উইকিপিডিয়া:উইকিপ্রকল্প কক্স-পিডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমাদের গর্বের জেলা কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের দেশ। এখানে কিছুদূর পর পর পাওয়া যায় সম্ভাবনাময় পর্যটন স্পট। আবার এখানে জন্মেছেন অনেক দেশ বরেণ্য মানুষজন। আছেন অনেক মুক্তিযোদ্ধা, কবরে শুয়ে আছেন অনেক বীর শহীদ। আছে শত শত স্কুল-কলেজ-মাদরাসা, মসজিদ-মন্দির সহ বহু পূরাতন স্থাপনা।

একবিংশ শতাব্দির এই যুগ তথ্যের যুগ। আর তথ্যের সহজলভ্যতা একটা কম্যুনিটিকে তুলে দেয় অন্যদের চেয়ে উপরে। আমরা চাই কক্সবাজার জেলার প্রত্যেকটা উল্লেখযোগ্য স্থান, প্রত্যেকজন মুক্তিযুদ্ধা, প্রতিটা স্কুল-কলেজের বিস্তারিত অনলাইন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতে থকুক। কক্সবাজার জেলার সকল প্রশাসনিক তথ্যকে আমরা ডিজিটালাইজ করতে চাই।

শিরোনাম[সম্পাদনা]

এই প্রকল্পটি 'প্রজেক্ট কক্স-পিডিয়া' শিরোনামে পরিচিত হবে এবং একই নামে পরিচালিত হবে।

লক্ষ্য[সম্পাদনা]

কক্সবাজার জেলার যাবতীয় তথ্য বাংলা উইকিপিডিয়ায় সংযুক্ত করা। যাবতীয় তথ্য বলতে জনপ্রিয়/বিখ্যাত ব্যাক্তিত্ব, উল্লেখযোগ্য স্থান, প্রশাসনিক তথ্যাদি, গুরুত্বপূর্ণ স্থাপনা ইথ্যাদি গণ্য হবে।

বাস্তবায়ন[সম্পাদনা]

এই কাজ সম্পাদন করার জন্য আমরা পুরো কক্সবাজার জেলাকে ৮ টি জোনে ভাগ করব। প্রতিটি উপজেলা হবে এক একটি জোন। আবার প্রতিটা উপজেলাকে ভাগ করব অনেক গুলো সাব-জোনে। প্রতিটা পৌরসভা এবং ইউনিয়ন হবে এক একটা সাব-জোন। প্রতিটা জোনে একজন করে সমন্বয়ক থাকবে। প্রায়োরিটি লিস্ট ধরে আমরা আস্তে আস্তে কক্সবাজার জেলার সকল জনপ্রিয়/বিখ্যাত ব্যাক্তিত্ব, উল্লেখযোগ্য স্থান, প্রশাসনিক তথ্যাদি, গুরুত্বপূর্ণ স্থাপনা ইত্যাদিকে সম্পাদনার আওতায় নিয়ে আসব।

তথ্য সংগ্রহের উৎস[সম্পাদনা]

কক্সবাজার জেলা বাতায়ন এবং বিভিন্ন উপজেলা বাতায়ন হবে তথ্যের প্রধান উৎস। এছাড়া কক্সবাজার জেলা নিয়ে প্রকাশিত বই-পুস্তক, বাংলা পিডিয়া থেকে তথ্য নেয়া হবে। স্বেচ্ছাসেবকরা পুরো জেলা ঘুরে ছবি সংগ্রহ করবেন এবং যুক্ত করবেন।

সম্পাদিত নিবন্ধের তালিকা[সম্পাদনা]

ইতিহাস ও ঐতিহ্য[সম্পাদনা]

ব্যক্তিত্ব[সম্পাদনা]

পর্যটন স্পট[সম্পাদনা]

গুরুত্বপূর্ন স্থাপনা[সম্পাদনা]

প্রশাসনিক তথ্য[সম্পাদনা]

বঞ্চিত নিবন্ধের উপজেলা ভিত্তিক তালিকা[সম্পাদনা]

কক্সবাজার সদর উপজেলা[সম্পাদনা]

কক্সবাজার পৌরসভা[সম্পাদনা]

ভারুয়াখালি[সম্পাদনা]

