বিষয়বস্তুতে চলুন

আলাপ:কেপলার-১১বি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Moheen কর্তৃক ১৬ দিন আগে "প্রধান পাতার সূচনাংশ" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা

[সম্পাদনা]
এই পর্যালোচনাটি আলাপ:কেপলার-১১বি/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Moheen (আলাপ · অবদান) ১৪:৩২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

নিবন্ধটি সুলিখিত এবং নির্ভরযোগ্য তথ্যসূত্র দ্বারা যাচাইযোগ্য। তাই নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে  উত্তীর্ণ করা হল। ~মহীন (আলাপ) ১৪:৩৩, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার সূচনাংশ

[সম্পাদনা]
নেপচুন এবং পৃথিবীর সাথে কেপলার-১১বি (ধূসর)-এর আকৃতির তুলনা।

কেপলার-১১বি একটি বহির্গ্রহ যা কেপলার মহাকাশযা কর্তৃক আবিষ্কৃত এবং এর অবস্থান কেপলার-১১ তারার নিকটবর্তী, যা ছিল পৃথিবী সাদৃশ গ্রহ খোঁজার উদ্দেশ্যে নাসা কর্তৃক পরিচালিত একটি অভিযান। কেপলার-১১বি পৃথিবীর চেয়ে তিন গুন বেশি ভরবিশিষ্ট ও আকারে দ্বিগুণ বড়। কিন্তু এর নিম্ন ঘনত্বের (≤ ৩ গ্রাম/সেমি) কারণে এর গঠন পৃথিবীর মতো নয়। কেপলার-১১বি, কেপলার-১১ ব্যবস্থারর ছয়টি গ্রহের মধ্যে সবচেয়ে উত্তপ্ত, এবং এর কক্ষপথ অন্য গ্রহগুলোর তুলনায় সবচেয়ে নিকটে অবস্থানরত। কেপলার-১১বি আরও ছয়টি গ্রহ সহ, প্রথম আবিষ্কৃত গ্রহমণ্ডল, যার তিনের অধিক পরিক্রমণকারী গ্রহ রয়েছে—আবিষ্কৃত সবচেয়ে ঘন সন্নিবেশিত মন্ডল। গ্রহমণ্ডলটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে সমতল মন্ডল আবিষ্কার পরবর্তী গবেষণার পর, গ্রহটি আরও পাঁচটি ভগ্নী গ্রহ সহ ২০১১ সালের ২ ফেব্রুয়ারি ঘোষণা দেয়া হয়। এটি আমাদের সৌরজগৎ থেকে সিগনাস তারামন্ডলে অবস্থিত। কেপলার-১১বি নামের দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি এর পরিক্রমনকারী তারা কেপলার-১১ থেকে নেয়া হয়েছে। কেপলার-১১বি অন্য সব গ্রহের সাথে একত্রে আবিষ্কার হওয়ার কারণে, কেপলার-১১বি-এর নামের পরে বি যুক্ত করা হয়েছে, কারণ আবিষ্কৃত ছয়টি গ্রহের মধ্যে এটিই ছিল সবচেয়ে অন্তর্বর্তী। (বাকি অংশ পড়ুন...)


উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৯২ প্রধান পাতায় দেয়ার জন্য উপরের অংশটুকু তৈরি করা হয়েছে। ~মহীন (আলাপ) ১৪:৪২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন