প্রবেশদ্বার:পরিবহন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরিবহন প্রবেশদ্বার

ভারতের রাস্তায় সড়ক পরিবহনের বিভিন্ন মাধ্যম
ভারতের রাস্তায় সড়ক পরিবহনের বিভিন্ন মাধ্যম

পরিবহন বা অপসারণ হচ্ছে মানুষ, প্রাণীপণ্যের এক স্থান থেকে অন্যস্থানে অবস্থান পরিবর্তন। পরিবহন মাধ্যমে অন্তর্ভুক্ত রয়েছে বিমান, রেল, স্থল পরিবহন, পানি, তার, পাইপলাইন এবং মহাকাশ। এর ক্ষেত্র ভাগ করা যায় অবকাঠামো, যানবাহনঅপারেশন।পরিবহন গুরুত্বপূর্ণ কারণ এটা ব্যক্তির মধ্যে বাণিজ্য সক্ষম করে, যা সভ্যতার বিকাশের জন্য অপরিহার্য। (সম্পূর্ণ নিবন্ধ...)

বাছাই করা নিবন্ধ - অন্য নিবন্ধ

দিল্লি মেট্রো (হিন্দি: दिल्ली मेट्रो) ভারতের রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী গুরগাঁওনয়ডা অঞ্চলের দ্রুত পরিবহন ব্যবস্থা। দিল্লি মেট্রো নেটওয়ার্কের পাঁচটি লাইনের সম্মিলিত দৈর্ঘ্য ৩২৭.০০ কিলোমিটার (২০৩ মাইল)। দিল্লি মেট্রোর স্টেশনের সংখ্যা ২৩৬টি; এর মধ্যে ৬৮টি ভূগর্ভস্থ। এই মেট্রোয় উড়াল, ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ – তিন প্রকার লাইনই রয়েছে এবং ব্রড গেজস্ট্যান্ডার্ড গেজ – উভয় প্রকার রোলিং স্টকই ব্যবহৃত হয়।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) দিল্লি মেট্রো নেটওয়ার্কের দায়িত্বপ্রাপ্ত। ২০১০ সালের এপ্রিল মাসের হিসেব অনুযায়ী, ডিএমআরসি সকাল ৬টা থেকে রাত্রি ১১টার মধ্যে ৩ থেকে ৪.৫ মিনিট ব্যবধানে দৈনিক ১০০টি ট্রেন চালিয়ে থাকে। ট্রেনগুলিতে চার থেকে ছয়টি কোচ থাকে। ওভারহেড ক্যাটেনারির মাধ্যমে ২৫ কিলোওয়াট ৫০ হার্টজ এসি বিদ্যুৎ ট্রেনগুলিতে সরবরাহ করা হয়। দিল্লি মেট্রোর দৈনিক গড় যাত্রীসংখ্যা ১০ লক্ষ। উদ্বোধনের পর সাত বছরে দিল্লি মেট্রো ১০০ কোটিরও বেশি যাত্রী পরিবহন করেছে। (সম্পূর্ণ নিবন্ধ...)

ভালো নিবন্ধ

পরিবহন বিষয়াদি

গণ:

তত্ত্ব ও প্রযুক্তি:

নৌ:

প্রাণীচালিত:

বিমান চালনা:

মহাকাশ:

মানবচালিত:

মাল:

রেল:

সড়ক:

সম্পর্কিত প্রবেশদ্বার

সাধারণ চিত্র

নিম্নলিখিত চিত্রগুলি উইকিপিডিয়ার বিভিন্ন পরিবহন সম্পর্কিত নিবন্ধ থেকে সংগৃহীত।

উপবিষয়শ্রেণী

উপবিষয়শ্রেণী দেখার জন্য [►] ক্লিক করুন

আপনি যা করতে পারেন

  • পরিবহন বিষয়ক নতুন নিবন্ধ তৈরি অথবা অন্য উইকিপ্রকল্প হতে অনুবাদ করতে পারেন।
  • বর্তমান নিবন্ধ অথবা সড়ক বিষয়ক বিভিন্ন টেমপ্লেট হতে লাল লিঙ্ক থাকা বিষয় নিয়ে নতুন নিবন্ধ রচনা করতে পারেন।
  • বর্তমান নিবন্ধসমূহ তথ্য দিয়ে সমৃদ্ধ, সম্প্রসারণ, রচনাশৈলীর উন্নয়ন ও তথ্যছক না থাকলে যুক্ত করতে পারেন।
  • নিবন্ধসমূহে তথ্যসূত্রের ঘাটতি থাকলে, পর্যাপ্ত সূত্র যোগ করতে পারেন।
  • নিবন্ধগুলিতে উইকিমিডিয়া কমন্স হতে দরকারী ও প্রাসঙ্গিক মুক্ত চিত্র যুক্ত করতে পারেন।
  • পরিবহন সম্পর্কিত নিবন্ধসমূহের শেষে {{প্রবেশদ্বার দণ্ড|পরিবহন}} যুক্ত করতে পারেন।
  • পরিবহন সংক্রান্ত নিবন্ধসমূহে প্রযোজ্যতা অনুসারে বিষয়শ্রেণী:পরিবহন না থাকলে যুক্ত করতে পারেন।

সম্পর্কিত উইকিমিডিয়া


উইকিসংবাদে পরিবহন
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে পরিবহন
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে পরিবহন
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে পরিবহন
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে পরিবহন
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে পরিবহন
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে পরিবহন
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে পরিবহন
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে পরিবহন
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

প্রবেশদ্বার

সার্ভার ক্যাশ খালি করুন