চৌফলদন্ডী[সম্পাদনা]

ঈদগাঁও[সম্পাদনা]

ঝিলংজা[সম্পাদনা]

খুরুশকুল[সম্পাদনা]

পাটালি মাছুয়াখালী[সম্পাদনা]

পোকখালী[সম্পাদনা]

জালালাবাদ[সম্পাদনা]

ইসলামাবাদ[সম্পাদনা]

ইসলামপুর[সম্পাদনা]

পিএমখালী[সম্পাদনা]

চকরিয়া উপজেলা[সম্পাদনা]

চকরিয়া পৌরসভা[সম্পাদনা]

হারবাং[সম্পাদনা]

বরইতলী[সম্পাদনা]

ভেওলা মানিকচর[সম্পাদনা]

চিরিঙ্গা[সম্পাদনা]

ডুলাহাজারা[সম্পাদনা]

পূর্ব বড় ভেওলা[সম্পাদনা]

ফাসিয়াখালী[সম্পাদনা]

কাকারা[সম্পাদনা]

কৈয়ারবিল[সম্পাদনা]

খুটাখালী[সম্পাদনা]

লক্ষার চর[সম্পাদনা]

সুরাজপুর মানিকপুর[সম্পাদনা]

পশ্চিম বড় ভেওলা[সম্পাদনা]

বদরখালি[সম্পাদনা]

শাহারবিল[সম্পাদনা]

কোনাখালি[সম্পাদনা]

বমু বিলছড়ি[সম্পাদনা]

ঢেমুশিয়া[সম্পাদনা]

কুতুবদিয়া উপজেলা[সম্পাদনা]

আলী আকবর ডেইল[সম্পাদনা]

উত্তর ধুরুং[সম্পাদনা]

কৈয়ারবিল[সম্পাদনা]

দক্ষিণ ধুরুং[সম্পাদনা]

বড়ঘোপ[সম্পাদনা]

লেমসিখালী[সম্পাদনা]

উখিয়া উপজেলা[সম্পাদনা]

রাজাপালং[সম্পাদনা]

জালিয়াপালং[সম্পাদনা]

হলদিয়া পালং[সম্পাদনা]

রত্নাপালং[সম্পাদনা]

পালংখালী[সম্পাদনা]

মহেশখালী উপজেলা[সম্পাদনা]

মহেশখালী পৌরসভা[সম্পাদনা]

বড় মহেশখালী[সম্পাদনা]

ছোট মহেশখালী[সম্পাদনা]

শাপলাপুর[সম্পাদনা]

কুতুবজোম[সম্পাদনা]

হোয়ানক[সম্পাদনা]

কালারমারছড়া[সম্পাদনা]

মাতারবাড়ী[সম্পাদনা]

ধলঘাটা[সম্পাদনা]

পেকুয়া উপজেলা[সম্পাদনা]

উজানটিয়া[সম্পাদনা]

টৈটং[সম্পাদনা]

পেকুয়া[সম্পাদনা]

বারবাকিয়া[সম্পাদনা]

মগনামা[সম্পাদনা]

রাজারখালী[সম্পাদনা]

শীলখালী[সম্পাদনা]

রামু উপজেলা[সম্পাদনা]

ফতেখাঁরকুল[সম্পাদনা]

রাজারকুল[সম্পাদনা]

রশিদ নগর[সম্পাদনা]

খুনিয়াপালং[সম্পাদনা]

ঈদগড়[সম্পাদনা]

চাকমারকুল[সম্পাদনা]

কচ্ছপিয়া[সম্পাদনা]

কাউয়ারখোপ[সম্পাদনা]

দক্ষিণ মিঠাছড়ি[সম্পাদনা]

জোয়ারিয়া নালা[সম্পাদনা]

গর্জনিয়া[সম্পাদনা]

টেকনাফ উপজেলা[সম্পাদনা]

টেকনাফ পৌরসভা[সম্পাদনা]

সাবরাং[সম্পাদনা]

বাহারছড়া[সম্পাদনা]

হ্নীলা[সম্পাদনা]

হোয়াইক্যং[সম্পাদনা]

সেন্টমার্টিন[সম্পাদনা]

টেকনাফ সদর[সম্পাদনা]

সংগৃহীত চিত্র সমূহ[সম্পাদনা]