র্যাচেল ম্যাকঅ্যাডাম্স
র্যাচেল ম্যাকঅ্যাডাম্স | |
---|---|
![]() ২০১২ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এমসিআদমস | |
জন্ম | রাহেল অ্যান এমসিআদমস ১৭ নভেম্বর ১৯৭৮ |
জাতীয়তা | কানাডিয়ান |
মাতৃশিক্ষায়তন | ইয়র্ক ইউনিভার্সিটি |
পেশা |
|
কর্মজীবন | ২০০১-বর্তমান |
পুরস্কার | সম্পূর্ণ তালিকা |
র্যাচেল ম্যাকঅ্যাডাম্স (জন্মঃ ১৭ই নভেম্বর, ১৯৭৮) একজন কানাডিয়ান অভিনেত্রী। ইয়র্ক বিশ্ববিদ্যালয় হতে ২০০১ সালে থিয়েটার প্রোগামের উপর ৪ বছরের ডিগ্রি নেওয়ার পর প্রাথমিকভাবে তিনি কানাডিয়ান টেলিভিশন এবং ফিল্ম প্রোডাকশনে কাজ শুরু করেন। তিনি কমেডি সিনেমা দ্য হট চিক হলিউড চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।[১] ২০০৪ সালে তিনি "মিন গার্লস" এবং "দ্য নোটবুক" চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন।[২] [৩]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
র্যাচেল ম্যাকঅ্যাডাম্স কানাডার লন্ডন শহরে জন্মগ্রহণ করেন। তার মা সান্দ্রা কি একজন নার্স এবং পিতা ফ্রেডরিক একজন অবসরপ্রাপ্ত ট্রাকের চালক ছিলেন।
পেশা[সম্পাদনা]
পুরস্কার এবং মনোনয়ন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Singer, Sally (জানুয়ারি ২০১০), "The Notebook, Part Two", Vogue (8449), পৃষ্ঠা 90
- ↑ Wloszczyna, Susan (জুন ২৪, ২০০৪)। "Hot off 'The Notebook'"। USA Today। সংগ্রহের তারিখ জুন ১২, ২০১১।
- ↑ "Rachel McAdams"। People। মার্চ ১০, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১১, ২০১১।