লুবুন্টু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুবুন্টু
লুবুন্টু ১৯.০৪ ডিস্কো ডিঙ্গো
ডেভলপারলুবুন্টু সম্প্রদায়
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলওপেন সোর্স
সর্বশেষ মুক্তি১৯.১০ / ১৭ অক্টোবর ২০১৯; ৪ বছর আগে (2019-10-17)
কার্নেলের ধরনমনোলিথিক
ইউজারল্যান্ডগনু
ব্যবহারকারী ইন্টারফেসএলএক্সকিউটি
লাইসেন্সপ্রধানত গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স ও অন্যান্য
ওয়েবসাইটlubuntu.me

লুবুন্টু (ইংরেজি: Lubuntu)[১] উবুন্টুর গ্নোম ডেস্কটপ পরিবেশের বদলে এলএক্সকিউটি ব্যবহার করা একটি হালকা লিনাক্স ডিস্ট্রিবিউশন, যেটি মূলত উবুন্টুর একটি প্রাতিষ্ঠানিক বংশধর। লুবুন্টু মূল উদ্দেশ্য ছিলো "হালকা, কম রিসোর্স ব্যবহার কারী এবং এনার্জি এফিশিয়েন্ট" হওয়া, তবে এটার উদ্দেশ্য এখন "কর্মক্ষম, কিন্তু পরিবর্তনশীল হওয়া, যেটি ব্যবহারকারীকে তার কম্পিউটার ব্যবহারে বাধা সৃষ্টি করবে না"। [২][৩]

লুবুন্টু মূলত এলএক্সডিই ডেস্কটপ ব্যবহার করতো, তবে লুবুন্টু ১৮.১০, অক্টোবর ২০১৮ থেকে এটি এলএক্সকিউটি ডেস্কটপে স্থানান্তরিত হয়। [৪]

নামকরণ[সম্পাদনা]

লুবুন্টু নামকরণ করা হয়েছে এলএক্সডিই এবং উবুন্টু এর সমন্বয়ে। এলএক্সডিই হল লাইটওয়েট এক্স১১ ডেক্সটপ এনভাইরোনমেন্ট এর সংক্ষিপ্ত রূপ, এবং উবুন্টুর অর্থ হল 'অপরের জন্য মানবতা। এটি জুলু এবং হোসে ভাষার একটি শব্দ।

অভ্যর্থনা[সম্পাদনা]

প্রাথমিকভাবে পরীক্ষার পর লিনাক্স ম্যাগাজিন এর কলাম লেখক ক্রিস্টোফার স্মার্ট দেখিয়েছেন যে ইনস্টলেশন এবং সাধারণ ব্যবহারের ক্ষেত্রে এটি উবুন্টুর প্রায় অর্ধেক এবং লাইভ সিডি থেকে ব্যবহার করার সময় তিনভাগের একভাগ র‍্যাম ব্যবহার করে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ক্যানোনিক্যাল। "উবুন্টু প্রকল্প সম্পর্কে | উবুন্টু"www.ubuntu.com। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯ 
  2. স্মার্ট, ক্রিস (মে ২০০৯)। "আরেকটাদিন, আরও একটি উবুন্টু ডেরাভিটিব"। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯ 
  3. এলএক্সডিই (ফেব্রুয়ারি ২০০৯)। "লুবুন্টু? ব্যালিনে মার্ক শাটলওর্থের সাথে এলএক্সডিই মিট আপ"। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  4. "লুবুন্টু উন্নয়নে এ সপ্তাহ #৫ - লুবুন্টু"lubuntu.me। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]