বিষয়বস্তুতে চলুন

হ্যাডলি রিচার্ডসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হ্যাডলি রিচার্ডসন
Hadley Richardson
স্বামী আর্নেস্ট ও পুত্র জ্যাকের সাথে হ্যাডলি, অস্ট্রিয়া, ১৯২৬
জন্ম
এলিজাবেথ হ্যাডলি রিচার্ডসন

(১৮৯১-১১-০৯)৯ নভেম্বর ১৮৯১
মৃত্যু২২ জানুয়ারি ১৯৭৯(1979-01-22) (বয়স ৮৭)
লেকল্যান্ড, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিশকোরুয়া সেমেটারি, ট্যামওয়ার্থ, নিউ হ্যামশায়ার
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনব্রায়ান মাউর
পেশাপিয়ানোবাদক
দাম্পত্য সঙ্গীআর্নেস্ট হেমিংওয়ে
(বি. ১৯২১; বিচ্ছেদ. ১৯২৭)

পল মোরার
(বি. ১৯৩৩; মৃ. ১৯৭১)
সন্তানজ্যাক হেমিংওয়ে

এলিজাবেথ হ্যাডলি রিচার্ডসন (ইংরেজি: Elizabeth Hadley Richardson; ৯ নভেম্বর ১৮৯১ - ২২ জানুয়ারি ১৯৭৯) ছিলেন মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের প্রথম স্ত্রী। তারা ১৯২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বিয়ের কয়েক মাসের মধ্যে প্যারিসে চলে যান। প্যারিসে হেমিংওয়ে সাহিত্য জীবন শুরু করেন এবং তার মাধ্যমে হ্যাডলি অন্যান্য প্রবাসী ব্রিটিশ ও মার্কিন লেখকদের সাথে পরিচিত হন।

১৯২৫ সালে হ্যাডলি জানতে পারেন যে হেমিংওয়ে পলিন ফাইফারের সাথে সম্পর্কে যুক্ত হন। ফাইফার হ্যাডলির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং হেমিংওয়ের সাথে বসবাস করতেন এবং একসাথে সফর করতেন। এই সম্পর্কের কথা জানার পর হ্যাডলি হেমিংওয়েকে বলেন তিনি তাকে তালাক দিবেন যদি তিনি ও ফাইফার ১০০ দিনের জন্য আলাদা থাকেন।[] ১৯২৭ সালে তিনি তাকে তালাক দেন। ১৯৩৩ সালে হ্যাডলি দ্বিতীয় বিয়ে করেন। তিনি সাংবাদিক পল মোরারকে বিয়ে করেন, যার সাথে তার প্যারিসে দেখা হয়েছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Biography, The History Channel. "Hemingway: Wrestling with Life." 1998.

বহিঃসংযোগ

[সম্পাদনা]