আলাপ:প্রেম জিহাদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রচনাশৈল প্রসঙ্গে[সম্পাদনা]

@MD Abu Siyam: উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ তে অংশ গ্রহণের জন্য আপনাকে অভিনন্দন। নিবন্ধটির অনুবাদ এবং রচনাশৈলীতে যান্ত্রিকতা পরিলক্ষিত হচ্ছে। তাই প্রতিযোগিতায় গৃহীত হওয়ার জন্য অনুগ্রহপূর্বক নিবন্ধটির রচনাশৈল পরিবর্তন করুন। হালনাগাদ করার পর আপনাকে নতুন করে আর জমা দিতে হবে না, আমরা পুনরায় নিবন্ধটি পর্যালোচনা করবো। ধন্যবাদ। --আবু সাঈদ (আলাপ) ১৭:৩৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@এম আবু সাঈদ: আমি নিবন্ধটির রচনাশৈলীর পরিবর্তন করেছি।তাই পুনরায় বিবেচনা করার অনুরোধ রইল। --MD Abu Siyam (আলাপ) ১১:১২, ১০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@MD Abu Siyam: প্রিয় সুধী। নিবন্ধটি প্রতিযোগিতা চলাকালীন সময়ের মধ্যেই পর্যালোচনা করা হবে। নিবন্ধটিতে অনেক জায়গায় রচনাশৈলী এবং তথ্যসূত্র সংযোজন প্রয়োজন। এগুলো হালনাগাদ করে নিবন্ধটি প্রতিযোগিতায় গৃহীত হিসেবে চিহ্নিত করা হবে। আপনিও এতে আমাদের সাহায্য করুন। ধন্যবাদান্তে --আবু সাঈদ (আলাপ) ১৪:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@এম আবু সাঈদ:ধন্যবাদ।যেহেতু এটি আমার একটি নিবন্ধ তাই আমি অবশ্যই হালনাগাদে সাহায্য করব।কিন্তু যেহেতু নিবন্ধটির সমস্যা এর রচনাশৈলীতে তাই আপনার সাহায্যও কামনা করছি।---MD Abu Siyam (আলাপ) ১৫:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় @MD Abu Siyam: আপনার নিবন্ধটি রচনাশৈলী পরিবর্তন ও তথ্যসূত্র হালনাগাদপূর্বক পর্যালোচনা করা সমাপ্ত হয়েছে। তবে আপনি মূল অনুসন্ধান অনুচ্ছেদের ৬নং প্যারা বাদ দিয়ে গেছেন (ভুল করে হয়ত)। প্যারাটি অনুবাদ করে দিলেই পর্যালোচনা করে আমরা নিবন্ধটিকে প্রতিযোগিতার জন্য গৃহীত করে নেব। ধন্যবাদান্তে --আবু সাঈদ (আলাপ) ০৬:০৫, ৬ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@এম আবু সাঈদ: ধন্যবাদ। আমি উক্ত প্যারা শেষ করেছি। যদিও ৬ষ্ঠ প্যারাটি মূলত ৫ম ও ৭ম প্যারার অনুরূপ। তাই আপনাকে পুনরায় পর্যালোচনার অনুরোধ রইল -- MD Abu Siyam (আলাপ) ১৬:০০, ৬ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনাকে। উক্ত অংশে (৫ম ও ৭ম প্যারার অনুরূপ) কপি এডিটিং ছিল, যা বাদ দেয়া হয়েছে।--আবু সাঈদ (আলাপ) ১৬:৪৮, ৬ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]