বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ফাইল স্থানান্তরকারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফাইল স্থানান্তরকারী[সম্পাদনা]

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

Ahmed Reza Khan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি বাংলা উইকিপিডিয়ায় ১১০+ চিত্র আপলোড করেছি। যদিও বাংলা উইকিপিডিয়ায় চিত্র পুনঃনামকরণের প্রয়োজন তেমন পড়ে না, তাও অনেকসময় বিভিন্ন ভুল নামের চিত্র চোখে পড়ে; যেগুলো নামান্তরের প্রয়োজন। বাংলা উইকিপিডিয়ার বর্তমান ২৩ জন ফাইল স্থানান্তরকারীদের মধ্যে বেশিরভাগই এখন উইকিতে সক্রিয় নন। যে কয়জন সক্রিয় আছেন, তারা ফাইল স্থানান্তরে সক্রিয় নন। আমি আজ পর্যন্ত ৯-১০ বার অন্যের ভুল নামের চিত্র স্থানান্তরের অনুরোধ করেছিলাম, প্রত্যেকবার কোনো প্রশাসক স্থানান্তর করে দিয়েছেন। আমি সবসময় উইকিপিডিয়ায় সক্রিয় আছি, প্রয়োজনীয় ক্ষেত্রে ভুল সংশোধনে এবং আপলোডকারীর অনুরোধে যত দ্রুত সম্ভব ফাইল স্থানান্তরের চেষ্টা করবো। আমি উইকিপিডিয়া:ফাইল স্থানান্তরকারী পাতাটি ভালোভাবে পড়েছি। কোন কোন ক্ষেত্রে ফাইল স্থানান্তর করতে হবে, তা সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান রয়েছে। আমি আজ পর্যন্ত যে যে অধিকার নিয়েছি, সব অধিকার সংক্রান্ত কাজ নিয়মিত সক্রিয়ভাবে করে যাচ্ছি। এই অধিকারটিও সঠিক জায়গায় ব্যবহার করবো। Ahmed Reza Khan (আলাপ) ১৩:৩৬, ১০ জুলাই ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আরেকটি কথা, আমার শুরুর দিকে আপলোড করা কয়েকটি চিত্রের নাম আমার তেমন পছন্দ নয়, ভেবেছিলাম নামান্তরের অনুরোধ করবো। তবে যেহেতু বর্তমান নাম অসামঞ্জস্যপূর্ণ নয়, তাই অকারণে উইকিপিডিয়ায় ফাইল স্থানান্তরের কাজ বেড়ে যাবে ভেবে আর নামান্তরের অনুরোধ করিনি। ভেবেছিলাম নিজে কোনোদিন 'ফাইল স্থানান্তরকারী' হলে সেগুলো আরও উপযুক্ত নামে স্থানান্তর করবো। সাধারণত আমি সবসময় চেষ্টা করি চিত্র আপলোডের সময় কোনো ভুল না করতে। তবে ভবিষ্যতে যদি কখনো অখেয়ালে ভুল নামে চিত্র আপলোড করে ফেলি, তখনও এই অধিকারটি আমার কাজে আসবে। Ahmed Reza Khan (আলাপ) ১৩:৩৮, ১০ জুলাই ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]