২ মার্চ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মার্চ ২ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১  

২ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬১তম (অধিবর্ষে ৬২তম) দিন। বছর শেষ হতে আরো ৩০৪ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী[সম্পাদনা]

  • ০৬৮০ - মহনবী সা: এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন আ: এর শাহাদাতের পর তার সন্তান সন্ততিসহ অন্যদের বন্দী অবস্থায় কুফায় প্রেরণ করা হয়।
  • ১৪৯৮ - ভাস্কো দা গামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন।
  • ১৫২৫ - হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট ওসমানীয় সেনারা দখল করে নেয় ।
  • ১৮০১ - স্পেনপর্তুগালের মধ্যে ‘কমলন যুদ্ধ’ শুরু।
  • ১৮৯৬ - ফরাসী পদার্থ বিজ্ঞানী এন্টনী হেনরী বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন।
  • ১৯১৭ - পুয়ের্তো রিকো মার্কিন অধিকৃত অঞ্চলে পরিণত হয়।
  • ১৯১৯ - মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস শুরু।
  • ১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে।
  • ১৯৪৪ - নেপলসে ট্রেন দুর্ঘটায় ৫২১ জনের মৃত্যু।
  • ১৯৪৮ - সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত।
  • ১৯৫২ - ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বিহারের (বর্তমানে ঝাড়খণ্ডের সিন্ধ্রিতে সার কারখানার উদ্বোধন করেন।
  • ১৯৫৬ - মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ফিরে পায়।
  • ১৯৭১ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় গাম্বিয়া
  • ১৯৭৩ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে জয়ী হয়।
  • ১৯৮৫ - আরব লীগ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৯১ - শ্রীলংকায় বোমা বিস্ফোরণে উপ-প্রতিরক্ষামন্ত্রী বিজয়সহ ২৯ জন নিহত।
  • ১৯৯৫ - কোপেন হেগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন শুরু হয়।
  • ১৯৯৭ - পাকিস্তানে ২০ বছরেরও অধিক সময় পর রোববার সাপ্তাহিক ছুটি পালন শুরু।
  • ১৯৯৯ - ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলন সমাপ্তি।
  • ২০০০ - ব্রিটেনে আটক চিলির সাবেক স্বৈরশাসক আগাস্তো পিনোশের মুক্তি লাভ।
  • ২০০১ - আফগানিস্তানে প্রাচীন ও শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত বুদ্ধ মূর্তিগুলো ভেঙ্গে ফেলা হয়।
  • ২০০৪ - ইরাকে যুদ্ধ: আল-কায়েদা ইরাকে আশুরা গণহত্যা চালায়, ১৭০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়।
  • ২০২২ - গণপ্রজাতান্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীসভার সিদ্ধান্তে জাতীয় স্লোগান হল - জয় বাংলা(২ রা মার্চ ২০২২ তারিখের গেজেট প্রঞ্জাপন অনুসারে)

জন্ম[সম্পাদনা]

  • ১৭৬০ - ক্যামিল ডেস্মউলিন্স, ফরাসি সাংবাদিক ও রাজনীতিবিদ।
  • ১৭৯৩ - স্যাম হাউস্টন, মার্কিন সৈনিক, রাজনীতিক, টেক্সাস প্রজাতন্ত্রের ১ম রাষ্ট্রপতি।
  • ১৮২০ - মুলতাতুলি, ডাচ লেখক।
  • ১৮৮১ - অতুলচন্দ্র ঘোষ, ভারতের স্বাধীনতা সংগ্রামী, লোকসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভূক্তি আন্দোলনের মূখ্যস্থপতি। (মৃ. ১৯৬২)
  • ১৮৯৪ - প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক শৈলবালা ঘোষজায়া।(মৃ.১৯৭৪)
  • ১৮৯৫ - বাঙালি অভিনেত্রী নিভাননী দেবী।(মৃ.১৯৭৮)
  • ১৮৯৮ - মোহাম্মদ বরকত উল্লাহ, সাহিত্যিক।
  • ১৯১৯ - জেনিফার জোনস, মার্কিন অভিনেত্রী।
  • ১৯২৩ - রিচার্ড উইলিয়াম টিম, রামোন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী ও শিক্ষাবিদ। (মৃ. ২০২০)
  • ১৯২৬ - কুমার রায়, ভারতীয় বাঙালি নট, নাট্যকার ও নাট্যনির্দেশক। (মৃ.২০১০)
  • ১৯৩১ - মিখাইল গর্বাচেভ, নোবেল পুরস্কার বিজয়ী সোভিয়েত আইনজীবী ও রাজনীতিবিদ ও সাবেক প্রেসিডেন্ট।
  • ১৯৩৩ - আনন্দজি ভিরজি শাহ, ভারতীয় সঙ্গীত পরিচালক ও কল্যাণজি-আনন্দজির জুটি।[স্পষ্টকরণ প্রয়োজন]
  • ১৯৩৭ - আব্দেল-আজিজ বউটেফ্লিকা, আলজেরীয় সৈনিক, রাজনীতিক ও ৫ম প্রেসিডেন্ট। (মৃ. ১৭/৯/২০২১)
  • ১৯৪২ - মীর হোসেইন মুসাভি, ইরানীয় স্থপতি, রাজনীতিবিদ ও ৭৯ তম প্রধানমন্ত্রী।
  • ১৯৫৫ - শোকো আসাহরা, জাপানের নতুন ধর্মীয় সংগঠন ওম শিনরিকিও'র প্রতিষ্ঠাতা।
  • ১৯৬২ - জন ফ্রান্সিস বনজিওভি জুনিয়র, মার্কিন গায়ক, গীতিকার, গিটারবাদক ও প্রযোজক।
  • ১৯৬৮ - ড্যানিয়েল ক্রেইগ, ইংরেজ অভিনেতা।
  • ১৯৭৭ - অ্যান্ড্রু জন স্ট্রস, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
  • ১৯৭৯ - ডেমিয়েন ডাফ, আইরিশ ফুটবল খেলোয়াড়।
  • ১৯৮২ - কেভিন কুরানয়ি, জার্মান ফুটবল খেলোয়াড়।

মৃত্যু[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]