গ্রেগরি হেমিংওয়ে
গ্রেগরি হেমিংওয়ে | |
---|---|
Gregory Hemingway | |
জন্ম | গ্রেগরি হ্যানকক হেমিংওয়ে ১২ নভেম্বর ১৯৩১ |
মৃত্যু | ১ অক্টোবর ২০০১ কে বিস্কাইন, ফ্লোরিড, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৬৯)
সমাধি | কেচাম সেমেটারি, কেচাম, আইডাহো |
জাতীয়তা | মার্কিন |
অন্যান্য নাম | গ্লোরিয়া, ভানেসা |
পেশা | চিকিৎসক, লেখক |
পিতা-মাতা |
|
আত্মীয় |
|
গ্রেগরি হ্যানকক হেমিংওয়ে (ইংরেজি: Gregory Hancock Hemingway; ১২ নভেম্বর ১৯৩১ - ১ অক্টোবর ২০০১) ছিলেন একজন মার্কিন চিকিৎসক ও স্মৃতিকথাকার। তিনি কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের তৃতীয় ও সর্বকনিষ্ঠ সন্তান এবং তিনি তার পিতার সাথে তার কাটানো সময় নিয়ে একটি স্মৃতিকথা রচনা করেন।[১] তিনি পরবর্তীকালে লিঙ্গ পরিবর্তন সম্পর্কিত সমস্যায় ভুগেন এবং নিজেকে গ্লোরিয়া হেমিংওয়ে হিসেবে পরিচয় দিতেন।
জীবনী
[সম্পাদনা]গ্রেগরি হেমিংওয়ে ১৯৩১ সালের ১২ই নভেম্বর মিজুরির কানসাস সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে ও তার দ্বিতীয় স্ত্রী পলিন ফাইফারের দ্বিতীয় সন্তান। বাল্যকালে তাকে জিজি বা গিগ নামে ডাকা হত।[২] যৌবনে তিনি তাকে গ্রেগ নামে ডাকতে পছন্দ করতেন। তিনি কানেটিকাটের ক্যাথলিক প্রাক-প্রাথমিক স্কুল ক্যান্টারবারি স্কুলে পড়াশোনা করেন এবং ১৯৪৯ সালে সেখান থেকে পাস করেন।[৩] তিনি অ্যানাপোলিসের সেন্ট জন্স কলেজ থেকে এক বছর পর ঝরে পড়েন এবং ১৯৫১ সালে ক্যালিফোর্নিয়া যাওয়ার পূর্বে তিনি কিছু সময় এয়ারক্রাফট মেকানিক হিসেবে কাজ করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ রবিনসন, জশুয়া (৭ অক্টোবর ২০০৮)। "Memories of Hemingway's Ball Field"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৮।
- ↑ ভ্যালেরি হেমিংওয়ে ২০০৪, পৃ. ১১৯, ১৬৭।
- ↑ Lou Mandler, "The Hemingways at Canterbury," The Hemingway Review, March 22, 2010।
- ↑ হোয়ার, ফিলিপ (১০ অক্টোবর ২০০১)। "Gregory Hemingway"। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৮।