আলাপ:মঈন আলী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

নিবন্ধটির শিরোনাম মইন আলী নামে তৈরী করেছিলাম। তবে আমার মনে হয় যে, ee=ঈ, সুতরাং মঈন আলী হওয়া উচিৎ। সুব্রত দাদা এবং আফতাব ভাই এর দৃষ্টি আকর্ষণ করছি।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১১:৫৮, ৩১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নিঃসন্দেহে! একাত্মতা পোষণ করছি। পাশাপাশি মইন খানকে মঈন খান রাখা যেতে পারে। তবে, নিবন্ধ রচনাকালীন যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। কেননা, এর সাথে টেমপ্লেট, অন্য নিবন্ধের সংযোগ সর্বোপরি বাংলা উইকির গ্রহণযোগ্যতা জড়িয়ে রয়েছে। ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৬:০৪, ৩১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Masum Ibn Musa এবং Suvray: - মঈন আলী নামে স্থানান্তর  করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:৪২, ১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]