নিক রবিনসন (মার্কিন অভিনেতা)
অবয়ব
নিক রবিনসন | |
---|---|
![]() ২০১৮ সালে লাভ, সাইমন প্রচারের সময় রবিনসন | |
জন্ম | নিকোলাস জন রবিনসন ২২ মার্চ ১৯৯৫ সিয়াটল, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৭–বর্তমান |
নিকোলাস জন রবিনসন (জন্ম ২২ মার্চ, ১৯৯৫) একজন আমেরিকান অভিনেতা।[১] ২০০৮ সালে তিনি শিশুশিল্পী হিসেবে এ ক্রিসমাস ক্যারল এবং ম্যামের মঞ্চ প্রযোজনায় অংশগ্রহণ করেন। এরপরে তিনি টেলিভিশন সিটকমে মেলিসা অ্যান্ড জোয়ি (২০১০-২০১৫)-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।
অ্যাডভেঞ্চার ফিল্ম জুরাসিক ওয়ার্ল্ড (২০১৫) এ রবিনসন একটি সহায়ক চরিত্রে অভিনয় করেন এবং দ্য কিংস অফ সামার (২০১৩), দ্য ফিফথ ওয়েভ (২০১৬), এভরিথিং, এভরিথিং (২০১৭), লাভ, সাইমন (২০১৮) সহ বেশ কয়েকটি কিশোর নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন।[১] এরপর থেকে তিনি মিনি সিরিজ নাটক এ টিচার (২০২০)[২] এবং মেইড (২০২১)[৩] এ অভিনয় শুরু করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Nick Robinson - Biography"। IMDb (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-০৫।
- ↑ "Nick Robinson cast alongside Kate Mara in 'A Teacher'"। Business Standard (ইংরেজি ভাষায়)।
- ↑ Radish, Christina (২০২১-১০-০৭)। "Nick Robinson on 'Maid,' Understanding His Character's Toxic Behavior, and Playing Such a Well Written Character"। Collider (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-০৫।