১২ আগস্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১

১২ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৪তম (অধিবর্ষে ২২৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৪১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী[সম্পাদনা]

  • ১৬০২ - আকবরের সভাসদ আবুল ফজল নিহত হন।
  • ১৬৭৬ - নিউ ইংল্যান্ডে রেড ইন্ডিয়ানদের যুদ্ধের সমাপ্তি।
  • ১৭৬৫ - মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।
  • ১৮৭৭ - টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।
  • ১৮৯৮ - যুক্তরাষ্ট্রের সাথে হাওয়াই দ্বীপপুঞ্জের আনুষ্ঠানিক সংযুক্তি।
  • ১৯০১ - বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।
  • ১৯০৮ - বিপ্লবি ক্ষুদিরামের ফাঁসি কার্যকর।
  • ১৯২২ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ‘ধুমকেতু’ প্রকাশিত হয়।
  • ১৯২৬ - ‘লাঙল’ পত্রিকার নাম পাল্টে ‘গণবাণী’ রাখা হয়।
  • ১৯৩৬ - ভারতের প্রথম রাজনৈতিক ছাত্র সংগঠন সর্বভারতীয় ছাত্র ফেডারেশন এর প্রতিষ্ঠা হয় লক্ষনৌ এর গঙ্গাপ্রসাদ মেমোরিয়াল হলে জহরলাল নেহেরু এর উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে । এই দিনটিকে সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়।
  • ১৯৪৪ - জার্মান নাৎসি বাহিনীর সপ্তাহব্যাপী ধ্বংসযজ্ঞ বন্ধ হয়। এ সময়ের মধ্যে প্রায় ৪০ হাজার লোক হত্যা করে তারা।
  • ১৯৪৯ - জেনেভায় যুদ্ধবন্দী ও যুদ্ধাহতদের সাথে আচরণ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুমোদন লাভ করে ৷
  • ১৯৫৩ - সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু হয়।
  • ১৯৬০ - প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
  • ১৯৭১ - মুক্তিবাহিনী কর্তৃক আড়িখোলা ব্রিজ ধ্বংস।
  • ১৯৭৬ - লেবাননের মারুনি মিলিশিয়া বাহিনী রাজধানী বৈরুতের উপকন্ঠে অবস্থিত একটি ফিলিস্তিনী শরণার্থী শিবির দীর্ঘ দিন ধরে অবরুদ্ধ করে রাখার পর সেখানে ব্যাপক গণহত্যা চালায় ৷
  • ১৯৭৮ - জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি সই হয়।
  • ১৯৮৫ - জাপান এয়ারলাইনের যাত্রীবাহী বিমান ওগুরা পর্বতে বিধ্বস্থ হলে ৫২০ জনের মৃত্যু।
  • ২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয় যুক্তরাষ্ট্রের মাইকেল ফেলপসের অলিম্পিক তথা বিশ্বরেকর্ড সৃষ্টিকারী ১:৪২.৯৬ সময়ে। একই দিনে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

জন্ম[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]