কানসাট ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°৪১′ উত্তর ৮৮°১০′ পূর্ব / ২৪.৬৮৩° উত্তর ৮৮.১৬৭° পূর্ব / 24.683; 88.167
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কানসাট ইউনিয়ন
ইউনিয়ন
কানসাট ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
কানসাট ইউনিয়ন
কানসাট ইউনিয়ন
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪১′ উত্তর ৮৮°১০′ পূর্ব / ২৪.৬৮৩° উত্তর ৮৮.১৬৭° পূর্ব / 24.683; 88.167
দেশ বাংলাদেশ
বিভাগরাজশাহী
জেলাচাঁপাইনবাবগঞ্জ
উপজেলাশিবগঞ্জ
আয়তন
 • মোট৮.৬৬৪ বর্গকিমি (৩.৩৪৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৪,১৯৪
 • জনঘনত্ব৩,৯০০/বর্গকিমি (১০,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+০৬:০০)
পোস্ট কোড৬৩৪১
ওয়েবসাইটkansatup.chapainawabganj.gov.bd

কানসাট বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।

ইতিহাস[সম্পাদনা]

১৯২৮ সালে কানসাটকে ইউনিয়ন পরিষদে রূপান্তর করা হয়।[১]

জনসংখ্যা[সম্পাদনা]

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী রিপোর্ট অনুযায়ী কানসাট ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৩৪,১৯৪ জন। কানসাট ইউনিয়নের শিক্ষার হার প্রায় ৬১.৫%।[২]

প্রশাসন[সম্পাদনা]

২০টি গ্রাম নিয়ে কানসাট ইউনিয়ন গঠিত। কানসাট ইউনিয়ন মোট ১৬টি ওয়ার্ডে বিভক্ত।

কানসাট ইউনিয়নের গ্রামগুলো হলো:

  1. কানসাট
  2. বিশ্বনাথপুর
  3. শিবনগর
  4. পুকুরিয়া
  5. শিবনারায়ণপুর
  6. শিবনগর জায়গীরগ্রাম
  7. মোহনবাগ
  8. কলকলিয়া
  9. গোবিনপুর
  10. কানসাট বহলাবাড়ি
  11. বালুচর
  12. সাহানবান্ধা
  13. শিবনগর মুন্নাপাড়া
  14. রাঘবপুর
  15. সেলিমাবাদ
  16. হরিপুর
  17. শিবনগর কাইঠাপাড়
  18. চলহরিপুর
  19. পেরকানসাট
  20. বাঘদুর্গাপুর

শিক্ষাব্যবস্থা[সম্পাদনা]

কানসাট ইউনিয়নে দুইটি কলেজ, দুইটি মাধ্যমিক বিদ্যালয়, দুইটি মাদ্রাসা ও ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

যাতায়াত[সম্পাদনা]

কানসাট ইউনিয়নের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে বাস, রিকশা, সাইকেল, মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিকশা। এই ইউনিয়নের সাথে কোনো রেলসংযোগ নেই।

তথ্যসূত্র[সম্পাদনা]