জোসেফ ফাইঞ্জ
জোসেফ ফাইঞ্জ | |
---|---|
Joseph Fiennes | |
জন্ম | জোসেফ আলবেরিক টোইস্লেটন-ওয়িকহ্যাম-ফাইঞ্জ ২৭ মে ১৯৭০ সালিসবারি, উইল্টশায়ার, ইংল্যান্ড |
জাতীয়তা | ইংরেজ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মারিয়া দোলোরেস দিয়েগেজ (বি. ২০০৯) |
সন্তান | ২ |
পিতা-মাতা |
|
আত্মীয় |
|
জোসেফ আলবেরিক টোইস্লেটন-ওয়িকহ্যাম-ফাইঞ্জ[১] (ইংরেজি: Joseph Alberic Twisleton-Wykeham-Fiennes, /faɪnz/; জন্ম: ২৭শে মে ১৯৭০) হলেন একজন ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। তিনি শেকসপিয়ার ইন লাভ (১৯৯৮) চলচ্চিত্রে উইলিয়াম শেকসপিয়র চরিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ। এই চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি এলিজাবেথ (১৯৯৮)-এ স্যার রবার্ট ডুডলি, এনিমি অ্যাট দ্য গেটস (২০০১)-এ কমিসার দানিলভ, এবং আমেরিকান হরর স্টোরি (২০১২-২০১৩) টিভি ধারাবাহিকের দ্বিতীয় মৌসুমে মঁসিয়ে টিমোথি হাওয়ার্ড ভূমিকায় অভিনয় করেন। ২০১৭ সাল থেকে তিনি দ্য হ্যান্ডমেইড্স টেল টিভি ধারাবাহিকে কাজ করছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ফাইঞ্জ ১৯৭০ সালের ২৭শে মে ইংল্যান্ডের উইল্টশায়ারের সালিসবারিতে জন্মগ্রহণ করেন। তার পিতা মার্ক ফাইঞ্জ (১৯৩৩-২০০৪) ছিলেন একজন কৃষক ও আলোকচিত্রী এবং মাতা জেনিফার ল্যাশ (১৯৩৮-১৯৯৩) ছিলেন একজন লেখিকা।[২] তিনি ইংরেজ, আইরিশ ও স্কটিশ বংশোদ্ভূত। তার বংশনাম ফাইঞ্জ এসেছে ফরাসি গ্রাম পাস-দ্য-কালাই থেকে। তার পিতামহ স্যার মরিস ফাইঞ্জ (১৯০৭-১৯৯৪) ছিলেন একজন শিল্পপতি এবং তার মাতামহ হেনরি আলিয়ন ল্যাশ ছিলেন ব্রিটিশ ব্রিগেডিয়ার।
ফাইঞ্জের ভাইবোনেরা হলেন অভিনেতা রেফ ফাইঞ্জ, পরিচালক মার্থা ফাইঞ্জ, সুরকার ম্যাগনাস ফাইঞ্জ, চলচ্চিত্র পরিচালক সোফি ফাইঞ্জ[৩] এবং পরিবেশ সংরক্ষণবাদী ও জোসেফের জমজ জ্যাকব ফাইঞ্জ। তার ভাগ্নে হিরো ফাইঞ্জ-টিফিন একজন অভিনেতা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Entry Information - FIENNES, Joseph Alberic T.W. LASH"। ফ্রিবিএমডি। ONS। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- ↑ "It's Raiph actually"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। ১৪ নভেম্বর ১৯৯৯। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- ↑ "Ralph Fiennes Biography (1962-)"। ফিল্ম রেফারেন্স। Advameg, Inc.। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৭০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর ইংরেজ অভিনেতা
- ২১শ শতাব্দীর ইংরেজ অভিনেতা
- আইরিশ বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- স্কটিশ বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- ইংরেজ কণ্ঠাভিনেতা
- ইংরেজ চলচ্চিত্র অভিনেতা
- ইংরেজ বেতার অভিনেতা
- ইংরেজ মঞ্চ অভিনেতা
- ইংরেজ শেকসপিয়ারীয় অভিনেতা
- ফাইঞ্জ পরিবার
- রয়্যাল শেকসপিয়ার কোম্পানির সদস্য
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজ প্রবাসী
- ইংরেজ টেলিভিশন অভিনেতা