আলাপ:মহম্মদ আতাউল গণি ওসমানী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

এই পাতার নাম কেন ?[সম্পাদনা]

এই পাতার নাম কেন মহম্মদ আতাউল গণি ওসমানী হল, কেন মুহাম্মদ আতাউল গণি ওসমানী হল না? আমার জিজ্ঞাসা রইল। — কুউপুলক (আলাপ) ০২:০৭, ২৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@কুউ পুলক:এই পাতার নাম মুহাম্মদ আতাউল গণি ওসমানী-ই হবে, বর্তমান নাম মহম্মদ আতাউল গণি ওসমানী সম্ভবত ভুলে হয়েছে। আমি উনার নাম মুহাম্মদ লিখতে দেখেছি। আপনি মুহাম্মদ আতাউল গণি ওসমানী নামে স্থানান্তর করতে পারেন। ধন্যবাদ SHEKH (আলাপন) ০০:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের নাম:[সম্পাদনা]

এই নিবন্ধের নাম ভুল। দয়া করে সঠিক নাম স্থাপন করুন। মোহাম্মদ আতাউল গণি ওসমানী লিখুন। Mahbubslt (আলাপ) ১৫:০৬, ১৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটির নাম স্থানান্তর করেছিলাম সঠিক নামে। আফতাবুজ্জামান ভাই এসে সম্পাদনা বাতিল করে ফেলেছেন। অথচ এই নিবন্ধের ভিতরে নিবন্ধের ভুল নাম সংশোধনের জন্য দুইটি আলোচনা তৈরি করা হয়েছে। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত আলোচনার সমাধান হয়নি। বাংলা উইকিপিডিয়ার মোড়ল ভাইয়েরা আলোচনাগুলোতে অংশ নেন না। এখন পর্যন্ত আলোচনায় যারা যোগ দিয়েছে তাদের সবার মত নিবন্ধের নামটি ভুল। এখন আপনারা এই নামটির অনুমোদন দিয়েছেন কোন তথ্যসূত্রের উপর নির্ভর করে? আবার আমার সম্পাদনা বাতিল করেছেন কোন তথ্যসূত্রের উপর নির্ভর করে? আপনারা তো শুধুমাত্র গ্রহণযোগ্যতার দোহাই দিয়ে থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনারা গ্রহণযোগ্যতা তথা নির্ভরতা বিরোধী। Mahbubslt (আলাপ) ১৫:৪৮, ১৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mahbubslt, ধন্যবাদ আপনার আলোচনার জন্য। জেনারেল ওসমানী নিজে তার নামের বানান "মুহম্মদ" "মহম্মদ" লিখতেন।[১] এই নিবন্ধের নাম মহম্মদ আতাউল গনী ওসমানী হওয়া উচিত। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৫, ১৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mahbubslt, কোন তথ্যসূত্রের উপর নির্ভর করে আমি আপনার সম্পাদনা বাতিল করেছি তা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। তবে তার সাথে "বাংলা উইকিপিডিয়ার মোড়ল ভাইয়েরা আলোচনাগুলোতে অংশ নেন না" জাতীয় কথাবার্তা গ্রহণযোগ্য নয়। দয়া করে আচরণে সংযত হোন। ইতিপূর্বে এই বিষয়ে ব্যবহারকারী_আলাপ:আফতাবুজ্জামান/সংগ্রহশালা_৯#একটা_প্রশ্ন_ছিল-এ আলোচনা হয়েছিল। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৫, ১৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: "...নামের বানান "মুহম্মদ" লিখতেন।" আপনি কি "মহম্মদ" লিখতে গিয়ে ভুলক্রমে মুহম্মদ লিখেছেন? পরের বাক্যেই আপনি মহম্মদ লিখেছেন, তাছাড়া স্বাক্ষরে আমি "মহম্মদ" দেখতে পাচ্ছি।
আর, তিনি নিজে যেহেতু "মহম্মদ আতাউল গনী ওসমানী" লিখতেন, তাই আর কোনও আলোচনা ছাড়াই মহম্মদ আতাউল গনী ওসমানী করা প্রয়োজন। ≈ MS Sakib  «আলাপ» ১৫:৪৮, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib: হ্যাঁ, আমি "মহম্মদ" বুঝাতে চেয়েছি ( ু ছাড়া)। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩২, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ভুল তথ্য[সম্পাদনা]

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এম এ জি ওসমানী তো প্রধান সেনাপতি ছিলেন নাদিয়া আফরোজ নেহা (আলাপ) ০৫:৫৮, ৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]