্মজীবনী রচনা করেন, সেগুলো হল মিসঅ্যাডভেঞ্চারস অব আ ফ্লাই ফিশারম্যান: মাই লাইফ উইথ অ্যান্ড উইদাউট পাপা (১৯৮৬) এবং আ লাইফ ওয়ার্থ লিভিং: দি অ্যাডভেঞ্চারস অব আ প্যাশনেট স্পোর্টসম্যান (২০০২)।[২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

জ্যাক হেমিংওয়ে ১৯২৩ সালের ১০ই অক্টোবর কানাডার অন্টারিওর টরন্টো শহরে জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে ও তার প্রথম স্ত্রী হ্যাডলি রিচার্ডসনের একমাত্র সন্তান। প্যাট্রিকগ্রেগরি হেমিংওয়ে তার দুই সৎ ভাই। তার নামের অংশগুলো তার নামের নাম এবং বিখ্যাত ম্যাটাডর নিকানর ভিয়ালতা ই সেরেসের নাম থেকে নেওয়া হয়।[৩] গারট্রুড স্টেইন ও অ্যালিস বি. টকলাস তার ধর্মমাতা ছিলেন।[১]

যখন তিনি হামাগুড়ি দিতে শিখেন তখন তার টেডি-বিয়ারের মত আচরণের জন্য তাকে তার মাতা "বাম্বি" বলে ডাকতেন।[৪] তার শৈশব কাটে প্যারিস ও অস্ট্রীয় আল্পস পর্বতের পাদদেশে[৫] এবং এসময়ে তিনি এজরা পাউন্ড, জেমস জয়েস, ক্লার্ক গেবল, গ্যারি কুপারইংরিদ বারিমানদের সাথে সময় কাটানোর সুযোগ পান।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মার্টিন, ডগলাস (৩ ডিসেম্বর ২০০০)। "Jack Hemingway Dies at 77; Embraced Father's Legacy"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৮ 
  2. হেমিংওয়ে, জ্যাক (২০০৪)। A Life Worth Living: The Adventures of a Passionate Sportsman (ইংরেজি ভাষায়)। গ্লোব পেকোট প্রেস। পৃষ্ঠা ২৬০। আইএসবিএন 9781592283354। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৮ 
  3. ওয়ার্কম্যান, ব্রুক (১৯৮৩)। "Twenty-Nine Things I Know about Bumby Hemingway"। দি ইংলিশ জার্নাল৭২: ২৮। ডিওআই:10.2307/816722 
  4. বার্নিস, কার্ট (১৯৮৩)। The Hemingway Women: Those Who Loved Him – the Wives and Others। নিউ ইয়র্ক: ডব্লিউ ডব্লিউ নর্টন অ্যান্ড কোং। 
  5. হমবার্গার, এরিক (৪ ডিসেম্বর ২০০০)। "Obituary: Jack Hemingway"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]