বিষয়বস্তুতে চলুন

আলাপ:বাঙালি বিবাহ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ৬ বছর পূর্বে "নাম ও বিষয়ের অসামঞ্জস্য" অনুচ্ছেদে

নাম ও বিষয়ের অসামঞ্জস্য

[সম্পাদনা]

এই নিবন্ধটির নাম "বাঙালি বিবাহ" হলেও, ইংরেজি উইকিপিডিয়ার সূত্রটি বাঙালি মুসলিম বিবাহের। ইংরেজিতে বাঙালি হিন্দু ও বাঙালি মুসলিম বিবাহের উপর আলাদা নিবন্ধ আছে। সংযোগসূত্রটি সংশোধনের প্রস্তাব রাখছি।--Jonoikobangali (আলাপ) ০৮:১৩, ১২ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Jonoikobangali: ইংরেজি উইকিতে সম্প্রতি আলোচনা ছাড়াই নাম পরিবর্তন হয়েছে দেখছি। সে যাই হোক, আমার মতে এই রকম করা যেতে পারে: বাঙালি বিবাহ পাতাটি মূল পাতা হিসেবে রেখে বাঙালি মুসলিম বিবাহবাঙালি হিন্দু বিবাহ নামে দুটি পাতা তৈরি করা যেতে পারে। বাঙালি বিবাহ পাতায় মুসলিম ও হিন্দু দুই ধর্মের আচার-নীতি নিয়ে সংক্ষিপ্ত আকারে লেখা থাকবে ও বিস্তারিত জানার জন্য বাঙালি মুসলিম বিবাহবাঙালি হিন্দু বিবাহ পাতার লিঙ্ক দেয়া থাকবে। --আফতাব (আলাপ) ১৮:১৫, ১৭ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
আমি আপনার প্রস্তাবটিকে সমর্থন জানাচ্ছি।--Jonoikobangali (আলাপ) ১৮:২৭, ১৭ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন