কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নীতিবাক্য | শিক্ষাই শক্তি |
---|---|
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২৮ মে ২০০৬ |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
বাজেট | ৳৬৫.৫২ কোটি[১] |
ইআইআইএন | ১৩৬৫৯৭ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | অধ্যাপক ড. মো. হায়দার আলী |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২৬৬[২] |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ১০৫২০৪ |
শিক্ষার্থী | ৬৯২৪[২] |
ঠিকানা | সালমানপুর, কোটবাড়ি , , ৩৫০৩ , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | ৫০ একর[৩] |
ভাষা | বাংলা, ইংরেজি |
ওয়েবসাইট | www |
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে কুবি) বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ২০০৬ সালের ২৮ মে প্রতিষ্ঠা করা হয়।[৪] বিশ্ববিদ্যালয়টিতে ৬টি অনুষদের ১৯টি বিভাগে শিক্ষাদান করা হয়।[৫]
অবস্থান
[সম্পাদনা]এটি লালমাই পাহাড়ের পাশে এবং কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে ১০ কি,মি পশ্চিমে অবস্থিত। এটি ময়নামতির শালবন বিহার[৬] নামক স্থানে ২৪৪.১৫ একর জায়গা জুড়ে নির্মিত। এর পাশেই রয়েছে শালবন বিহার, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট।
প্রতিষ্ঠার ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়টির আচার্য। ২০০৬ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
উপাচার্যবৃন্দ
[সম্পাদনা]নিম্নোক্ত ব্যক্তিবর্গ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন:[৭]
ক্রম | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব হস্তান্তর |
---|---|---|---|
১ | অধ্যাপক ড. গোলাম মাওলা | ২৬ জুলাই ২০০৬ | ৩০ জুলাই ২০০৮ |
- | অধ্যাপক ড. এম. জুলফিকার আলী (ভারপ্রাপ্ত)[৮][ক] | ৩১ জুলাই ২০০৮ | ১৯ অক্টোবর ২০০৮ |
২ | অধ্যাপক ড. এ এইচ এম জেহাদুল করিম[৯][খ] | ২০ অক্টোবর ২০০৮ | ২২ নভেম্বর ২০০৯ |
৩ | অধ্যাপক ড. আমির হোসেন খান | ২৩ নভেম্বর ২০০৯ | ২২ নভেম্বর ২০১৩ |
৪ | অধ্যাপক ড. মো. আলী আশরাফ | ৩ ডিসেম্বর ২০১৩ | ২ ডিসেম্বর ২০১৭ |
৫ | অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী | ৩১ জানুয়ারি ২০১৮ | ৩০ জানুয়ারি ২০২২ |
৬ | অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন | ৩১ জানুয়ারি ২০২২ | ১৯ আগস্ট ২০২৪ |
৭ | অধ্যাপক ড. মো. হায়দার আলী | ২৩ সেপ্টেম্বর ২০২৪ | বর্তমান |
অনুষদ ও বিভাগসমূহ
[সম্পাদনা]প্রতিষ্ঠাকালে বিশ্ববিদ্যালয়টির মাত্র ৭টি বিভাগ ছিল। বর্তমানে ৬টি অনুষদের অধীনে মোট ১৯টি বিভাগ চালু রয়েছে।[৫]
- প্রকৌশল অনুষদ
- বিজ্ঞান অনুষদ
- ব্যবসায় শিক্ষা অনুষদ
- কলা অনুষদ
- সামাজিক বিজ্ঞান অনুষদ
- আইন অনুষদ
একাডেমিক ভবনসমূহ
[সম্পাদনা]- বিজ্ঞান অনুষদ ভবন
- কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন
- ব্যবসা ও বাণিজ্য অনুষদ ভবন
- প্রকৌশল অনুষদ ভবন
পরিবহন ব্যবস্থা
[সম্পাদনা]- ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৮টি নীল বাস এবং বিআরটিসির ১২টি ভাড়া বাসসহ সর্বমোট ২০টি বাসের ব্যবস্থা রয়েছে।
- শিক্ষকদের জন্য বাস-মাইক্রোবাস মিলিয়ে সর্বমোট ৭টি যানবাহন রয়েছে।
- বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্যও যাতায়াতের ব্যবস্থা রয়েছে।
- জরুরী প্রয়োজনে রয়েছে ২টি এম্বুলেন্স।
আবাসিক হলসমূহ
[সম্পাদনা]কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫টি আবাসিক হল রয়েছে। ছাত্রদের জন্য ৩টি, ছাত্রীদের জন্য রয়েছে ২টি হল। এছাড়াও শিক্ষকদের জন্য রয়েছে ডরমেটরি।
- ছাত্র হলসমূহ
- শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
- কবি কাজী নজরুল ইসলাম হল
- ছাত্রী হলসমূহ
- নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল
- শেখ হাসিনা হল
আবিষ্কার ও গবেষণা
[সম্পাদনা]রোবট সিনা
[সম্পাদনা]কথা বলা রোবট তৈরি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোবটটির নাম রাখা হয়েছে সিনা। রোবট সিনা মানুষের মতো কথা বলতে পারে। চলতে পারে সামনে-পেছনে সবদিকে। রোবটটি তৈরি করেছেন সঞ্জিত মন্ডল, সাঈয়েদুর রহমান ও জুয়েল নাথ। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর আর্থিক সহায়তায় রোববটি তৈরি করা হয়েছে।[১০][১১]
রোবট ব্লুবেরি
[সম্পাদনা]জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) এর অর্থায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন তরুণ প্রযুক্তিবিদের টিম ‘কোয়ান্টা রোবটিক্স’ তৈরি করেছে রোবট ব্লুবেরি।[১২] [১৩]
রোবট নিকো
[সম্পাদনা]কুমিল্লা জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে পরিচালিত ফ্যাবল্যাবে তৈরি প্রথম রোবট নিকো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিম 'কোয়ান্টা রোবটিক্স' এই রোবটি তৈরি করেছে। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট।[১৪] [১৫][১৬]
সমাবর্তন
[সম্পাদনা]২০২০ সালের ২৭ জানুয়ারি দেশের মধ্য-পূর্বাঞ্চলের বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। প্রথম সমাবর্তনে সভাপতিত্ব করেছেন সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।[১৭]
ক্যাম্পাসের প্রসিদ্ধ স্থান
[সম্পাদনা]- সিএসই চত্বর
- হৃদচত্ত্বর
- বঙ্গবন্ধু ভাস্কর্য; বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশেই স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। ভাস্কর্যটি শিল্পী মৃণাল হক কর্তৃক ২০১৭ সালে নির্মিত হয়।
- ফরেস্ট অব গার্ডেন, লালন চত্বর
- বাবুই চত্বর, পিএ চত্বর, কাঠাল তলা, বৈশাখী চত্বর
- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নির্মাণ করা হয়েছে মুক্তমঞ্চ
- লবণ সেতু/প্রেম সেতু, ক্যাফেটেরিয়া, ভিসিটং
- শহীদ মিনার; শিল্পী হাশেম খান ও পরবর্তিতে শিল্পী রবিউল হোসাইনের যৌথক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারটি কেন্দ্রীয় খেলার মাঠের পাশেই ২০১৩ সালে নির্মাণ করা হয়।
- সানসেট ভ্যালি
পাদটীকা
[সম্পাদনা]- ↑ ভারপ্রাপ্ত উপাচার্য হওয়ায় দায়িত্বপালনের কাল উল্লেখ করা হলেও পূর্ণাঙ্গ উপাচার্যের ক্রমে তাকে অন্তর্ভুক্ত করা হলো না।
- ↑ প্রথম উপাচার্য গোলাম মাওলার পর এম. জুলফিকার আলী ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে এ এইচ এম জেহাদুল করিম নিয়োগ পাওয়ায় উপাচার্যের ক্রমে তাকে দ্বিতীয় অবস্থানে রাখা হলো। প্রদত্ত প্রথম আলোর তথ্যসূত্রেও তাকে দ্বিতীয় উপাচার্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয় কে কত বাজেট পাচ্ছে"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪।
- ↑ ক খ "University at a glance"। cou.ac.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ "Comilla University"। www.cou.ac.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪।
- ↑ "উজ্জ্বল আঠারোতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়"। সমকাল। ২০২৩-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪।
- ↑ ক খ "Comilla University | Comilla University"। www.cou.ac.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪।
- ↑ "About Us"। কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ "প্রাক্তন উপাচার্যগণ"। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "শুভ জন্মদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়"। সময় জার্নাল। ২৮ মে ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
- ↑ "কুমিল্লা বিশ্ববিদ্যালয় - উপাচার্যের পদ খালি হচ্ছে আজ, প্রত্যাশী পাঁচজন"। প্রথম আলো। ২২ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
- ↑ "কথা বলছে 'ব্লুবেরি'"। সমকাল। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কুবি শিক্ষার্থীদের তৈরি 'সিনা' নাচে, গায়, কথা বলে"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ "কথা বলা রোবট তৈরি করলেন কুবির শিক্ষার্থীরা"। সমকাল। ২০২৩-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ "কুবির ৩ শিক্ষার্থীর নতুন উদ্ভাবন রোবট 'ব্লুবেরি'"। অধিকার নিউজ। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ "কুমিল্লার ফ্যাবল্যাবে তৈরি প্রথম রোবট নিকো প্রশ্ন করলে উত্তর দেয়"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ "দেশের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট 'নিকো'"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ "কুবির শিক্ষার্থীরা তৈরি করলেন রোবট নিকো"। চ্যানেল ২৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ "কুবির ১ম সমাবর্তন সোমবার"। banglanews24। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।