নেজামপুর ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৪নং নেজামপুর ইউনিয়ন
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচাঁপাইনবাবগঞ্জ জেলা
উপজেলানাচোল উপজেলা
সরকার
 • ধরনইউনিয়ন পরিষদ
জনসংখ্যা (২০১১)
 • মোট৩১,৭৮০
সময় অঞ্চলবাংলাদেশ মান সময় (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৩১০
ওয়েবসাইটনেজামপুর তথ্য বাতায়ন

নেজামপুর ইউনিয়ন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।[১]

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় অবস্থিত। এর আয়তন ৪৬.৮৩ বর্গ কি.মি.।

প্রশাসনিক ব্যবস্থা[সম্পাদনা]

এখানকার গ্রামের সংখ্যা ৫৭ টি এবং মৌজার সংখ্যা ৫৫ টি।

জনসংখ্যা উপাত্ত[সম্পাদনা]

এখানকার লোকসংখ্যা ৩১,৭৮০ জন (প্রায়)।[২]

শিক্ষা[সম্পাদনা]

এই ইউনিয়নের মোট শিক্ষার হার – ৪৭%।[৩] এই ইউনিয়নে রয়েছেঃ

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৯টি,
  • বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় - ১৩টি,
  • উচ্চ বিদ্যালয় - ১১টি,
  • কলেজ - ০২টি ও
  • মাদ্রাসা- ০৫টি।

বিখ্যাত স্থান ও স্থাপনা[সম্পাদনা]

  • স্বপ্নপল্লী (দোগাছী)

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে ৪নং নেজামপুর ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. ২০১১ সালের আদম শুমারি
  3. ২০১০ এর শিক্ষাজরীপ অনুযায়ী

বহিঃসংযোগ[সম্পাদনা]